ETV Bharat / bharat

'ন্যায়'-র বিরুদ্ধে বক্তব্য, রাজীব কুমারের যুক্তি খারিজ কমিশনের - নীতি আয়োগ

সম্প্রতি কংগ্রেসের ন্যায় (NAYA) বা ন্যূনতম আয়ের গ্যারান্টি প্রতিশ্রুতি পরিকল্পনার বিরুদ্ধে মন্তব্য করেন নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমার। তাঁর বিরুদ্ধে এনিয়ে অভিযোগ জমা পড়ে। গতকাল নির্বাচন কমিশন জানায়, আদর্শ আচরণবিধি ভেঙেছেন নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান। রাজীব কুমারের শোকজ়ের জবাব সন্তুষ্ট করতে পারেনি কমিশনকে। তাঁর যাবতীয় যুক্তিকে খারিজ করা হয়েছে।

রাজীব কুমার
author img

By

Published : Apr 6, 2019, 3:56 AM IST

দিল্লি, 6 এপ্রিল : কংগ্রেসের ন্যায় (NAYA) বা ন্যূনতম আয়ের গ্যারান্টি প্রতিশ্রুতি পরিকল্পনার বিরুদ্ধে কথা বলে আদর্শ আচরণবিধি ভেঙেছেন নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমার। গতকাল একথা জানিয়েছে নির্বাচন কমিশন। রাজীব কুমারের শোকজ়ের জবাব সন্তুষ্ট করতে পারেনি কমিশনকে। তাঁর যাবতীয় যুক্তিকে খারিজ করা হয়েছে।

কুমারকে চিঠিতে নির্বাচন কমিশন জানিয়েছে, "কমিশন আপনার বক্তব্য বিবেচনা করেছে এবং তা সন্তোষজনক বলে মনে হয়নি।" চিঠিটি আরও বলা হয়েছে, "সরকারি কর্মচারীদের কেবল আচরণেই নিরপেক্ষ হলে হবে না, তাঁদের প্রকাশ্যে মন্তব্য করার ক্ষেত্রেও নিরপেক্ষ থাকতে হবে।" রাজীব কুমারের প্রতি অসন্তোষ প্রকাশ করে কমিশন লিখেছে, "আপনার মন্তব্যের জন্য কমিশন অসন্তোষ প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে এবং ভবিষ্যতে সতর্কতা অবলম্বন করবেন বলে আশা করা হচ্ছে।"

লোকসভা নির্বাচনের প্রতিশ্রুতি দিতে গিয়ে রাহুল ঘোষণা করেন, কংগ্রেস ক্ষমতায় এলে ন্যূনতম আয়ের গ্যারান্টি দেবে সরকার। প্রিয়াঙ্কা গান্ধি এই প্রকল্পের নাম দিয়েছেন 'ন্যায়' (ন্যূনতম আয় যোজনা)। রাহুলের প্রতিশ্রুতি, দেশের ২০ শতাংশ গরিব পরিবারকে বছরে ৭২ হাজার টাকা দেওয়া হবে। আর তা শুনেই প্রতিক্রিয়া জানিয়ে টুইট করেন নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমার। তাঁর বক্তব্য, "প্রস্তাবিত ইনকাম গ্যারান্টি স্কিমে কাজ না করার ব্যাপারে অনুপ্রাণিত হবে জনগণ এবং আর্থিক শৃঙ্খলায় ফাটল ধরবে।"

অন্য একটি টুইটে রাজীব কুমার দাবি করেন যে, "নির্বাচনে জিততে চাঁদ দেওয়ার প্রতিশ্রুতির রেকর্ড পূর্বে রয়েছে এটা সত্য। কংগ্রেসের সভাপতি একটি প্রকল্প ঘোষণা করেছেন যা আর্থিক শৃঙ্খলা বজায় রাখবে না, কাজের বিরুদ্ধে অনুপ্রেরণা জোগাবে। এছাড়া এটা কখনও কার্যকর করাও হবে না।"

নির্বাচন কমিশনকে জবাবে রাজীব কুমার জানান, তিনি অর্থনীতিবিদ হিসেবে কংগ্রেসের এই প্রকল্পের বিরুদ্ধে মত প্রকাশ করেন। নীতি আয়োগের কেউ হিসেবে নয়। তিনি জানান, তাঁর এই মন্তব্য নীতি আয়োগের অবস্থান হিসাবে বিবেচিত করা ঠিক নয়। যদিও এই জবাবে সন্তুষ্ট হতে পারেনি নির্বাচন কমিশন। তাই তাঁকে সতর্ক করা হয়েছে।

দিল্লি, 6 এপ্রিল : কংগ্রেসের ন্যায় (NAYA) বা ন্যূনতম আয়ের গ্যারান্টি প্রতিশ্রুতি পরিকল্পনার বিরুদ্ধে কথা বলে আদর্শ আচরণবিধি ভেঙেছেন নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমার। গতকাল একথা জানিয়েছে নির্বাচন কমিশন। রাজীব কুমারের শোকজ়ের জবাব সন্তুষ্ট করতে পারেনি কমিশনকে। তাঁর যাবতীয় যুক্তিকে খারিজ করা হয়েছে।

কুমারকে চিঠিতে নির্বাচন কমিশন জানিয়েছে, "কমিশন আপনার বক্তব্য বিবেচনা করেছে এবং তা সন্তোষজনক বলে মনে হয়নি।" চিঠিটি আরও বলা হয়েছে, "সরকারি কর্মচারীদের কেবল আচরণেই নিরপেক্ষ হলে হবে না, তাঁদের প্রকাশ্যে মন্তব্য করার ক্ষেত্রেও নিরপেক্ষ থাকতে হবে।" রাজীব কুমারের প্রতি অসন্তোষ প্রকাশ করে কমিশন লিখেছে, "আপনার মন্তব্যের জন্য কমিশন অসন্তোষ প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে এবং ভবিষ্যতে সতর্কতা অবলম্বন করবেন বলে আশা করা হচ্ছে।"

লোকসভা নির্বাচনের প্রতিশ্রুতি দিতে গিয়ে রাহুল ঘোষণা করেন, কংগ্রেস ক্ষমতায় এলে ন্যূনতম আয়ের গ্যারান্টি দেবে সরকার। প্রিয়াঙ্কা গান্ধি এই প্রকল্পের নাম দিয়েছেন 'ন্যায়' (ন্যূনতম আয় যোজনা)। রাহুলের প্রতিশ্রুতি, দেশের ২০ শতাংশ গরিব পরিবারকে বছরে ৭২ হাজার টাকা দেওয়া হবে। আর তা শুনেই প্রতিক্রিয়া জানিয়ে টুইট করেন নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমার। তাঁর বক্তব্য, "প্রস্তাবিত ইনকাম গ্যারান্টি স্কিমে কাজ না করার ব্যাপারে অনুপ্রাণিত হবে জনগণ এবং আর্থিক শৃঙ্খলায় ফাটল ধরবে।"

অন্য একটি টুইটে রাজীব কুমার দাবি করেন যে, "নির্বাচনে জিততে চাঁদ দেওয়ার প্রতিশ্রুতির রেকর্ড পূর্বে রয়েছে এটা সত্য। কংগ্রেসের সভাপতি একটি প্রকল্প ঘোষণা করেছেন যা আর্থিক শৃঙ্খলা বজায় রাখবে না, কাজের বিরুদ্ধে অনুপ্রেরণা জোগাবে। এছাড়া এটা কখনও কার্যকর করাও হবে না।"

নির্বাচন কমিশনকে জবাবে রাজীব কুমার জানান, তিনি অর্থনীতিবিদ হিসেবে কংগ্রেসের এই প্রকল্পের বিরুদ্ধে মত প্রকাশ করেন। নীতি আয়োগের কেউ হিসেবে নয়। তিনি জানান, তাঁর এই মন্তব্য নীতি আয়োগের অবস্থান হিসাবে বিবেচিত করা ঠিক নয়। যদিও এই জবাবে সন্তুষ্ট হতে পারেনি নির্বাচন কমিশন। তাই তাঁকে সতর্ক করা হয়েছে।


New Delhi, Apr 02 (ANI): Speaking to ANI, about Congress' NYAY (Nyuntam Aay Yojana) scheme, former Vice Chairman of NITI Aayog Arvind Panagariya said that no one has shared the details how the Congress party will arrange funds for implementing the NYAY scheme for India's poorest families. Panagariya said, "If you are giving Rs 72,000 per annum to 5 crore families then there will be an expense of Rs 3.6 lakh crore, this is 13% of the total budget of central government. No one has given details of scheme that how Rs 3.6 lakh crore will be arranged to implement it. It's more than our defence budget. Fiscal situation is always tight, it's almost impossible to take out 13% of the budget."
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.