ETV Bharat / bharat

টেন-টুয়েলভের পরীক্ষার অনুকূল পরিস্থিতি নেই, সুপ্রিম কোর্টে জানাল CBSE

author img

By

Published : Jun 25, 2020, 2:26 PM IST

Updated : Jun 25, 2020, 7:37 PM IST

CBSE
ফাইল ছবি

14:22 June 25

বাতিল কি হচ্ছে CBSE ক্লাস টেন ও টুয়েলভের পরীক্ষা ? চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে আগামীকাল ।

দিল্লি, 25 জুন : 1 জুলাই থেকে CBSE বোর্ডের পরীক্ষা নেওয়া সম্ভব নয় । CBSE-র তরফে সুপ্রিমকোর্টকে জানালেন সলিসিটর জেনেরাল তুষার মেহতা । আগামীকাল এবিষয়ে CBSE-র তরফে নতুন করে ড্রাফট নোটিফিকেশন ও হলফনামা জমা দেওয়া হবে সুপ্রিম কোর্টে । পরীক্ষা হবে কি হবে না, সে বিষয়ে আগামীকালই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে সুপ্রিম কোর্ট । পাশপাশি শিক্ষাবর্ষে কোনও পরিবর্তন করা হবে কি না তা জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট ।

আজ সুপ্রিমকোর্টকে সলিসিটর জেনেরাল জানান, দিল্লি, মহারাষ্ট্র ও তামিলনাড়ু থেকে বলা হয়েছে ওই রাজ্যগুলিতে বর্তমানে পরীক্ষা নেওয়ার অনুকূল পরিস্থিতি নেই । প্রসঙ্গত, দিল্লি, মহারাষ্ট্র ও তামিলনাড়ুতে কোরোনা গ্রাফ ক্রমেই ঊর্ধ্বগামী । দিন দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমিতের সংখ্যা । 1 জুলাই থেকে 15 জুলাইয়ের মধ্যে CBSE-র টেন ও টুয়েলভের সমস্ত পরীক্ষা করা হওয়ার কথা ছিল । এই পরিস্থিতিতে কোনওভাবেই পরীক্ষা নেওয়া সম্ভব নয় বলে মনে করছে CBSE বোর্ড । পরিস্থিতি স্বাভাবিক হলে তারপরেই পরীক্ষা নেওয়ার কথা ভাবছে CBSE ।

এর পরিপ্রেক্ষিতে শীর্ষ আদালত জানতে চেয়েছে, CBSE বোর্ড কি পড়ুয়াদের পরে পরীক্ষায় বসার সুযোগ দেবে, নাকি ইন্টারনাল অ্যাসেসমেন্টের ভিত্তিতে পড়ুয়াদের পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করা হবে ? এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, CBSE-র তরফে জানানো হয়েছে, ক্লাসে টুয়েলভের পড়ুয়াদের পরীক্ষা পরে নেওয়ার ব্যবস্থা করা হবে । তবে উত্তর-পূর্ব দিল্লির ক্লাস টেনের বাকি থাকা পরীক্ষা বাতিল করার পক্ষেই মত দিয়েছে CBSE ।

এদিকে শিক্ষাবর্ষে কোনও পরিবর্তন করা হবে কি না তা জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট । অগাস্টের মধ্যে পরীক্ষার ফলাফল ঘোষণা হলে তবেই সেপ্টেম্বর মাস থেকে নতুন শিক্ষাবর্ষ চালু করা সম্ভব ।  

CBSE-র পাশাপাশি ICSE  ও ISC বোর্ডের পরীক্ষার বিষয়েও শুনানি হয় সুপ্রিম কোর্টে ।  

14:22 June 25

বাতিল কি হচ্ছে CBSE ক্লাস টেন ও টুয়েলভের পরীক্ষা ? চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে আগামীকাল ।

দিল্লি, 25 জুন : 1 জুলাই থেকে CBSE বোর্ডের পরীক্ষা নেওয়া সম্ভব নয় । CBSE-র তরফে সুপ্রিমকোর্টকে জানালেন সলিসিটর জেনেরাল তুষার মেহতা । আগামীকাল এবিষয়ে CBSE-র তরফে নতুন করে ড্রাফট নোটিফিকেশন ও হলফনামা জমা দেওয়া হবে সুপ্রিম কোর্টে । পরীক্ষা হবে কি হবে না, সে বিষয়ে আগামীকালই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে সুপ্রিম কোর্ট । পাশপাশি শিক্ষাবর্ষে কোনও পরিবর্তন করা হবে কি না তা জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট ।

আজ সুপ্রিমকোর্টকে সলিসিটর জেনেরাল জানান, দিল্লি, মহারাষ্ট্র ও তামিলনাড়ু থেকে বলা হয়েছে ওই রাজ্যগুলিতে বর্তমানে পরীক্ষা নেওয়ার অনুকূল পরিস্থিতি নেই । প্রসঙ্গত, দিল্লি, মহারাষ্ট্র ও তামিলনাড়ুতে কোরোনা গ্রাফ ক্রমেই ঊর্ধ্বগামী । দিন দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমিতের সংখ্যা । 1 জুলাই থেকে 15 জুলাইয়ের মধ্যে CBSE-র টেন ও টুয়েলভের সমস্ত পরীক্ষা করা হওয়ার কথা ছিল । এই পরিস্থিতিতে কোনওভাবেই পরীক্ষা নেওয়া সম্ভব নয় বলে মনে করছে CBSE বোর্ড । পরিস্থিতি স্বাভাবিক হলে তারপরেই পরীক্ষা নেওয়ার কথা ভাবছে CBSE ।

এর পরিপ্রেক্ষিতে শীর্ষ আদালত জানতে চেয়েছে, CBSE বোর্ড কি পড়ুয়াদের পরে পরীক্ষায় বসার সুযোগ দেবে, নাকি ইন্টারনাল অ্যাসেসমেন্টের ভিত্তিতে পড়ুয়াদের পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করা হবে ? এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, CBSE-র তরফে জানানো হয়েছে, ক্লাসে টুয়েলভের পড়ুয়াদের পরীক্ষা পরে নেওয়ার ব্যবস্থা করা হবে । তবে উত্তর-পূর্ব দিল্লির ক্লাস টেনের বাকি থাকা পরীক্ষা বাতিল করার পক্ষেই মত দিয়েছে CBSE ।

এদিকে শিক্ষাবর্ষে কোনও পরিবর্তন করা হবে কি না তা জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট । অগাস্টের মধ্যে পরীক্ষার ফলাফল ঘোষণা হলে তবেই সেপ্টেম্বর মাস থেকে নতুন শিক্ষাবর্ষ চালু করা সম্ভব ।  

CBSE-র পাশাপাশি ICSE  ও ISC বোর্ডের পরীক্ষার বিষয়েও শুনানি হয় সুপ্রিম কোর্টে ।  

Last Updated : Jun 25, 2020, 7:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.