আহমেদাবাদ, 5 অক্টোবর : প্রবাদ আছে রাখে হরি মারে কে । আর তার উলটোটা যদি বলতে হয় তবে সেটা হল মারে হরি রাখে কে । আজ সকালে তেমনই ঘটল আহমেদাবাদে । যিনি আরও অনেকদিন সুস্থভাবে বেঁচে থাকার জন্য শরীরচর্চা করতে প্রাতর্ভ্রমণে বেরিয়েছিলেন তাঁর মৃত্যু হল । অন্যদিকে, যিনি ভেবেছিলেন আত্মহত্যা করবেন, মৃত্যুই শ্রেয়, তিনি অদ্ভুতভাবে বেঁচে গেলেন ।
আজ আহমেদাবাদের অমরাইওয়াদি এলাকায় এক ব্যক্তি প্রাতর্ভ্রমণে বেরিয়েছিলেন । তিনি যখন একটি বহুতলের নিচ দিয়ে হাঁটছিলেন তখন সেই বহুতলের ছাদ থেকে এক মহিলা ঝাঁপ দেন । পুলিশ জানিয়েছে, ওই মহিলা মানসিক অবসাদে ভুগছিলেন । তাই আত্মহত্যা করতে ঝাঁপ দিয়েছিলেন । কিন্তু ছাদ থেকে ঝাঁপ দিলেও ওই মহিলা সরাসরি মাটিতে না পড়ে যে ব্যক্তি প্রাতর্ভ্রমণ করছিলেন তাঁর ঘাড়ে গিয়ে পড়েন ।
মহিলা সরাসরি মাটিতে না পড়ায় বেঁচে যান । তিনি অল্পবিস্তর চোট পেয়েছেন । কিন্তু তিনি যে ব্যক্তির ঘাড়ে গিয়ে পড়েন তাঁর ঘটনাস্থানেই মৃত্যু হয় । অমরাইওয়াদির ডেপুটি SP এন এল দেশাই বলেন, "যে মহিলা আত্মহত্যা করতে গেছিলেন, তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন । কিন্তু যে ব্যক্তি প্রাতর্ভ্রমণ করছিলেন তাঁর ঘটনাস্থানেই মৃত্যু হয়েছে । ঘটনার তদন্ত চলছে ।"