ETV Bharat / bharat

ভবিষ্যতে সংঘাত হবে আরও জোরালো, শত্রুপক্ষকে হুঁশিয়ারি রাওয়াতের

কার্গিল যুদ্ধের অপারেশন বিজয়-এর 20 বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত একটি অনুষ্ঠানে আর্মি চিফ জেনেরাল বিপিন রাওয়াত বলেন, ''পাকিস্তানের সঙ্গে আমাদের সীমান্ত এলাকার এমন কোনও জায়গা নেই, যেখানে কড়া নজরদারি চালানো হচ্ছে না। প্যাট্রোলিং চলে নিয়মিত ।''

author img

By

Published : Jul 13, 2019, 4:43 PM IST

আর্মি চিফ জেনেরাল বিপিন রাওয়াত

দিল্লি, 13 জুলাই : ঘুরিয়ে চিন-পাকিস্তানকে ফের কড়া হুঁশিয়ারি দিলেন সেনাপ্রধান বিপিন রাওয়াত। বললেন, ''ভবিষ্যতে শত্রুপক্ষের দেশগুলির সঙ্গে সংঘাত আরও বেশি জোরালো হতে চলেছে । ''

কার্গিল যুদ্ধের অপারেশন বিজয়-এর 20 বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত একটি অনুষ্ঠানে আর্মি চিফ জেনেরাল বিপিন রাওয়াত বলেন, ''পাকিস্তানের সঙ্গে আমাদের সীমান্ত এলাকার এমন কোনও জায়গা নেই, যেখানে কড়া নজরদারি চালানো হচ্ছে না। প্যাট্রোলিং চলে নিয়মিত ।''

সেনাদের মাল্টি স্পেক্ট্রাম যুদ্ধের জন্যও তৈরি থাকতে বললেন তিনি । রাওয়াতের দাবি, প্রযুক্তি যুদ্ধের ধরন বদলে দিয়েছে । ভারতীয় সেনা আরও বেশি উন্নত হয়েছে, তাই ভবিষ্যতে শত্রুপক্ষকে সতর্ক থাকতে বললেন তিনি ।

সাইবার যুদ্ধ ও মহাকাশ যুদ্ধের বিষয়ে গুরুত্ব দেন সেনাপ্রধান রাওয়াত । 2016 সালে সার্জিকাল স্ট্রাইক ও 2019 সালে বালাকোট অভিযানের মাধ্যমে ভারতীয় সেনাবাহিনী নিজের শক্তি বুঝিয়ে দিয়েছে পাকিস্তানকে । ডোকলাম সীমান্তেও ছেড়ে কথা বলা হয়নি চিনকে।

তিনি বলেন, ''অতীতে অনুপ্রবেশের ফল ভুগেছে পাকিস্তান । পাকিস্তানের সঙ্গে আমাদের সীমান্ত এলাকার এমন কোনও জায়গা নেই, যেখানে কড়া নজরদারি চালানো হচ্ছে না । প্যাট্রোলিং চলে নিয়মিত । তবে দু-দশক আগে কার্গিল যুদ্ধে পাকিস্তান যে শিক্ষা পেয়েছে, তাতে তারা ভালো করেই জানে যে ফের এই ধরনের ঘটনা ঘটালে তার পরিণাম কী হতে পারে।''

তবে ভবিষ্যতে সংঘাত বাধলে ভারতীয় সেনা যে মারাত্মকভাবে প্রস্তুত, দিল্লির অনুষ্ঠানে একথাও বলেন সেনাপ্রধান । তিনি বলেন, "দিল্লির সেনা সদর দপ্তর থেকে 229 জন অফিসারকে অপারেশনাল পোস্টে পাঠানো হবে। প্রতিরক্ষামন্ত্রকের সবুজ সংকেত পেলেই এই কাজ শুরু হবে ।"

দিল্লি, 13 জুলাই : ঘুরিয়ে চিন-পাকিস্তানকে ফের কড়া হুঁশিয়ারি দিলেন সেনাপ্রধান বিপিন রাওয়াত। বললেন, ''ভবিষ্যতে শত্রুপক্ষের দেশগুলির সঙ্গে সংঘাত আরও বেশি জোরালো হতে চলেছে । ''

কার্গিল যুদ্ধের অপারেশন বিজয়-এর 20 বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত একটি অনুষ্ঠানে আর্মি চিফ জেনেরাল বিপিন রাওয়াত বলেন, ''পাকিস্তানের সঙ্গে আমাদের সীমান্ত এলাকার এমন কোনও জায়গা নেই, যেখানে কড়া নজরদারি চালানো হচ্ছে না। প্যাট্রোলিং চলে নিয়মিত ।''

সেনাদের মাল্টি স্পেক্ট্রাম যুদ্ধের জন্যও তৈরি থাকতে বললেন তিনি । রাওয়াতের দাবি, প্রযুক্তি যুদ্ধের ধরন বদলে দিয়েছে । ভারতীয় সেনা আরও বেশি উন্নত হয়েছে, তাই ভবিষ্যতে শত্রুপক্ষকে সতর্ক থাকতে বললেন তিনি ।

সাইবার যুদ্ধ ও মহাকাশ যুদ্ধের বিষয়ে গুরুত্ব দেন সেনাপ্রধান রাওয়াত । 2016 সালে সার্জিকাল স্ট্রাইক ও 2019 সালে বালাকোট অভিযানের মাধ্যমে ভারতীয় সেনাবাহিনী নিজের শক্তি বুঝিয়ে দিয়েছে পাকিস্তানকে । ডোকলাম সীমান্তেও ছেড়ে কথা বলা হয়নি চিনকে।

তিনি বলেন, ''অতীতে অনুপ্রবেশের ফল ভুগেছে পাকিস্তান । পাকিস্তানের সঙ্গে আমাদের সীমান্ত এলাকার এমন কোনও জায়গা নেই, যেখানে কড়া নজরদারি চালানো হচ্ছে না । প্যাট্রোলিং চলে নিয়মিত । তবে দু-দশক আগে কার্গিল যুদ্ধে পাকিস্তান যে শিক্ষা পেয়েছে, তাতে তারা ভালো করেই জানে যে ফের এই ধরনের ঘটনা ঘটালে তার পরিণাম কী হতে পারে।''

তবে ভবিষ্যতে সংঘাত বাধলে ভারতীয় সেনা যে মারাত্মকভাবে প্রস্তুত, দিল্লির অনুষ্ঠানে একথাও বলেন সেনাপ্রধান । তিনি বলেন, "দিল্লির সেনা সদর দপ্তর থেকে 229 জন অফিসারকে অপারেশনাল পোস্টে পাঠানো হবে। প্রতিরক্ষামন্ত্রকের সবুজ সংকেত পেলেই এই কাজ শুরু হবে ।"

Mumbai, July 13 (ANI): The Haj Committee of India organised a flagging-off ceremony for the pilgrims at Mumbai's Chhatrapati Shivaji International Airport today. The first batch of Haj pilgrims will leave for Mecca and Medina from Mumbai airport on July 14. For Haj 2019, Government of India has allocated a quota of 60,000 Haj seats to Haj Group Organisers (HGO's).

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.