ETV Bharat / bharat

ঘৃণা দৈত্যের মর্যাদাহানি করতে পারে না, পেরিয়ার মূর্তি অবমাননায় টুইট রাহুলের - তামিলনাড়ু পেরিয়ার মূর্তি

কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি গতকাল প্রয়াত সমাজকর্মী পেরিয়ার ই ভি রামাসেমির মূর্তির অবমাননা করে ৷ বিষয়টি নিয়ে টুইট করেন রাহুল গান্ধি ৷ লেখেন, "কোনওরকম ঘৃণা কখনও কোনও দৈত্যকে কলুষিত করতে পারে না ৷"

রাহুল গান্ধি
রাহুল গান্ধি
author img

By

Published : Jul 18, 2020, 2:04 PM IST

কোয়েম্বাটোর, 18 জুলাই : তামিলনাড়ুর কোয়েম্বাটোরে পেরিয়ারের মূর্তির প্রতি অসম্মানজনক আচরণের নিন্দা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি গতকাল প্রয়াত সমাজকর্মী পেরিয়ার ই ভি রামাসেমির মূর্তির অবমাননা করে ৷

বিষয়টি নিয়ে টুইট করেন রাহুল গান্ধি ৷ লেখেন, "কোনওরকম ঘৃণা কখনও কোনও দৈত্যকে কলুষিত করতে পারে না ৷" পেরিয়ার একজন ভারতীয় সমাজকর্মী ও রাজনীতিবিদ ছিলেন ৷ তিনি আত্মসম্মান আন্দোলন করেছিলেন ৷ এছাড়া তিনি দ্রাবিড় কাজ়াগামের শুরু করেন ৷ তিনি দ্রাবিড় আন্দোলনের পিতা হিসেবে পরিচিত ৷

অভিযোগ, গতকাল পেরিয়ারের মূর্তির উপর গেরুয়া রং ছোড়া হয়েছিল ৷ স্থানীয়রা ও দ্রাবিড় ভাববাদীর সমর্থকরা এবং সমাজকর্মী পেরিয়ারের সমর্থকরা ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি করেন ৷ পাশাপাশি তাঁরা ঘটনার প্রতিবাদও জানান ৷

  • எவ்வளவு தீவிரமான வெறுப்பும் ஒரு மகத்தான தலைவனை களங்கப்படுத்த முடியாது

    No amount of hate can ever deface a giant. pic.twitter.com/Y5ZBNuCfl2

    — Rahul Gandhi (@RahulGandhi) July 18, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দ্রাবিড় কাজ়াগামের কর্মীরা এই ঘটনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ৷ পেরিয়ার ও এই দ্রাবিড় কাজ়াগামের সমর্থকরা মূর্তির পাদদেশে জড়ো হন ৷

পুলিশ সূত্রে খবর, কিছু অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী মূর্তি গায়ে গেরুয়া রং ঢেলে দিয়ে যায় ৷ সমর্থকরা ও পুলিশকর্মীরা মূর্তি পরিষ্কার করার কাজে হাত লাগিয়েছেন ৷ পাশাপাশি মূর্তির সুরক্ষার কথা ভেবে কয়েকজন নিরাপত্তারক্ষীকেও মোতায়েন করা হয়েছে ৷ মারুমালার্চি দ্রাবিড় মুন্নেত্র কাজ়াগামের প্রধান ভাইকো গতকাল ঘটনার প্রতিবাদ করেন ৷ টুইটারে প্রতিবাদ জানান DMK-র সাংসদ কানিমোজ়ি করুনানিধি ৷ তিনি লেখেন, "পেরিয়ার কোনও ছোটো খাটো মূর্তি নয়, কিন্তু সামাজিক বিচারের রাস্তা ৷"

বিরোধী দল ঘটনাস্থানে প্রতিবাদ জানান এবং সরকারের কাছে দাবি করেন দ্রুত পদক্ষেপ নেওয়ার ৷

কোয়েম্বাটোর, 18 জুলাই : তামিলনাড়ুর কোয়েম্বাটোরে পেরিয়ারের মূর্তির প্রতি অসম্মানজনক আচরণের নিন্দা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি গতকাল প্রয়াত সমাজকর্মী পেরিয়ার ই ভি রামাসেমির মূর্তির অবমাননা করে ৷

বিষয়টি নিয়ে টুইট করেন রাহুল গান্ধি ৷ লেখেন, "কোনওরকম ঘৃণা কখনও কোনও দৈত্যকে কলুষিত করতে পারে না ৷" পেরিয়ার একজন ভারতীয় সমাজকর্মী ও রাজনীতিবিদ ছিলেন ৷ তিনি আত্মসম্মান আন্দোলন করেছিলেন ৷ এছাড়া তিনি দ্রাবিড় কাজ়াগামের শুরু করেন ৷ তিনি দ্রাবিড় আন্দোলনের পিতা হিসেবে পরিচিত ৷

অভিযোগ, গতকাল পেরিয়ারের মূর্তির উপর গেরুয়া রং ছোড়া হয়েছিল ৷ স্থানীয়রা ও দ্রাবিড় ভাববাদীর সমর্থকরা এবং সমাজকর্মী পেরিয়ারের সমর্থকরা ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি করেন ৷ পাশাপাশি তাঁরা ঘটনার প্রতিবাদও জানান ৷

  • எவ்வளவு தீவிரமான வெறுப்பும் ஒரு மகத்தான தலைவனை களங்கப்படுத்த முடியாது

    No amount of hate can ever deface a giant. pic.twitter.com/Y5ZBNuCfl2

    — Rahul Gandhi (@RahulGandhi) July 18, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দ্রাবিড় কাজ়াগামের কর্মীরা এই ঘটনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ৷ পেরিয়ার ও এই দ্রাবিড় কাজ়াগামের সমর্থকরা মূর্তির পাদদেশে জড়ো হন ৷

পুলিশ সূত্রে খবর, কিছু অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী মূর্তি গায়ে গেরুয়া রং ঢেলে দিয়ে যায় ৷ সমর্থকরা ও পুলিশকর্মীরা মূর্তি পরিষ্কার করার কাজে হাত লাগিয়েছেন ৷ পাশাপাশি মূর্তির সুরক্ষার কথা ভেবে কয়েকজন নিরাপত্তারক্ষীকেও মোতায়েন করা হয়েছে ৷ মারুমালার্চি দ্রাবিড় মুন্নেত্র কাজ়াগামের প্রধান ভাইকো গতকাল ঘটনার প্রতিবাদ করেন ৷ টুইটারে প্রতিবাদ জানান DMK-র সাংসদ কানিমোজ়ি করুনানিধি ৷ তিনি লেখেন, "পেরিয়ার কোনও ছোটো খাটো মূর্তি নয়, কিন্তু সামাজিক বিচারের রাস্তা ৷"

বিরোধী দল ঘটনাস্থানে প্রতিবাদ জানান এবং সরকারের কাছে দাবি করেন দ্রুত পদক্ষেপ নেওয়ার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.