দিল্লি, 28 জুলাই : 7000 কিমি যাত্রাপথ । ফ্রান্সের ইস্ট্রেস এয়ারবেস থেকে দেশের উদ্দেশে ইতিমধ্যেই রওনা দিয়েছে রাফাল যুদ্ধবিমান । সূচি অনুযায়ী আরব আমিরশাহির আল ধাফরা এয়ারবেসে থামার আগে ফ্রান্সের এয়ারফোর্স ট্যাঙ্কার থেকে জ্বালানি ভরছে রাফাল । ভারতীয় বায়ুসেনার তরফে শেয়ার করা হয়েছে সেই ছবি । আগামীকাল আম্বালা এয়ারবেসে নামার কথা রয়েছে রাফালের । তবে আবহাওয়া খারাপ থাকলে যোধপুরে নামতে পারে পাঁচটি রাফালই । সেইমতো তৈরি রয়েছে বায়ুসেনা ।
আগামীকাল রাফালের দেশে পৌঁছানোর কথা । যুদ্ধ বিমানকে স্বাগত জানাতে তৈরি আম্বালা এয়ারবেস । উল্লেখ্য, এই এয়ারবেস পাকিস্তান ও চিন সীমান্ত থেকে 200 কিলোমিটার দূরে অবস্থিত । তাই কড়া নিরাপত্তা জারি করা হয়েছে । 3 কিলোমিটার ব্যাসার্ধে কোনও ড্রোন ওড়ানো যাবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে সেনার তরফে । ফ্রান্সের যুদ্ধবিমান নির্মাণকারী সংস্থা দাসোর কাছ থেকে মোট 36টি রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত । গত নভেম্বরেই আনুষ্ঠানিকভাবে একটির উদ্বোধন হয় । এবার মোট পাঁচটি যুদ্ধবিমান ভারতে আসছে । সোমবার রওনা দিয়েছে যুদ্ধবিমানগুলি । আজ মাঝপথে জ্বালানি ভরতে হয় । ভারতীয় বায়ুসেনার পাইলটরাই এই জ্বালানি ভরার কাজ করেছে । এক্ষেত্রে ফ্রান্স বায়ুসেনার দুটি A330 ফোয়েনিক্স মাল্টিরোল ট্যাঙ্কার ট্রান্সপোর্ট সাহায্য করেছে ভারতীয় পাইলটদের ।
-
Indian Air Force appreciates the support provided by French Air Force for our Rafale journey back home. @Armee_de_lair @Indian_Embassy @Dassault_OnAir #Rafale#IndianAirForce pic.twitter.com/7Ec8oqOJmr
— Indian Air Force (@IAF_MCC) July 28, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Indian Air Force appreciates the support provided by French Air Force for our Rafale journey back home. @Armee_de_lair @Indian_Embassy @Dassault_OnAir #Rafale#IndianAirForce pic.twitter.com/7Ec8oqOJmr
— Indian Air Force (@IAF_MCC) July 28, 2020Indian Air Force appreciates the support provided by French Air Force for our Rafale journey back home. @Armee_de_lair @Indian_Embassy @Dassault_OnAir #Rafale#IndianAirForce pic.twitter.com/7Ec8oqOJmr
— Indian Air Force (@IAF_MCC) July 28, 2020
2016 সালে 36টি রাফালের জন্য ভারত ফ্রান্সের সঙ্গে 60 হাজার কোটি টাকার চুক্তি করে ৷ এর মধ্যে 30টি ফাইটার জেট থাকবে এবং ছয়টি প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হবে ৷