ETV Bharat / bharat

অপূর্ব সৃষ্টি, পেনসিলের নিবেও স্থান পেলেন মোদি ! - pencil

নির্বাচনে জেতার পর অভিনন্দন জানানোর পদ্ধতিকে অভিনবত্বের ছোঁয়া দিলেন ওড়িশার এক যুবক । নাম এল ঈশ্বর রাও । তিনি পেন্সিলের নিবে তৈরি করলেন প্রধানমন্ত্রী মোদি আর ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পটনায়েকের মুখ ।

পেন্সিলের নিবে তৈরি প্রধানমন্ত্রী মোদি
author img

By

Published : May 26, 2019, 9:17 PM IST

ভুবনেশ্বর, 26 মে : সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনের পর এখন শুধু চলছে জয়ী প্রার্থীদের শুভেচ্ছা জানানোর পর্ব । হেভিওয়েট থেকে সাধারণ প্রার্থী বাদ পড়েনি কেউই । এই অভিনন্দন জানানোর পদ্ধতিকে অভিনবত্বের ছোঁয়া দিলেন ওড়িশার এক যুবক । নাম এল ঈশ্বর রাও । তিনি পেন্সিলের নিবে তৈরি করলেন প্রধানমন্ত্রী মোদি আর ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পটনায়েকের মুখ ।

ঈশ্বরের বাড়ি ওড়িশার এক প্রত্যন্ত গ্রাম জাটনিতে । অর্থনৈতিক প্রতিকূলতা সত্ত্বেও তাঁর শিল্প কর্মে বাধা পড়েনি । তার নিদর্শন পেন্সিলের ডগায় মোদির মুখ । সিসির মধ্যেও ফ্রেম তৈরি করে মোদির মুখ এঁকেছেন তিনি ।

ঈশ্বর বলেন, ছোটো ছোটো পাথর একসাথে জুড়ে ফ্রেম তৈরি করা হয়েছে । দেখতে ছোটো হলেও কাজটি কষ্ট-সাপেক্ষ । এদিকে, পেনসিলের নিবে একটা মুখ তৈরি করতে দু'দিন সময় লেগেছে । অনেক ধৈর্য ধরে কাজটা করতে হয়েছে । একটা ছোট্ট ভুলে সব নষ্ট হয়ে যেত ।

দুই আইডলের মূর্তি এঁকে ঈশ্বরের আবেদন, "আমাদের দিকে একটু দেখুন । আর্থিক সাহায্য পেলে আরও ভালো ভাবে কাজ চালাতে পারব ।"

ভুবনেশ্বর, 26 মে : সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনের পর এখন শুধু চলছে জয়ী প্রার্থীদের শুভেচ্ছা জানানোর পর্ব । হেভিওয়েট থেকে সাধারণ প্রার্থী বাদ পড়েনি কেউই । এই অভিনন্দন জানানোর পদ্ধতিকে অভিনবত্বের ছোঁয়া দিলেন ওড়িশার এক যুবক । নাম এল ঈশ্বর রাও । তিনি পেন্সিলের নিবে তৈরি করলেন প্রধানমন্ত্রী মোদি আর ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পটনায়েকের মুখ ।

ঈশ্বরের বাড়ি ওড়িশার এক প্রত্যন্ত গ্রাম জাটনিতে । অর্থনৈতিক প্রতিকূলতা সত্ত্বেও তাঁর শিল্প কর্মে বাধা পড়েনি । তার নিদর্শন পেন্সিলের ডগায় মোদির মুখ । সিসির মধ্যেও ফ্রেম তৈরি করে মোদির মুখ এঁকেছেন তিনি ।

ঈশ্বর বলেন, ছোটো ছোটো পাথর একসাথে জুড়ে ফ্রেম তৈরি করা হয়েছে । দেখতে ছোটো হলেও কাজটি কষ্ট-সাপেক্ষ । এদিকে, পেনসিলের নিবে একটা মুখ তৈরি করতে দু'দিন সময় লেগেছে । অনেক ধৈর্য ধরে কাজটা করতে হয়েছে । একটা ছোট্ট ভুলে সব নষ্ট হয়ে যেত ।

দুই আইডলের মূর্তি এঁকে ঈশ্বরের আবেদন, "আমাদের দিকে একটু দেখুন । আর্থিক সাহায্য পেলে আরও ভালো ভাবে কাজ চালাতে পারব ।"

New Delhi, May 26 (ANI): After meeting with Prime Minister Narendra Modi, Yeduguri Sandinti Rajasekhara Congress Party (YSRCP) leader Jagan Mohan Reddy held a press conference in Delhi. While reacting on the question over Special Category Status for Andhra Pradesh, Jagan Mohan Reddy said, "We had healthy and positive discussion".
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.