ETV Bharat / bharat

সিকিমে তুষারধসে মৃত ভারতীয় সেনার জওয়ান - তুষারধ্বসে মৃত্যু ভারতীয় সেনা জওয়ানের

বরফ পরিষ্কার করছিল সেনার একটি দল । তখনই হঠাৎ তুষার ধস নামে । সেনার তিন অফিসার ও 23 জন জওয়ান এই তুষার ধসের কবলে পড়েন । আর তাতেই মৃত্যু হয় ওই জওয়ানের ।

Avalanche in North Sikkim
উত্তর সিকিমে তুষার ধ্বস
author img

By

Published : May 15, 2020, 9:13 AM IST

দিল্লি, 15 মে : তুষার ধসে মৃত্যু হল ভারতীয় সেনার এক জওয়ানের । নিখোঁজ রয়েছেন ইঞ্জিনিয়রিং কর্পোরেশনের লেফটেন্যান্ট কর্নেলও । গতকাল উত্তর সিকিমে লুগনাক লা অঞ্চলে ঘটনাটি ঘটে ।

এক সেনা আধিকারিক জানান, গতকাল সকাল সাড়ে এগারোটার সময় মুগুথাঙ্গে বরফ পরিষ্কার করছিল সেনার একটি দল । তখনই হঠাৎ তুষার ধস নামে । সেনার তিন অফিসার ও 23 জন জওয়ান এই তুষার ধসের কবলে পড়েন । আর তাতেই মৃত্যু হয় ওই জওয়ানের । আর নিখোঁজ হন লেফটেন্যান্ট কর্নেল । এই দু'জন সেনার 18 সদস্যের যে দলটি এই তুষার ধসের কবলে পড়ে তার অংশ ছিলেন ।

সেনার এক সিনিয়ার আধিকারিক বলেন, "বরফ পরিষ্কার করার কাজের সঙ্গে যুক্ত ছিল 18 সদস্যের ওই দল । তখনই হঠাৎ তুষার ধসের কবলে পড়ে যান তাঁরা ।"

সূত্রের খবর, আরও এক জওয়ানেরও মৃত্যু হয়েছে । তিনি তুষার ধসের কবলে পড়ায় গুরুতর আহত হয়েছিলেন ।

দিল্লি, 15 মে : তুষার ধসে মৃত্যু হল ভারতীয় সেনার এক জওয়ানের । নিখোঁজ রয়েছেন ইঞ্জিনিয়রিং কর্পোরেশনের লেফটেন্যান্ট কর্নেলও । গতকাল উত্তর সিকিমে লুগনাক লা অঞ্চলে ঘটনাটি ঘটে ।

এক সেনা আধিকারিক জানান, গতকাল সকাল সাড়ে এগারোটার সময় মুগুথাঙ্গে বরফ পরিষ্কার করছিল সেনার একটি দল । তখনই হঠাৎ তুষার ধস নামে । সেনার তিন অফিসার ও 23 জন জওয়ান এই তুষার ধসের কবলে পড়েন । আর তাতেই মৃত্যু হয় ওই জওয়ানের । আর নিখোঁজ হন লেফটেন্যান্ট কর্নেল । এই দু'জন সেনার 18 সদস্যের যে দলটি এই তুষার ধসের কবলে পড়ে তার অংশ ছিলেন ।

সেনার এক সিনিয়ার আধিকারিক বলেন, "বরফ পরিষ্কার করার কাজের সঙ্গে যুক্ত ছিল 18 সদস্যের ওই দল । তখনই হঠাৎ তুষার ধসের কবলে পড়ে যান তাঁরা ।"

সূত্রের খবর, আরও এক জওয়ানেরও মৃত্যু হয়েছে । তিনি তুষার ধসের কবলে পড়ায় গুরুতর আহত হয়েছিলেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.