দিল্লি, 21 মে: আজ রাত দশটা থেকে অনলাইনে শুরু হল 200টি প্যাসেঞ্জার ট্রেনের টিকিট বুকিং । 1 জুন থেকে চলবে 200টি ট্রেন । তবে রিজ়ার্ভেশন কাউন্টার থেকে টিকিট বুক হবে না । IRCTC-র ওয়েবসাইট থেকে অনলাইনে টিকিট কাটতে হবে ।
রেলের তরফে টুইটে জানানো হয়েছে, "শ্রমিক স্পেশাল ট্রেন ছাড়া ভারতীয় রেল আরও 200টি অতিরিক্ত ট্রেন চালাতে চলেছে । 1 জুন থেকে এই পরিষেবা শুরু হবে । এয়ার কন্ডিশনড এবং নন এয়ার কন্ডিশনড দুরকমেরই বুকিং করা যাবে । ট্রেন সম্পর্কিত পুরো তথ্য কিছুদিনের মধ্যে রেলের তরফে দেওয়া হবে ।"
যে 200টি ট্রেন ছাড়বে তার মধ্যে কয়েকটি হল-
- 02377/78: শিয়ালদা থেকে নিউ আলিপুরদুয়ার-পদাতিক এক্সপ্রেস
- 02357/58: অমৃতসর থেকে কলকাতা এক্সপ্রেস
- 02703/04: ফলকনামা এক্সপ্রেস
- 02810/09: হাওড়া থেকে মুম্বই- হাওড়া-মুম্বই মেল
- 02833/34: আহমেদাবাদ থেকে হাওড়া এক্সপ্রেস
- 05484/83: দিল্লি থেকে আলিপুরদুয়ার- মহানন্দা এক্সপ্রেস
- 02307/08: হাওড়া থেকে যোধপুর/বিকানের- এক্সপ্রেস
- 02307/08: হাওড়া থেকে দিল্লি-পূর্বা এক্সপ্রেস
- 02303/04: হাওড়া থেকে দিল্লি-পূর্বা এক্সপ্রেস
- 02245/12246: হাওড়া থেকে যশবন্তপুর- দুরন্ত এক্সপ্রেস
- 02201/22202: শিয়ালদা-পুরী- দুরন্ত এক্সপ্রেস
- 02073/74: হাওড়া থেকে ভুবনেশ্বর-জন শতাব্দী এক্সপ্রেস
- 02023/24: হাওড়া থেকে পটনা-জন শতাব্দী এক্সপ্রেস
- 02021/22: হাওড়া থেকে বারবিল- জন শতাব্দী এক্সপ্রেস
রেলের তরফে জানানো হয়েছে, ওয়েটিং লিস্টে থাকা যাত্রীদের ট্রেনে উঠতে দেওয়া হবে না । সকল যাত্রীদের স্ক্রিনিং বাধ্যতামূলক । শুধুমাত্র উপসর্গহীন যাত্রীদের ট্রেনে ওঠার অনুমতি দেওয়া হবে । ট্রেন ছাড়ার অন্তত 90 মিনিট আগে স্টেশনে পৌঁছে যাওয়ার অনুরোধ করা হয়েছে । পাশাপাশি মাস্ক পরা সহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার কথাও জানানো হয়েছে ।