ETV Bharat / bharat

সাবধান থাকুন, ফিশিং থেকে বাঁচুন - হ্যাকিংয়ের খবর

হ্যাকারদের নিশানায় 20 লাখ দেশবাসী । নিজেদর ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে কী করবেন, কী করবেন না ? দেখে নিন একনজরে ।

ফিশিং
ফিশিং
author img

By

Published : Jun 22, 2020, 8:46 PM IST

Updated : Jun 23, 2020, 3:28 PM IST

হায়দরাবাদ, 22 জুন : বড়সড় সাইবার হানার আশঙ্কা দেশের সামনে । হ্যাকারদের নজরে রয়েছেন প্রায় 20 লাখ ভারতীয় । আর এই চক্রান্তের পিছনে রয়েছে উত্তর কোরিয়ার হ্যাকার গ্যাং ল্যাজ়ারাস । আর 20 লাখ ভারতীয়ের উপর নজর রাখতে তাদের হাতিয়ার ফিশিং । ফিশিং হল হ্যাকিং দুনিয়ার এক অতি প্রাচীন পন্থা । তবে এখনও অনেকেই এই পন্থাকে অবলম্বন করে সাইবার দুনিয়ায় হামলা চালায় । এই হ্যাকারদের থেকে নিজেদের সুরক্ষিত রাখতে একমাত্র পথ এদের গতিবিধি সম্পর্কে জেনে রাখা ।

জানা গেছে, কোরোনা নিয়ে উদ্ভুত পরিস্থিতিকে কাজে লাগিয়ে একাধিক দেশে সাইবার হানার ছক কষছে ল্যাজ়ারাস গ্যাং । শিকার হতে পারেন ভারত, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, জাপান, ব্রিটেন এবং অ্যামেরিকায় বসবাসকারী লাখ লাখ মানুষ । ছোটো-বড় মিলিয়ে এইসমস্ত দেশের প্রায় 50 লাখ ব্যবসায়ী সাইবার হামলার শিকার হতে পারেন ।

Fising
সাবধান থাকুন, ফিশিং থেকে বাঁচুন

সিঙ্গাপুরের এক সাইবার সিকিউরিটি দপ্তরের হেড কোয়ার্টারের তরফে জানানো হয়েছে, "যেসব মানুষ সাইবার হানার শিকার হচ্ছেন, তাঁদের ই-মেইলে বেশ কিছু ভুয়ো ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকে । ওই লিঙ্কে ক্লিক করলেই ব্যবহারকারীর যাবতীয় ব্যক্তিগত ও আর্থিক তথ্য পৌঁছে যাবে হ্যাকারদের নাগালে ।"

ল্যাজ়ারাস গ্যাংয়ের দাবি এখনও পর্যন্ত তাদের হাতে জাপানের 11 লাখ মানুষের ব্যক্তিগত ই-মেইল আইডি রয়েছে । পাশাপাশি, ভারতের 20 লাখ ও ব্রিটেনের 1 লাখ 80 হাজার ব্যবসায়ীর ই-মেইল আইডিও তাদের কাছে রয়েছে বলে দাবি করা হচ্ছে ।

হায়দরাবাদ, 22 জুন : বড়সড় সাইবার হানার আশঙ্কা দেশের সামনে । হ্যাকারদের নজরে রয়েছেন প্রায় 20 লাখ ভারতীয় । আর এই চক্রান্তের পিছনে রয়েছে উত্তর কোরিয়ার হ্যাকার গ্যাং ল্যাজ়ারাস । আর 20 লাখ ভারতীয়ের উপর নজর রাখতে তাদের হাতিয়ার ফিশিং । ফিশিং হল হ্যাকিং দুনিয়ার এক অতি প্রাচীন পন্থা । তবে এখনও অনেকেই এই পন্থাকে অবলম্বন করে সাইবার দুনিয়ায় হামলা চালায় । এই হ্যাকারদের থেকে নিজেদের সুরক্ষিত রাখতে একমাত্র পথ এদের গতিবিধি সম্পর্কে জেনে রাখা ।

জানা গেছে, কোরোনা নিয়ে উদ্ভুত পরিস্থিতিকে কাজে লাগিয়ে একাধিক দেশে সাইবার হানার ছক কষছে ল্যাজ়ারাস গ্যাং । শিকার হতে পারেন ভারত, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, জাপান, ব্রিটেন এবং অ্যামেরিকায় বসবাসকারী লাখ লাখ মানুষ । ছোটো-বড় মিলিয়ে এইসমস্ত দেশের প্রায় 50 লাখ ব্যবসায়ী সাইবার হামলার শিকার হতে পারেন ।

Fising
সাবধান থাকুন, ফিশিং থেকে বাঁচুন

সিঙ্গাপুরের এক সাইবার সিকিউরিটি দপ্তরের হেড কোয়ার্টারের তরফে জানানো হয়েছে, "যেসব মানুষ সাইবার হানার শিকার হচ্ছেন, তাঁদের ই-মেইলে বেশ কিছু ভুয়ো ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকে । ওই লিঙ্কে ক্লিক করলেই ব্যবহারকারীর যাবতীয় ব্যক্তিগত ও আর্থিক তথ্য পৌঁছে যাবে হ্যাকারদের নাগালে ।"

ল্যাজ়ারাস গ্যাংয়ের দাবি এখনও পর্যন্ত তাদের হাতে জাপানের 11 লাখ মানুষের ব্যক্তিগত ই-মেইল আইডি রয়েছে । পাশাপাশি, ভারতের 20 লাখ ও ব্রিটেনের 1 লাখ 80 হাজার ব্যবসায়ীর ই-মেইল আইডিও তাদের কাছে রয়েছে বলে দাবি করা হচ্ছে ।

Last Updated : Jun 23, 2020, 3:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.