ETV Bharat / bharat

কোরোনায় মৃতদের দেহ ময়নাতদন্তের জন্য জটিল কৌশল গ্রহণের প্রয়োজন নেই : ICMR - ICMR

ICMR-এর তরফে ভারতে কোরোনায় মৃতদের মেডিকো লিগাল অটোপসির জন্য কিছু নির্দিষ্ট বিধিনিষেধ জারি করা হয়েছে । সেই বিধিনিষেধ অনুযায়ী, হাসপাতালে ও মেডিকেল কেয়ারে থাকার সময় যদি কোনও কোরোনা সংক্রমিতের মৃত্যু হয় তাহলে ময়নাতদন্তের কোনও প্রয়োজন নেই । সেক্ষেত্রে ওই রোগীর চিকিৎসা যিনি করছিলেন সেই চিকিৎসক ডেথ সার্টিফিকেটে দেবেন ।

Corona
কোরোনা
author img

By

Published : May 12, 2020, 3:31 PM IST

দিল্লি, 12 মে : কোরোনা আক্রান্ত কোনও রোগীর মৃত্যু হলে তাঁর দেহের ময়নাতদন্তের জন্য কোনও জটিল পদ্ধতি গ্রহণ করার প্রয়োজন নেই । কারণ এর ফলে অঙ্গ থেকে নির্গত তরল ও সিক্রেশনের মাধ্যমে চিকিৎসক ও মর্গের কর্মীদের সংক্রমিত হওয়ার সম্ভাবনা রয়েছে । ICMR-এর তরফে এক ড্রাফট নথিতে একথা বলা হয়েছে ।

ICMR-এর তরফে ভারতে কোরোনায় মৃতদের মেডিকো লিগাল অটোপসির জন্য কিছু নির্দিষ্ট বিধিনিষেধ জারি করা হয়েছে । সেই বিধিনিষেধ অনুযায়ী, হাসপাতালে ও মেডিকেল কেয়ারে থাকার সময় যদি কোনও কোরোনা সংক্রমিতের মৃত্যু হয় তাহলে ময়নাতদন্তের কোনও প্রয়োজন নেই । সেক্ষেত্রে ওই রোগীর চিকিৎসা যিনি করছিলেন সেই চিকিৎসক ডেথ সার্টিফিকেটে দেবেন ।

অন্যদিকে এই সময় যাঁদের মৃত অবস্থায় আনা হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তির কোরোনায় মৃত্যু হয়েছে বলে মনে হবে তাঁদের MLC হিসেবে চিহ্নিত করবেন জরুরি পরিষেবার চিকিৎসকরা । তারপর দেহ মর্গে পাঠিয়ে দেওয়া হবে । পাশাপাশি মৃত্যুর কারণ জানার জন্য ময়নাতদন্তের প্রয়োজন হতে পারে বলে পুলিশকে তা জানাতে হবে । যদিও এক্ষেত্রে ময়নাতদন্তের বিষয়টিতে ছাড় দেওয়া হতে পারে বলে ICMR-এর বিধিনিষেধে উল্লেখ রয়েছে ।

এই পরিস্থিতিতে যাঁদের মৃত অবস্থায় আনা হবে তাঁদের কারও মৃত্যুর কারণ আত্মহত্যা, দুর্ঘটনা ও কোরোনা হতে পারে । সেক্ষেত্রে তদন্তের পর যদি কোনও মৃত্যুর কারণ অনুমান করা না যায় তাহলে MLC হিসেবে চিহ্নিত হওয়া সত্ত্বেও ওই মৃতদেহের ময়নাতদন্ত বাতিল করার অধিকার রয়েছে পুলিশের । ICMR-এর ড্রাফট নথিতে বলা হয়, "এই মহামারী পরিস্থিতিতে অপ্রয়োজনীয় ময়নাতদন্তগুলি বাতিল করতে তদন্তকারী পুলিশ অফিসারকে সক্রিয়ভাবে পদক্ষেপ নিতে হবে ।"

ICMR-এর বিধিনিষেধ অনুযায়ী, কোরোনা আক্রান্ত ও যাঁরা সংক্রমিত নন মর্গে তাঁদের আলাদা আলাদা রাখতে হবে । মৃতদেহ মর্গে নিয়ে যাওয়ার সময় কর্মীদের PPE পরতে হবে । মৃতদেহটিকে ট্রান্সপারেন্ট ব্যাগে ভরে রাখতে হবে । পাশাপাশি নমুনা পরীক্ষার রিপোর্ট না আসা পর্যন্ত কোনও মৃতদেহ মর্গ থেকে বের করা যাবে না ।

কোনও মৃতদেহের যদি নমুনা পরীক্ষার রিপোর্টে কোরোন পজ়িটিভ আসে তাহলে সমস্ত প্রক্রিয়া শেষ করার পর দেহ জেলা প্রশাসনের হাতে তুলে দিতে হবে । শুধু তাই নয়, মৃতের পরিজনকে প্লাস্টিক ব্যাগ না খুলেই সেটিকে চিহ্নিত করতে হবে । আর এই কাজটি প্রশাসনের উপস্থিতিতে করতে হবে । পাশাপাশি মৃতদেহের কাছে দু'জনের বেশি পরিজন থাকবেন না । একইসঙ্গে যে দু'জন থাকবেন তাঁদের মৃতদেহ থেকে কমপক্ষে এক মিটার দূরত্ব বজায় রাখতে হবে । শবদাহর সময় শ্মশান বা কবরস্থানে প্রশাসন উপস্থিত থাকবে । ইলেকট্রিক চুল্লিতেই শবদাহ করতে হবে । পাশাপাশি পাঁচজনের বেশি মৃতের পরিজনকে শবদাহের সময় উপস্থিত থাকতে দেওয়া যাবে না বলে বিধিনিষেধে বলা হয় ।

দিল্লি, 12 মে : কোরোনা আক্রান্ত কোনও রোগীর মৃত্যু হলে তাঁর দেহের ময়নাতদন্তের জন্য কোনও জটিল পদ্ধতি গ্রহণ করার প্রয়োজন নেই । কারণ এর ফলে অঙ্গ থেকে নির্গত তরল ও সিক্রেশনের মাধ্যমে চিকিৎসক ও মর্গের কর্মীদের সংক্রমিত হওয়ার সম্ভাবনা রয়েছে । ICMR-এর তরফে এক ড্রাফট নথিতে একথা বলা হয়েছে ।

ICMR-এর তরফে ভারতে কোরোনায় মৃতদের মেডিকো লিগাল অটোপসির জন্য কিছু নির্দিষ্ট বিধিনিষেধ জারি করা হয়েছে । সেই বিধিনিষেধ অনুযায়ী, হাসপাতালে ও মেডিকেল কেয়ারে থাকার সময় যদি কোনও কোরোনা সংক্রমিতের মৃত্যু হয় তাহলে ময়নাতদন্তের কোনও প্রয়োজন নেই । সেক্ষেত্রে ওই রোগীর চিকিৎসা যিনি করছিলেন সেই চিকিৎসক ডেথ সার্টিফিকেটে দেবেন ।

অন্যদিকে এই সময় যাঁদের মৃত অবস্থায় আনা হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তির কোরোনায় মৃত্যু হয়েছে বলে মনে হবে তাঁদের MLC হিসেবে চিহ্নিত করবেন জরুরি পরিষেবার চিকিৎসকরা । তারপর দেহ মর্গে পাঠিয়ে দেওয়া হবে । পাশাপাশি মৃত্যুর কারণ জানার জন্য ময়নাতদন্তের প্রয়োজন হতে পারে বলে পুলিশকে তা জানাতে হবে । যদিও এক্ষেত্রে ময়নাতদন্তের বিষয়টিতে ছাড় দেওয়া হতে পারে বলে ICMR-এর বিধিনিষেধে উল্লেখ রয়েছে ।

এই পরিস্থিতিতে যাঁদের মৃত অবস্থায় আনা হবে তাঁদের কারও মৃত্যুর কারণ আত্মহত্যা, দুর্ঘটনা ও কোরোনা হতে পারে । সেক্ষেত্রে তদন্তের পর যদি কোনও মৃত্যুর কারণ অনুমান করা না যায় তাহলে MLC হিসেবে চিহ্নিত হওয়া সত্ত্বেও ওই মৃতদেহের ময়নাতদন্ত বাতিল করার অধিকার রয়েছে পুলিশের । ICMR-এর ড্রাফট নথিতে বলা হয়, "এই মহামারী পরিস্থিতিতে অপ্রয়োজনীয় ময়নাতদন্তগুলি বাতিল করতে তদন্তকারী পুলিশ অফিসারকে সক্রিয়ভাবে পদক্ষেপ নিতে হবে ।"

ICMR-এর বিধিনিষেধ অনুযায়ী, কোরোনা আক্রান্ত ও যাঁরা সংক্রমিত নন মর্গে তাঁদের আলাদা আলাদা রাখতে হবে । মৃতদেহ মর্গে নিয়ে যাওয়ার সময় কর্মীদের PPE পরতে হবে । মৃতদেহটিকে ট্রান্সপারেন্ট ব্যাগে ভরে রাখতে হবে । পাশাপাশি নমুনা পরীক্ষার রিপোর্ট না আসা পর্যন্ত কোনও মৃতদেহ মর্গ থেকে বের করা যাবে না ।

কোনও মৃতদেহের যদি নমুনা পরীক্ষার রিপোর্টে কোরোন পজ়িটিভ আসে তাহলে সমস্ত প্রক্রিয়া শেষ করার পর দেহ জেলা প্রশাসনের হাতে তুলে দিতে হবে । শুধু তাই নয়, মৃতের পরিজনকে প্লাস্টিক ব্যাগ না খুলেই সেটিকে চিহ্নিত করতে হবে । আর এই কাজটি প্রশাসনের উপস্থিতিতে করতে হবে । পাশাপাশি মৃতদেহের কাছে দু'জনের বেশি পরিজন থাকবেন না । একইসঙ্গে যে দু'জন থাকবেন তাঁদের মৃতদেহ থেকে কমপক্ষে এক মিটার দূরত্ব বজায় রাখতে হবে । শবদাহর সময় শ্মশান বা কবরস্থানে প্রশাসন উপস্থিত থাকবে । ইলেকট্রিক চুল্লিতেই শবদাহ করতে হবে । পাশাপাশি পাঁচজনের বেশি মৃতের পরিজনকে শবদাহের সময় উপস্থিত থাকতে দেওয়া যাবে না বলে বিধিনিষেধে বলা হয় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.