ETV Bharat / bharat

এবার সাতদিনের মধ্যে চন্দ্রবাবুর ব্যবহৃত বাড়ি ভাঙার নির্দেশিকা জারি - TDP

কৃষ্ণা নদীর তীরে অবস্থিত 1.3 একর জমির উপর অবস্থিত বাড়িটিতে বর্তমানে থাকেন চন্দ্রবাবু । APCRDA জানিয়েছে, ওই বাড়িটি কৃষ্ণা নদীর স্বাভাবিক গতিপ্রবাহকে ব্যাহত করছে এবং বাড়িটি পরিবেশ বিষয়ক বেশ কয়েকটি আইন ভাঙছে ।

এবার সাতদিনের মধ্যে চন্দ্রবাবুর ব্যবহৃত বাড়ি ভাঙার নির্দেশ জারি
author img

By

Published : Sep 22, 2019, 6:00 PM IST

অমরাবতী, 22 সেপ্টেম্বর : অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর ব্যবহৃত বাড়িটিকে সাতদিনের মধ্যে ভেঙে ফেলার নির্দেশ দিল APCRDA (অন্ধ্রপ্রদেশ ক্যাপিটাল রিজিয়ন ডেভেলপমেন্ট অথরিটি) । কৃষ্ণা নদীর তীরে অবস্থিত 1.3 একর জমির উপর অবস্থিত বাড়িটিতে বর্তমানে থাকেন চন্দ্রবাবু । বাড়ির আসল মালিক যদিও লিঙ্গমণি রমেশ বলে এক ব্যক্তি । APCRDA জানিয়েছে, ওই বাড়িটি কৃষ্ণা নদীর স্বাভাবিক গতিপ্রবাহকে ব্যাহত করছে এবং বাড়িটি পরিবেশ বিষয়ক বেশ কয়েকটি আইন ভাঙছে । জানা গেছে, নিজের খরচে বাড়িটিতে এক বিশাল সুইমিং পুল ও হেলিপ্যাড তৈরি করেছিলেন চন্দ্রবাবু ।

যদিও বাড়ির মালিকের আইনজীবীর দাবি, সংশ্লিষ্ট পঞ্চায়েতের থেকে অনুমতি নিয়েই বাড়িটি তৈরি করা হয়েছিল । নিয়মিত সম্পত্তি কর দেওয়া হয় । APCRDA-র কাছে আইনজীবীরা 10 দিন সময় চেয়েছেন সমস্ত বৈধ নথি পেশ করার জন্য । তবে APCRDA সাফ জানিয়ে দিয়েছে, সাতদিনের মধ্যে বাড়িটি ভাঙা না হলে তারা নিজেরাই তা ভেঙে দেবে ।

এর আগে জুন মাসে নাইডুর তৈরি ভবনের একাংশ বুলডোজ়ার দিয়ে ভাঙা হয় অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির নির্দেশে । অমরাবতীতে চন্দ্রবাবুর বাসভবনের পাশে 2017 সালে 10 কোটি টাকা নিয়ে "প্রজা বেদিকা" নামে ভবনটি তৈরি করা হয়েছিল । এই বাড়িতেই প্রশাসনিক বৈঠক করতেন চন্দ্রবাবু । পাশাপাশি এখানেই সাধারণ মানুষের সঙ্গে দেখাও করতেন তিনি । সাংবাদিক বৈঠকের জন্যও এই বাড়িটিকে বেছে নিয়েছিলেন ।

17তম লোকসভা নির্বাচনের পাশাপাশি এবছরই বিধানসভা নির্বাচনও অনুষ্ঠিত হয়েছিল অন্ধ্রপ্রদেশে । দুটি নির্বাচনেই খুব খারাপ ফল করেছিল চন্দ্রবাবুর TDP । এরপর থেকে সময় ভালো যাচ্ছে না তাঁর । দলের অনেকেই সঙ্গ ছেড়েছেন । কয়েকদিন আগেই ছেলে নারা লোকেশের সঙ্গে তাঁকেও গৃহবন্দী করা হয়েছিল ।

অমরাবতী, 22 সেপ্টেম্বর : অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর ব্যবহৃত বাড়িটিকে সাতদিনের মধ্যে ভেঙে ফেলার নির্দেশ দিল APCRDA (অন্ধ্রপ্রদেশ ক্যাপিটাল রিজিয়ন ডেভেলপমেন্ট অথরিটি) । কৃষ্ণা নদীর তীরে অবস্থিত 1.3 একর জমির উপর অবস্থিত বাড়িটিতে বর্তমানে থাকেন চন্দ্রবাবু । বাড়ির আসল মালিক যদিও লিঙ্গমণি রমেশ বলে এক ব্যক্তি । APCRDA জানিয়েছে, ওই বাড়িটি কৃষ্ণা নদীর স্বাভাবিক গতিপ্রবাহকে ব্যাহত করছে এবং বাড়িটি পরিবেশ বিষয়ক বেশ কয়েকটি আইন ভাঙছে । জানা গেছে, নিজের খরচে বাড়িটিতে এক বিশাল সুইমিং পুল ও হেলিপ্যাড তৈরি করেছিলেন চন্দ্রবাবু ।

যদিও বাড়ির মালিকের আইনজীবীর দাবি, সংশ্লিষ্ট পঞ্চায়েতের থেকে অনুমতি নিয়েই বাড়িটি তৈরি করা হয়েছিল । নিয়মিত সম্পত্তি কর দেওয়া হয় । APCRDA-র কাছে আইনজীবীরা 10 দিন সময় চেয়েছেন সমস্ত বৈধ নথি পেশ করার জন্য । তবে APCRDA সাফ জানিয়ে দিয়েছে, সাতদিনের মধ্যে বাড়িটি ভাঙা না হলে তারা নিজেরাই তা ভেঙে দেবে ।

এর আগে জুন মাসে নাইডুর তৈরি ভবনের একাংশ বুলডোজ়ার দিয়ে ভাঙা হয় অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির নির্দেশে । অমরাবতীতে চন্দ্রবাবুর বাসভবনের পাশে 2017 সালে 10 কোটি টাকা নিয়ে "প্রজা বেদিকা" নামে ভবনটি তৈরি করা হয়েছিল । এই বাড়িতেই প্রশাসনিক বৈঠক করতেন চন্দ্রবাবু । পাশাপাশি এখানেই সাধারণ মানুষের সঙ্গে দেখাও করতেন তিনি । সাংবাদিক বৈঠকের জন্যও এই বাড়িটিকে বেছে নিয়েছিলেন ।

17তম লোকসভা নির্বাচনের পাশাপাশি এবছরই বিধানসভা নির্বাচনও অনুষ্ঠিত হয়েছিল অন্ধ্রপ্রদেশে । দুটি নির্বাচনেই খুব খারাপ ফল করেছিল চন্দ্রবাবুর TDP । এরপর থেকে সময় ভালো যাচ্ছে না তাঁর । দলের অনেকেই সঙ্গ ছেড়েছেন । কয়েকদিন আগেই ছেলে নারা লোকেশের সঙ্গে তাঁকেও গৃহবন্দী করা হয়েছিল ।

New Delhi, Sep 22 (ANI): Four unidentified assailants, in a four-wheeler, fired at police team near Akshardham Temple on the morning of September 22. The police team had asked them to stop their vehicle when they resorted to firing and later managed to escape. No injuries were reported. More details are awaited.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.