ETV Bharat / bharat

জোড়া কুইক রিঅ্যাকশন মিজ়াইলের সফল উৎক্ষেপণ

ওড়িশা উপকূল থেকে জোড়া কুইক রিঅ্যাকশন মিজ়াইলের সফল উৎক্ষেপণ করা হল।

মিজ়াইল
author img

By

Published : Feb 26, 2019, 6:20 PM IST

Updated : Feb 26, 2019, 6:37 PM IST

ভুবনেশ্বর, ২৬ ফেব্রুয়ারি : ওড়িশা উপকূলের বায়ুসেনার একটি ঘাঁটি থেকে পরীক্ষামূলকভাবে দুটি কুইক রিঅ্যাকশন সারফেস টু এয়ার মিজ়াইলের (QRSAM) সফল উৎক্ষেপণ করা হল।

ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজ়েশন (DRDO) ভারতীয় প্রযুক্তিতে তৈরি এই দুটি মিজ়াইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ করে। ভারতীয় সেনার জন্য এই মিজ়াইল তৈরি করা হয়েছে।

এর আগে জানুয়ারিতে DRDO নেক্সট জেনারেশন অ্যান্টি রেডিয়েশন মিজ়াইলের সফল উৎক্ষেপণ করে। এটি ১০০ কিলোমিটার দূর থেকে শত্রুদের র‌্যাডার স্টেশনগুলিকে চিহ্নিত করতে পারে।

ভুবনেশ্বর, ২৬ ফেব্রুয়ারি : ওড়িশা উপকূলের বায়ুসেনার একটি ঘাঁটি থেকে পরীক্ষামূলকভাবে দুটি কুইক রিঅ্যাকশন সারফেস টু এয়ার মিজ়াইলের (QRSAM) সফল উৎক্ষেপণ করা হল।

ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজ়েশন (DRDO) ভারতীয় প্রযুক্তিতে তৈরি এই দুটি মিজ়াইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ করে। ভারতীয় সেনার জন্য এই মিজ়াইল তৈরি করা হয়েছে।

এর আগে জানুয়ারিতে DRDO নেক্সট জেনারেশন অ্যান্টি রেডিয়েশন মিজ়াইলের সফল উৎক্ষেপণ করে। এটি ১০০ কিলোমিটার দূর থেকে শত্রুদের র‌্যাডার স্টেশনগুলিকে চিহ্নিত করতে পারে।


Islamabad (Pakistan), Feb 26 (ANI): After India conducted air strikes in Pakistan occupied Kashmir (PoK) to destroy terror launch pads of Jaish-e-Mohammad, Pakistan termed it as "grave aggression" and called for an emergency meeting as it believed it has the right of self defense. "Today, India acted against Pakistan. I call it grave aggression. this is a violation of Line of Control. and Pakistan deserves the right of a self defense. Prime Minister (Imran Khan) has called for an emergency meeting. I will apprise him of all the developments," Pakistan's Foreign Minister Shah Mahmood Qureshi told PTV news.
Last Updated : Feb 26, 2019, 6:37 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.