ETV Bharat / bharat

নীতীশ কুমারই বিহারের মুখ্য়মন্ত্রী হবেন, এটা আমাদের প্রতিশ্রুতি ছিল : BJP - LJP

বিহারের রাজনীতিতে বিগ ব্রাদার স্ট্যাটাসটা ইতিমধ্য়ে হারিয়ে ফেলেছেন নীতীশ কুমার ৷ সেই জায়গায় RJD-র পর দ্বিতীয় দল হিসেবে উঠে এসেছে BJP।

Nitish_Kumar_Will_Be_Chief_Minister_It_Was_Our_Commitment_BJP
নীতীশ কুমারই বিহারের মুখ্য়মন্ত্রী হবেন, এটা আমাদের প্রতিশ্রুতি ছিল : BJP
author img

By

Published : Nov 11, 2020, 3:39 PM IST

পটনা, 11 নভেম্বর : পূর্ব প্রতিশ্রুতি মতো বিহারের মুখ্য়মন্ত্রী হবেন নীতীশ কুমার ৷ বুধবার এমনটাই জানানো হল বিহার BJP-র তরফে ৷ বিহার বিধানসভা নির্বাচনে প্রথমবার JD(U)-র সঙ্গে জোট করে ভোটে লড়েছে BJP। যেখানে 74 টি আসন জিতে প্রথমবার বিহারে নিজেদের দাপট দেখিয়েছে গেরুয়া শিবির ৷ অন্যদিকে নীতীশের JD(U) মাত্র 43 টি আসন পেয়েছে ৷ এই অবস্থায় জল্পনা শুরু হয়েছিল, নীতীশ কুমারকে কি মুখ্য়মন্ত্রী করবে NDA-র প্রধান শক্তি BJP ? সেই জল্পনায় জল ঢাললেন বিহারের BJP নেতা তথা উপ মুখ্য়মন্ত্রী সুশীল কুমার মোদি ৷ তিনি বলেন, পূর্ব প্রতিশ্রুতি মতো বিহারের মুখ্য়মন্ত্রী হবেন নীতীশ কুমার ৷

তবে, বিহারের রাজনীতিতে বিগ ব্রাদার স্ট্যাটাসটা ইতিমধ্য়ে হারিয়ে ফেলেছেন নীতীশ কুমার ৷ সেই জায়গায় RJD-র পর দ্বিতীয় দল হিসেবে উঠে এসেছে BJP। এনিয়ে এদিন শিবসেনার মুখপত্র সামনায় বলা হয়েছে, কম আসন জিতেও যদি নীতীশ কুমার মুখ্য়মন্ত্রী হন, তার কৃতিত্ব একমাত্র শিবসেনার ৷ তবে, সেই জল্পনাকে বেশি মাথাচাড়া দিতে দেননি সুশীল কুমার মোদি ৷ তিনি বলেন, কেউ বেশি আসন জিতবে, কেউ কম ৷ এটা স্বাভাবিক ব্য়াপার ৷ তবে, আসল কথা হল জোটে BJP ও JDU-র সমান অধিকার রয়েছে ৷ এখানেও অন্য় একটি সমীকরণ উঠে আসছে বলে সূত্রের খবর ৷ BJP কোনওদিনই বিহারে ক্ষমতায় আসেনি ৷ ফলে, নীতীশ কুমারকে ছাড়া তারা কখনোই ক্ষমতা পেত না ৷ তাই নীতীশকে মুখ্য়মন্ত্রী বানিয়ে, মন্ত্রিসভায় নিজেদের দাপট বজায় রাখতে পারে গেরুয়া শিবির ৷ আর তা সত্য়ি হলে খুব একটা অবাক হওয়ার থাকবে না বলে মনে করছে রাজনৈতিক মহল ৷

তবে, নীতীশ কুমারের দলের এই পতনের কারণ হিসেবে মনে করা হচ্ছে চিরাগ পাসওয়ানকে ৷ কেন্দ্রে NDA-র সঙ্গী LJP বিহারে নীতীশের দলের বিরুদ্ধে সর্বত্র প্রার্থী দিয়েছিল ৷ যার ফলে JDU-র ভোট ব্য়াপক হারে কমে গিয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল ৷ তবে, লোক জনশক্তি পার্টি মাত্র একটি আসনেই বিহারে জিততে পেরেছে ৷

পটনা, 11 নভেম্বর : পূর্ব প্রতিশ্রুতি মতো বিহারের মুখ্য়মন্ত্রী হবেন নীতীশ কুমার ৷ বুধবার এমনটাই জানানো হল বিহার BJP-র তরফে ৷ বিহার বিধানসভা নির্বাচনে প্রথমবার JD(U)-র সঙ্গে জোট করে ভোটে লড়েছে BJP। যেখানে 74 টি আসন জিতে প্রথমবার বিহারে নিজেদের দাপট দেখিয়েছে গেরুয়া শিবির ৷ অন্যদিকে নীতীশের JD(U) মাত্র 43 টি আসন পেয়েছে ৷ এই অবস্থায় জল্পনা শুরু হয়েছিল, নীতীশ কুমারকে কি মুখ্য়মন্ত্রী করবে NDA-র প্রধান শক্তি BJP ? সেই জল্পনায় জল ঢাললেন বিহারের BJP নেতা তথা উপ মুখ্য়মন্ত্রী সুশীল কুমার মোদি ৷ তিনি বলেন, পূর্ব প্রতিশ্রুতি মতো বিহারের মুখ্য়মন্ত্রী হবেন নীতীশ কুমার ৷

তবে, বিহারের রাজনীতিতে বিগ ব্রাদার স্ট্যাটাসটা ইতিমধ্য়ে হারিয়ে ফেলেছেন নীতীশ কুমার ৷ সেই জায়গায় RJD-র পর দ্বিতীয় দল হিসেবে উঠে এসেছে BJP। এনিয়ে এদিন শিবসেনার মুখপত্র সামনায় বলা হয়েছে, কম আসন জিতেও যদি নীতীশ কুমার মুখ্য়মন্ত্রী হন, তার কৃতিত্ব একমাত্র শিবসেনার ৷ তবে, সেই জল্পনাকে বেশি মাথাচাড়া দিতে দেননি সুশীল কুমার মোদি ৷ তিনি বলেন, কেউ বেশি আসন জিতবে, কেউ কম ৷ এটা স্বাভাবিক ব্য়াপার ৷ তবে, আসল কথা হল জোটে BJP ও JDU-র সমান অধিকার রয়েছে ৷ এখানেও অন্য় একটি সমীকরণ উঠে আসছে বলে সূত্রের খবর ৷ BJP কোনওদিনই বিহারে ক্ষমতায় আসেনি ৷ ফলে, নীতীশ কুমারকে ছাড়া তারা কখনোই ক্ষমতা পেত না ৷ তাই নীতীশকে মুখ্য়মন্ত্রী বানিয়ে, মন্ত্রিসভায় নিজেদের দাপট বজায় রাখতে পারে গেরুয়া শিবির ৷ আর তা সত্য়ি হলে খুব একটা অবাক হওয়ার থাকবে না বলে মনে করছে রাজনৈতিক মহল ৷

তবে, নীতীশ কুমারের দলের এই পতনের কারণ হিসেবে মনে করা হচ্ছে চিরাগ পাসওয়ানকে ৷ কেন্দ্রে NDA-র সঙ্গী LJP বিহারে নীতীশের দলের বিরুদ্ধে সর্বত্র প্রার্থী দিয়েছিল ৷ যার ফলে JDU-র ভোট ব্য়াপক হারে কমে গিয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল ৷ তবে, লোক জনশক্তি পার্টি মাত্র একটি আসনেই বিহারে জিততে পেরেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.