ETV Bharat / bharat

এটাই আমার শেষ নির্বাচন : নীতীশ কুমার - পুরনিয়া

NDA জোটে কি নীতীশের গুরুত্ব কমতে শুরু করেছে ? NDA-র প্রধান দল BJP কি তবে নীতীশে আর আস্থা রাখতে পারছে না ? নীতীশের ঘোষণায় এইসব প্রশ্ন মাথাচাড়া দিয়েছে ৷

ongoing-bihar-elections-the-last-of-my-career-nitish-kumar
চলতি ভোটই তাঁর শেষ নির্বাচন : নীতীশ কুমার
author img

By

Published : Nov 5, 2020, 6:29 PM IST

পূর্ণিয়া(বিহার), 5 নবেম্বর : বিহারের এই বিধানসভা ভোটই তাঁর রাজনৈতিক জীবনের শেষ নির্বাচন হতে চলেছে ৷ বৃহস্পতিবার এমনই জানালেন বিহারের বিদায়ী মুখ্য়মন্ত্রী নীতীশ কুমার ৷ আজ পূর্ণিয়ায় একটি নির্বাচনী জনসভায় এই মন্তব্য় করেন তিনি ৷

পূর্ণিয়ার জনসভায় তিনি বলেন, "সবাই জানে আজই নির্বাচনী প্রচারের শেষদিন ৷ মাঝে একটা দিন পরেই ভোট (বিহারের তৃতীয় দফার নির্বাচন) ৷ এটাই আমার শেষ নির্বাচন ৷ যাঁর শেষ ভালো, তাঁর সব ভালো ৷"

নীতীশ কুমারের এই মন্তব্য়ে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায় ৷ তবে কি NDA জোটে নীতীশের গুরুত্ব কমতে শুরু করেছে ? NDA-র প্রধান দল BJP কি তবে নীতীশে আর আস্থা রাখতে পারছে না ? এইসব প্রশ্ন স্বাভাবিকভাবেই মাথাচাড়া দিয়েছে ৷

বিহারে এখনও পর্যন্ত মোট দু’দফায় নির্বাচন হয়েছে ৷ 243 আসনের বিহার বিধানসভায় দু’ফায় 71 ও 94 আসনে নির্বাচন হয়েছে ৷ বাকি 78 আসনে ভোট হবে 7 নভেম্বর ৷ 10 নভেম্বর বিহার নির্বাচনের ফল প্রকাশ ৷

পূর্ণিয়া(বিহার), 5 নবেম্বর : বিহারের এই বিধানসভা ভোটই তাঁর রাজনৈতিক জীবনের শেষ নির্বাচন হতে চলেছে ৷ বৃহস্পতিবার এমনই জানালেন বিহারের বিদায়ী মুখ্য়মন্ত্রী নীতীশ কুমার ৷ আজ পূর্ণিয়ায় একটি নির্বাচনী জনসভায় এই মন্তব্য় করেন তিনি ৷

পূর্ণিয়ার জনসভায় তিনি বলেন, "সবাই জানে আজই নির্বাচনী প্রচারের শেষদিন ৷ মাঝে একটা দিন পরেই ভোট (বিহারের তৃতীয় দফার নির্বাচন) ৷ এটাই আমার শেষ নির্বাচন ৷ যাঁর শেষ ভালো, তাঁর সব ভালো ৷"

নীতীশ কুমারের এই মন্তব্য়ে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায় ৷ তবে কি NDA জোটে নীতীশের গুরুত্ব কমতে শুরু করেছে ? NDA-র প্রধান দল BJP কি তবে নীতীশে আর আস্থা রাখতে পারছে না ? এইসব প্রশ্ন স্বাভাবিকভাবেই মাথাচাড়া দিয়েছে ৷

বিহারে এখনও পর্যন্ত মোট দু’দফায় নির্বাচন হয়েছে ৷ 243 আসনের বিহার বিধানসভায় দু’ফায় 71 ও 94 আসনে নির্বাচন হয়েছে ৷ বাকি 78 আসনে ভোট হবে 7 নভেম্বর ৷ 10 নভেম্বর বিহার নির্বাচনের ফল প্রকাশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.