লখনউ, 1 জুন : ক্যাবিনেট মিটিং সহ যে কোনও সরকারি বৈঠকে মন্ত্রীদের মোবাইল ব্যবহারের উপর নিষেধাজ্ঞা চাপালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । বৈঠক শুরুর আগে নির্দিষ্ট কাউন্টারে মন্ত্রীদের মোবাইল জমা রাখতে হবে । পরিবর্তে তাঁদের একটি কুপন দেওয়া হবে । বৈঠক শেষে সেই কুপন জমা দিলে মোবাইল ফেরত পাওয়া যাবে ।
মুখ্যমন্ত্রীর সচিবালয়ের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, "মুখ্যমন্ত্রী চান, তাঁর সব মন্ত্রীরা যেন ক্যাবিনেট মিটিংয়ের সময় আলোচনায় মনোযোগ দেন । তাঁদের মনোযোগ যেন মোবাইলের দিকে না থাকে । বৈঠকদের সময় অনেক মন্ত্রী হোয়াটস অ্যাপে মেসেজ পড়তে ব্যস্ত থাকেন ।" পাশাপাশি, হ্যাকিং ও তথ্য ফাঁস আটকাতে এই সিদ্ধান্তে নেওয়া হয়েছে বলে খবর ।
এর আগে, বৈঠকে মোবাইল নিয়ে আসতে পারতেন মন্ত্রীরা । তবে, তা সাইলেন্ট বা সুইচড অফ করে রাখতে হত । গতবছর কেন্দ্রীয় মন্ত্রীদের ক্ষেত্রেও একই নির্দেশিকা জারি করা হয় ।