দিল্লি, 6 জুলাই : কোরোনা ভাইরাস যে বায়ুবাহিত তার কোনও প্রমাণ নেই । এই দাবি করল ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (ICMR) । সেখানকার বিজ্ঞানী লোকেশ শর্মা ETV ভারতকে বলেন, "এখনও পর্যন্ত এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি যা দেখায় যে কোরোনা ভাইরাস বায়ুবাহিত । দাবি উঠতেই পারে । তবে ক্লিনিকাল স্টাডি, গবেষণা এবং প্রমাণের উপর সবকিছু নির্ভর করে ।" বিবৃতিটি তাৎপর্যপূর্ণ কারণ এর আগে 32টি দেশের 239 জন বিজ্ঞানী দাবি করেছেন যে কোরোনা ভাইরাস বায়ুবাহিত ।
ওই বিজ্ঞানীদের দলের দাবি ছিল, বায়ুতে ছোটো ছোটো কণা দিয়ে কোরোনা ভাইরাসটি গঠিত এবং বায়ুবাহিত হয়েই মানবদেহে সংক্রমিত হতে পারে । এই বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর সুপারিশগুলিকে সংশোধনও করতে বলেন ওই বিজ্ঞানীরা । WHO এবং সেন্টারস ফর ডিজ়িজ় কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (CDC) এখনও পর্যন্ত বলেছে, প্রাথমিকভাবে নাক বা মুখ থেকে নির্গত ছোটো-ছোটো ড্রপলেটের মাধ্যমে কোরোনা ভাইরাস ছড়ায় । যা সংক্রমিত ব্যক্তির কাশি, হাঁচি বা কথা বলার সময় নির্গত হয় । 29 জুন প্রকাশিত সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সম্পর্কিত অন্তর্বর্তী নির্দেশিকায় WHO যুক্তি দেয়, যখন স্বাস্থ্যকর্মীরা কোরোনা আক্রান্তের চিকিৎসা করেন সেই সময় এয়ারোসোল তৈরি হলে অত্যন্ত ছোটো ছোটো ড্রপলেটের মাধ্যমে সংক্রমণ ছড়াতে পারে।
ICMR এর আগেই বলেছিল, কোরোনা ভাইরাস প্রাথমিকভাবে সংক্রমিত ব্যক্তির কাশি বা হাঁচি থেকে উৎপন্ন ড্রপলেটের মাধ্যমে ছড়ায় । লোকেশ শর্মা বলেন, “কোরোনা ভাইরাস খুব ঘন ঘন তার চরিত্র বদল করছে । এটি অনেকগুলি চরিত্র বিশিষ্ট একটি নতুন সংক্রামক রোগ । তাই সঠিক ক্লিনিক্যাল অধ্যায়ন এবং পরীক্ষা ছাড়া কেবল বাতাসের মাধ্যমে এই ভাইরাস ছড়ায় কি না তা নির্ধারণ করা সম্ভব নয় ।”