হায়দরাবাদ, 18 এপ্রিল : দেশজুড়ে কোরোনা আক্রান্তে সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে ৷ ফের কোরোনায় আক্রান্ত হলেন এক পুলিশকর্মী ৷ জানা গেছে, তিনি হায়দরাবাদের চিক্কাদপল্লি থানায় কর্মরত এক কনস্টেবল ৷ তাঁর বয়স 38 ৷ তিনি হায়াথনগরের কাছে তুর্কায়ামজালের মুনাগানুরু গ্রামের বাসিন্দা ৷ আজ সকালে তাঁর নমুনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে ৷
পুলিশ সূত্রে খবর, ওই কনস্টেবল বেশ কয়েকদিন আগে থেকেই জ্বরে ভুগছিলেন ৷ সেকারণে থানা থেকে তাঁকে শারীরিক অসুস্থতার জন্য ছুটি দেয় ৷ 10 দিন আগেই সিক লিভ নিয়ে ছুটিতে ছিলেন ৷ এরপর তাঁর জ্বর বাড়তে থাকে ও কোরোনার উপসর্গও দেখা যায় ৷ এরপর তাঁকে গান্ধি হাসপাতালে ভরতি করা হয় ৷ সেখানে তাঁর স্বাস্থ্যপরীক্ষা হয় ৷ এরপর আজ সকালে তাঁর রিপোর্ট আসলে, ডাক্তাররা জানায় তাঁর কোরোনা সংক্রমণ হয়েছে ৷ ওই কনস্টেবলের পরিবারকে হোম কোয়ারান্টাইনে রাখা হয়েছে ৷ ঘটনার পর চিক্কাদপল্লি থানার পুলিশদের আরও সচেতন থাকতে বলা হয়েছে ৷ থানায় সামাজিক দূরত্ব মেনে চলা, মাস্ক ও স্যানিটাইজ়ার বাধ্যতামূলক করা হয়েছে ৷