ETV Bharat / bharat

আত্মহত্যা করতে গেলেন একজন, মৃত্যু হল অন্যের

আহমেদাবাদের অমরাইওয়াদি এলাকায় এক ব্যক্তি প্রাতর্ভ্রমণে বেরিয়েছিলেন । তিনি যখন একটি বহুতলের নিচ দিয়ে হাঁটছিলেন তখন সেই বহুতলের ছাদ থেকে এক মহিলা ঝাঁপ দেন । কিন্তু ছাদ থেকে ঝাঁপ দিলেও ওই মহিলা সরাসরি মাটিতে না পড়ে যে ব্যক্তি প্রাতর্ভ্রমণ করছিলেন তাঁর ঘাড়ে গিয়ে পড়েন ।

Suicide
author img

By

Published : Oct 5, 2019, 2:37 PM IST

আহমেদাবাদ, 5 অক্টোবর : প্রবাদ আছে রাখে হরি মারে কে । আর তার উলটোটা যদি বলতে হয় তবে সেটা হল মারে হরি রাখে কে । আজ সকালে তেমনই ঘটল আহমেদাবাদে । যিনি আরও অনেকদিন সুস্থভাবে বেঁচে থাকার জন্য শরীরচর্চা করতে প্রাতর্ভ্রমণে বেরিয়েছিলেন তাঁর মৃত্যু হল । অন্যদিকে, যিনি ভেবেছিলেন আত্মহত্যা করবেন, মৃত্যুই শ্রেয়, তিনি অদ্ভুতভাবে বেঁচে গেলেন ।

আজ আহমেদাবাদের অমরাইওয়াদি এলাকায় এক ব্যক্তি প্রাতর্ভ্রমণে বেরিয়েছিলেন । তিনি যখন একটি বহুতলের নিচ দিয়ে হাঁটছিলেন তখন সেই বহুতলের ছাদ থেকে এক মহিলা ঝাঁপ দেন । পুলিশ জানিয়েছে, ওই মহিলা মানসিক অবসাদে ভুগছিলেন । তাই আত্মহত্যা করতে ঝাঁপ দিয়েছিলেন । কিন্তু ছাদ থেকে ঝাঁপ দিলেও ওই মহিলা সরাসরি মাটিতে না পড়ে যে ব্যক্তি প্রাতর্ভ্রমণ করছিলেন তাঁর ঘাড়ে গিয়ে পড়েন ।

মহিলা সরাসরি মাটিতে না পড়ায় বেঁচে যান । তিনি অল্পবিস্তর চোট পেয়েছেন । কিন্তু তিনি যে ব্যক্তির ঘাড়ে গিয়ে পড়েন তাঁর ঘটনাস্থানেই মৃত্যু হয় । অমরাইওয়াদির ডেপুটি SP এন এল দেশাই বলেন, "যে মহিলা আত্মহত্যা করতে গেছিলেন, তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন । কিন্তু যে ব্যক্তি প্রাতর্ভ্রমণ করছিলেন তাঁর ঘটনাস্থানেই মৃত্যু হয়েছে । ঘটনার তদন্ত চলছে ।"

আহমেদাবাদ, 5 অক্টোবর : প্রবাদ আছে রাখে হরি মারে কে । আর তার উলটোটা যদি বলতে হয় তবে সেটা হল মারে হরি রাখে কে । আজ সকালে তেমনই ঘটল আহমেদাবাদে । যিনি আরও অনেকদিন সুস্থভাবে বেঁচে থাকার জন্য শরীরচর্চা করতে প্রাতর্ভ্রমণে বেরিয়েছিলেন তাঁর মৃত্যু হল । অন্যদিকে, যিনি ভেবেছিলেন আত্মহত্যা করবেন, মৃত্যুই শ্রেয়, তিনি অদ্ভুতভাবে বেঁচে গেলেন ।

আজ আহমেদাবাদের অমরাইওয়াদি এলাকায় এক ব্যক্তি প্রাতর্ভ্রমণে বেরিয়েছিলেন । তিনি যখন একটি বহুতলের নিচ দিয়ে হাঁটছিলেন তখন সেই বহুতলের ছাদ থেকে এক মহিলা ঝাঁপ দেন । পুলিশ জানিয়েছে, ওই মহিলা মানসিক অবসাদে ভুগছিলেন । তাই আত্মহত্যা করতে ঝাঁপ দিয়েছিলেন । কিন্তু ছাদ থেকে ঝাঁপ দিলেও ওই মহিলা সরাসরি মাটিতে না পড়ে যে ব্যক্তি প্রাতর্ভ্রমণ করছিলেন তাঁর ঘাড়ে গিয়ে পড়েন ।

মহিলা সরাসরি মাটিতে না পড়ায় বেঁচে যান । তিনি অল্পবিস্তর চোট পেয়েছেন । কিন্তু তিনি যে ব্যক্তির ঘাড়ে গিয়ে পড়েন তাঁর ঘটনাস্থানেই মৃত্যু হয় । অমরাইওয়াদির ডেপুটি SP এন এল দেশাই বলেন, "যে মহিলা আত্মহত্যা করতে গেছিলেন, তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন । কিন্তু যে ব্যক্তি প্রাতর্ভ্রমণ করছিলেন তাঁর ঘটনাস্থানেই মৃত্যু হয়েছে । ঘটনার তদন্ত চলছে ।"

Mumbai, Oct 05 (ANI): Entry into Aarey from Marol Maroshi Road restricted after Section 144 has been imposed in the area in Mumbai. Section 144 imposed after several people gathered at Aarey Forest to protest against felling of trees. Bombay High Court dismissed all petitions against BMC decision which allowed felling of over 2700 trees for metro car shed.


ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.