ETV Bharat / bharat

সেনেগাল থেকে গ্রেপ্তার ছোটা রাজন ঘনিষ্ঠ রবি পূজারি - দাউদ

সেনেগাল থেকে গ্রেপ্তার রবি পূজারি । তাকে দেশে ফেরত আনার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বলে সূত্রের খবর ।

ravi pujari
ছবি
author img

By

Published : Feb 23, 2020, 6:40 PM IST

দিল্লি, 23 ফেব্রুয়ারি : সেনেগালে ভারতীয় গোয়েন্দাদের হাতে ধরা পড়ল ছোটা রাজন ঘনিষ্ঠ রবি পূজারি । দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিল সে । অবশেষে সেনেগাল থেকে গ্রেপ্তার করা হল তাকে । তোলাবাজি থেকে শুরু করে মাদক পাচার সহ একাধিক অপরাধের সঙ্গে তার জড়িত থাকার অভিযোগ রয়েছে ।

গতবছরই সেনেগাল থেকে জামিনে মুক্ত হয়ে দক্ষিণ আফ্রিকায় পালিয়ে বেড়াচ্ছিল । সেখানেও তোলাবাজি ও মাদক পাচারের জাল ছড়িয়েছিল পূজারি ।

সর্বভারতীয় এক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, কর্নাটক পুলিশ ও গোয়েন্দা সংস্থার আধিকারিকরা পূজারিকে সেনেগাল থেকে দেশে নিয়ে আসবেন ।

তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বলে সূত্রের খবর । জানা গেছে, অ্যান্থনি ফার্নান্দেজ় নামে সেখানে নিজের জাল ছড়িয়েছিল সে ।

দিল্লি, 23 ফেব্রুয়ারি : সেনেগালে ভারতীয় গোয়েন্দাদের হাতে ধরা পড়ল ছোটা রাজন ঘনিষ্ঠ রবি পূজারি । দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিল সে । অবশেষে সেনেগাল থেকে গ্রেপ্তার করা হল তাকে । তোলাবাজি থেকে শুরু করে মাদক পাচার সহ একাধিক অপরাধের সঙ্গে তার জড়িত থাকার অভিযোগ রয়েছে ।

গতবছরই সেনেগাল থেকে জামিনে মুক্ত হয়ে দক্ষিণ আফ্রিকায় পালিয়ে বেড়াচ্ছিল । সেখানেও তোলাবাজি ও মাদক পাচারের জাল ছড়িয়েছিল পূজারি ।

সর্বভারতীয় এক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, কর্নাটক পুলিশ ও গোয়েন্দা সংস্থার আধিকারিকরা পূজারিকে সেনেগাল থেকে দেশে নিয়ে আসবেন ।

তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বলে সূত্রের খবর । জানা গেছে, অ্যান্থনি ফার্নান্দেজ় নামে সেখানে নিজের জাল ছড়িয়েছিল সে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.