ETV Bharat / bharat

উপত্যকা ছাড়ছেন পর্যটকরা, বিমানবন্দরে টিকিটের হাহাকার

বিমানবন্দরের পাশাপাশি, সড়ক এবং রেলপথেও চাপ বেড়েছে আগের থেকে ৷ গতকাল প্রশাসনের তরফে নির্দেশিকার পরই অনেকে ট্রেনের টিকিট কাটতে চেষ্টা করেছেন বলে খবর ৷

ছবি
author img

By

Published : Aug 3, 2019, 2:17 PM IST

শ্রীনগর, 3 অগাস্ট: রাজ্য প্রশাসন-স্বরাষ্ট্রমন্ত্রক গতকালই অমরনাথ তীর্থযাত্রী-সহ পর্যটকদের সরে যেতে বলেছিল ৷ ঘোষণা তো হয়েছে, কিন্তু পর্যটকরা বাড়ি ফিরবেন কী করে?

আজ সকাল থেকেই শ্রীনগর বিমানবন্দরে যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো ৷ এসেছিলেন বিমানের টিকিট করতে, কিন্তু, অনেককেই ফিরতে হচ্ছে খালি হাতে ৷ সঙ্গে টিকিটের চড়া দাম ৷ টিকিট না পেয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করছেন ৷

পরিস্থিতির গুরুত্ব বুঝে বেশি করে উড়ান চালানোর কথা জানিয়েছে DGCA-র ৷ এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, ভিস্তারা-র তরফে জানানো হয়েছে, বেশ কিছু বিমানের সময়সূচি পরিবর্তন করা হয়েছে ৷ অতিরিক্ত উড়ান চালানোর কথাও বলা হয়েছে সংস্থার তরফে ৷

বিমানবন্দরের পাশাপাশি, সড়ক এবং রেলপথেও চাপ বেড়েছে আগের থেকে ৷ গতকাল প্রশাসনের তরফে নির্দেশিকার পরই অনেকে ট্রেনের টিকিট কাটতে চেষ্টা করেছেন বলে খবর ৷ ইতিমধ্যে অনেক পর্যটক রুটিন কাটছাঁট করে বাড়ি ফেরার চেষ্টা শুরু করেছেন ৷

বৃহস্পতিবারই কাশ্মীরে বায়ুসেনা এবং স্থলসেনাকে চূড়ান্ত সতর্কবার্তা পাঠায় কেন্দ্র । সেই বার্তা পেয়েই ওই দিন সন্ধ্যা থেকে উপত্যকায় টহলদারি শুরু করেছে বায়ুসেনার যুদ্ধবিমান । নিরাপত্তা বিঘ্নিত হওয়ার গোয়েন্দা রিপোর্ট পাওয়ার পরই অমরনাথ যাত্রী ও অন্য পর্যটকদের সরে যাওয়ার পরামর্শ দেয় প্রশাসন । তবে কোনওরকম গুজবে কান না দেওয়ার জন্যও প্রশাসনের তরফে সতর্ক করা হয়েছে ৷

শ্রীনগর, 3 অগাস্ট: রাজ্য প্রশাসন-স্বরাষ্ট্রমন্ত্রক গতকালই অমরনাথ তীর্থযাত্রী-সহ পর্যটকদের সরে যেতে বলেছিল ৷ ঘোষণা তো হয়েছে, কিন্তু পর্যটকরা বাড়ি ফিরবেন কী করে?

আজ সকাল থেকেই শ্রীনগর বিমানবন্দরে যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো ৷ এসেছিলেন বিমানের টিকিট করতে, কিন্তু, অনেককেই ফিরতে হচ্ছে খালি হাতে ৷ সঙ্গে টিকিটের চড়া দাম ৷ টিকিট না পেয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করছেন ৷

পরিস্থিতির গুরুত্ব বুঝে বেশি করে উড়ান চালানোর কথা জানিয়েছে DGCA-র ৷ এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, ভিস্তারা-র তরফে জানানো হয়েছে, বেশ কিছু বিমানের সময়সূচি পরিবর্তন করা হয়েছে ৷ অতিরিক্ত উড়ান চালানোর কথাও বলা হয়েছে সংস্থার তরফে ৷

বিমানবন্দরের পাশাপাশি, সড়ক এবং রেলপথেও চাপ বেড়েছে আগের থেকে ৷ গতকাল প্রশাসনের তরফে নির্দেশিকার পরই অনেকে ট্রেনের টিকিট কাটতে চেষ্টা করেছেন বলে খবর ৷ ইতিমধ্যে অনেক পর্যটক রুটিন কাটছাঁট করে বাড়ি ফেরার চেষ্টা শুরু করেছেন ৷

বৃহস্পতিবারই কাশ্মীরে বায়ুসেনা এবং স্থলসেনাকে চূড়ান্ত সতর্কবার্তা পাঠায় কেন্দ্র । সেই বার্তা পেয়েই ওই দিন সন্ধ্যা থেকে উপত্যকায় টহলদারি শুরু করেছে বায়ুসেনার যুদ্ধবিমান । নিরাপত্তা বিঘ্নিত হওয়ার গোয়েন্দা রিপোর্ট পাওয়ার পরই অমরনাথ যাত্রী ও অন্য পর্যটকদের সরে যাওয়ার পরামর্শ দেয় প্রশাসন । তবে কোনওরকম গুজবে কান না দেওয়ার জন্যও প্রশাসনের তরফে সতর্ক করা হয়েছে ৷

Chamba (Himachal Pradesh), Aug 03 (ANI): School students in Junas village of Himachal Pradesh's Chamba district are facing tough time in reaching their school on time, all thanks to the swelled up 'Nalas' between them and the schools. The nalas which have swelled up due to rainfall in the area are becoming more and more dangerous to cross safely. The locals want the administration to install a bridge to cross the swelled up 'Nalas'. Taking cognizance of the issue, Vivek Bhatiya, the Deputy Commissioner of Chamba district, said, "We are looking at both long and short term solutions, and construction of bridges. We appeal to school students not to risk their lives."
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.