চণ্ডীগড়ে, 31 মে : একদিকে দেশে নতুন বেড়ে চলেছে কোরোনা আক্রান্তের সংখ্যা । অন্যদিকে, গতকাল নতুন করে কোনও কোরনা আক্রান্তের খোঁজ মিলল না চণ্ডীগড়ে । উপরন্তু 10 জন রোগীকে ছুটি দেওয়া হয়েছে হাসপাতাল থেকে ।
বর্তমানে কেন্দ্র শাসিত এই এলাকায় কোরোনা আক্রান্তের সংখ্যা 289 । আরও 10 জন ব্যক্তি সুস্থ হয়ে উঠেছেন । কোরোনা হয়েছেন মুক্ত মোট 199 জন ।
কোরোনা পরীক্ষার জন্য 4 হাজার 654টি নমুনা সংগ্রহ করা হয় । তার মধ্যে 4 হাজার 342টি নমুনার রিপোর্ট নেগেটিভ এসেছে । এখনও 22টি রিপোর্ট আসা বাকি রয়েছে ।
এই রাজ্যে সক্রিয় কোরোনা আক্রান্তের সংখ্যা 86 । তার মধ্যে 4 জনের মৃত্যু হয়েছে ।