ভুবনেশ্বর, ২৬ ফেব্রুয়ারি : ওড়িশা উপকূলের বায়ুসেনার একটি ঘাঁটি থেকে পরীক্ষামূলকভাবে দুটি কুইক রিঅ্যাকশন সারফেস টু এয়ার মিজ়াইলের (QRSAM) সফল উৎক্ষেপণ করা হল।
ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজ়েশন (DRDO) ভারতীয় প্রযুক্তিতে তৈরি এই দুটি মিজ়াইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ করে। ভারতীয় সেনার জন্য এই মিজ়াইল তৈরি করা হয়েছে।
এর আগে জানুয়ারিতে DRDO নেক্সট জেনারেশন অ্যান্টি রেডিয়েশন মিজ়াইলের সফল উৎক্ষেপণ করে। এটি ১০০ কিলোমিটার দূর থেকে শত্রুদের র্যাডার স্টেশনগুলিকে চিহ্নিত করতে পারে।