ETV Bharat / bharat

তিহার নয়, বৃহস্পতিবার পর্যন্ত CBI হেপাজতে চিদম্বরম - cbi custody

21 আগস্টে গ্রেপ্তার হওয়া চিদাম্বরম 11 দিন ধরে CBI হেপাজতে রয়েছেন । আজ সেই হেপাজত বৃহস্পতিবার পর্যন্ত বাড়ানোর নির্দেশ দেয় আদালত । পাশাপাশি শীর্ষ আদালত চিদম্বরমকে জামিনের জন্য CBI-এর বিশেষ আদালতে আবেদন করতে বলে ।

চিদম্বরম
author img

By

Published : Sep 2, 2019, 4:37 PM IST

দিল্লি, 2 সেপ্টেম্বর : CBI হেপাজতের মেয়াদ বাড়ল প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরমের । 21 আগস্টে গ্রেপ্তার হওয়া চিদাম্বরম 11 দিন ধরে CBI হেপাজতে রয়েছেন । আজ সেই হেপাজত বৃহস্পতিবার পর্যন্ত বাড়ানোর নির্দেশ দেয় আদালত । পাশাপাশি শীর্ষ আদালত চিদম্বরমকে জামিনের জন্য CBI-এর বিশেষ আদালতে আবেদন করতে বলে । এদিকে আজ বিশেষ আদালত এয়ারসেল ম্যাক্সিস মামলায় চিদম্বরম ও তাঁর ছেলের আগাম জামিনের আবেদনের প্রেক্ষিতে কোনও রায় না দেওয়ার সিদ্ধান্ত নেয় ।

আজ সুপ্রিম কোর্টে চিদম্বরমের তরফে তাঁর আইনজীবী কপিল সিব্বল ও অভিষেক মনুসিংভি আবেদন করেন, চিদম্বরমকে যেন তিহার জেলে পাঠানো না হয়, কারণ তাঁর বয়স 74 । তাঁকে নিরাপত্তা দেওয়া উচিত, তাই তাঁকে গৃহবন্দী রাখা হোক । কপিল সিব্বলের এই আবেদনের বিরোধিতা করে CBI-র তরফের আইনজীবী কে এম নটরাজ বলেন, "একজন অভিযুক্ত কখনওই স্থির করতে পারেন না যে, তাঁর পুলিশ হেপাজত হবে না বিচারবিভাগীয় হেপাজত ।"

পি চিদম্বরমের বিরুদ্ধে অভিযোগ কেন্দ্রীয় অর্থমন্ত্রী থাকাকালীন 2007 সালে বিদেশ থেকে 305 কোটি টাকার তহবিল পাওয়ার জন্য INX মিডিয়াকে বিশেষ সুবিধা পাইয়ে দিয়েছিলেন তিনি । এর বিনিময়ে তাঁর ছেলে কার্তি চিদম্বরমের সংস্থাকে বিরাট অঙ্কের টাকা ঘুষ দেয় INX মিডিয়া । যদিও চিদম্বরম ও তাঁর ছেলে সব অভিযোগ অস্বীকার করে আসছেন ।

দিল্লি, 2 সেপ্টেম্বর : CBI হেপাজতের মেয়াদ বাড়ল প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরমের । 21 আগস্টে গ্রেপ্তার হওয়া চিদাম্বরম 11 দিন ধরে CBI হেপাজতে রয়েছেন । আজ সেই হেপাজত বৃহস্পতিবার পর্যন্ত বাড়ানোর নির্দেশ দেয় আদালত । পাশাপাশি শীর্ষ আদালত চিদম্বরমকে জামিনের জন্য CBI-এর বিশেষ আদালতে আবেদন করতে বলে । এদিকে আজ বিশেষ আদালত এয়ারসেল ম্যাক্সিস মামলায় চিদম্বরম ও তাঁর ছেলের আগাম জামিনের আবেদনের প্রেক্ষিতে কোনও রায় না দেওয়ার সিদ্ধান্ত নেয় ।

আজ সুপ্রিম কোর্টে চিদম্বরমের তরফে তাঁর আইনজীবী কপিল সিব্বল ও অভিষেক মনুসিংভি আবেদন করেন, চিদম্বরমকে যেন তিহার জেলে পাঠানো না হয়, কারণ তাঁর বয়স 74 । তাঁকে নিরাপত্তা দেওয়া উচিত, তাই তাঁকে গৃহবন্দী রাখা হোক । কপিল সিব্বলের এই আবেদনের বিরোধিতা করে CBI-র তরফের আইনজীবী কে এম নটরাজ বলেন, "একজন অভিযুক্ত কখনওই স্থির করতে পারেন না যে, তাঁর পুলিশ হেপাজত হবে না বিচারবিভাগীয় হেপাজত ।"

পি চিদম্বরমের বিরুদ্ধে অভিযোগ কেন্দ্রীয় অর্থমন্ত্রী থাকাকালীন 2007 সালে বিদেশ থেকে 305 কোটি টাকার তহবিল পাওয়ার জন্য INX মিডিয়াকে বিশেষ সুবিধা পাইয়ে দিয়েছিলেন তিনি । এর বিনিময়ে তাঁর ছেলে কার্তি চিদম্বরমের সংস্থাকে বিরাট অঙ্কের টাকা ঘুষ দেয় INX মিডিয়া । যদিও চিদম্বরম ও তাঁর ছেলে সব অভিযোগ অস্বীকার করে আসছেন ।

North 24 Parganas (West Bengal), Sep 02 (ANI): Around 25 supporters of the Bharatiya Janata Party (BJP) injured in a clash with Trinamool Congress (TMC) workers in North 24 Parganas's Barrackpore city on September 02. BJP has called for a 12-hour bandh in Barrackpore as they are protesting against the attack on party's MP Arjun Singh on September 01. The injured have been taken to a hospital for medical treatment. BJP is protesting from time frame from 6:00 am to 6:00 pm. BJP Member of Parliament from Barrackpore Arjun Singh sustained a head injury during a clash between his party activists and the police at Shyamnagar area.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.