ETV Bharat / bharat

সরকারি মিটিংয়ে নিষিদ্ধ মোবাইল ফোন

হোয়াটস অ্যাপে মেসেজ পড়েন অনেক মন্ত্রী । তাই চাপল এই নিষেধাজ্ঞা ।

মোবাইল
author img

By

Published : Jun 1, 2019, 7:57 PM IST

Updated : Jun 1, 2019, 10:58 PM IST

লখনউ, 1 জুন : ক্যাবিনেট মিটিং সহ যে কোনও সরকারি বৈঠকে মন্ত্রীদের মোবাইল ব্যবহারের উপর নিষেধাজ্ঞা চাপালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । বৈঠক শুরুর আগে নির্দিষ্ট কাউন্টারে মন্ত্রীদের মোবাইল জমা রাখতে হবে । পরিবর্তে তাঁদের একটি কুপন দেওয়া হবে । বৈঠক শেষে সেই কুপন জমা দিলে মোবাইল ফেরত পাওয়া যাবে ।

মুখ্যমন্ত্রীর সচিবালয়ের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, "মুখ্যমন্ত্রী চান, তাঁর সব মন্ত্রীরা যেন ক্যাবিনেট মিটিংয়ের সময় আলোচনায় মনোযোগ দেন । তাঁদের মনোযোগ যেন মোবাইলের দিকে না থাকে । বৈঠকদের সময় অনেক মন্ত্রী হোয়াটস অ্যাপে মেসেজ পড়তে ব্যস্ত থাকেন ।" পাশাপাশি, হ্যাকিং ও তথ্য ফাঁস আটকাতে এই সিদ্ধান্তে নেওয়া হয়েছে বলে খবর ।

এর আগে, বৈঠকে মোবাইল নিয়ে আসতে পারতেন মন্ত্রীরা । তবে, তা সাইলেন্ট বা সুইচড অফ করে রাখতে হত । গতবছর কেন্দ্রীয় মন্ত্রীদের ক্ষেত্রেও একই নির্দেশিকা জারি করা হয় ।

লখনউ, 1 জুন : ক্যাবিনেট মিটিং সহ যে কোনও সরকারি বৈঠকে মন্ত্রীদের মোবাইল ব্যবহারের উপর নিষেধাজ্ঞা চাপালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । বৈঠক শুরুর আগে নির্দিষ্ট কাউন্টারে মন্ত্রীদের মোবাইল জমা রাখতে হবে । পরিবর্তে তাঁদের একটি কুপন দেওয়া হবে । বৈঠক শেষে সেই কুপন জমা দিলে মোবাইল ফেরত পাওয়া যাবে ।

মুখ্যমন্ত্রীর সচিবালয়ের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, "মুখ্যমন্ত্রী চান, তাঁর সব মন্ত্রীরা যেন ক্যাবিনেট মিটিংয়ের সময় আলোচনায় মনোযোগ দেন । তাঁদের মনোযোগ যেন মোবাইলের দিকে না থাকে । বৈঠকদের সময় অনেক মন্ত্রী হোয়াটস অ্যাপে মেসেজ পড়তে ব্যস্ত থাকেন ।" পাশাপাশি, হ্যাকিং ও তথ্য ফাঁস আটকাতে এই সিদ্ধান্তে নেওয়া হয়েছে বলে খবর ।

এর আগে, বৈঠকে মোবাইল নিয়ে আসতে পারতেন মন্ত্রীরা । তবে, তা সাইলেন্ট বা সুইচড অফ করে রাখতে হত । গতবছর কেন্দ্রীয় মন্ত্রীদের ক্ষেত্রেও একই নির্দেশিকা জারি করা হয় ।

Kalaburagi (Karnataka), Jun 01 (ANI): Three people died after roof of a house collapsed on Saturday early morning in Mangalgi village Karnataka's Kalaburagi. Four people have sustained injuries in the incident. Injured have been admitted to hospital. A case has been registered in the matter.
Last Updated : Jun 1, 2019, 10:58 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.