জয়পুর, 7 মে: লকডাউনে শহরের কনটেনমেন্ট জ়োনে স্যানিটারি প্যাড বিতরণ করল জয়পুর পুলিশের "নির্ভয়া স্কোয়াড"।
কনটেনমেন্ট জোনে কড়া হাতে লকডাউন নিয়ন্ত্রণ করছে প্রশাসন। এই অবস্থায় স্থানীয় মহিলাদের অসুবিধার কথা ভেবে "নির্ভয়া স্কোয়াড" ও "জয়পুর প্যাডম্যান"-এর যৌথ উদ্যোগে আজ বিনামূল্যে স্যানিটারি প্যাড বিতরণ করা হয়।
জয়পুর পুলিশের "নির্ভয়া স্কোয়াড" বিশেষভাবে গড়া হয়েছিল নারীদের সুরক্ষার জন্য। মার্শাল আর্টে দক্ষ 80 জন মহিলার এই বাইক বাহিনীটি বর্তমানে জয়পুর শহরের মহিলাদের নিরাপত্তার পাশাপাশি সামাজিক দূরত্ব সহ বিভিন্ন বিষয়ে সচেতনতা প্রচারও চালাচ্ছে।
স্বেচ্ছাসেবী সংস্থা "জয়পুর প্যাডম্যান"-এর সদস্য আশিস পরাশর বলেন, লকডাউনের ফলে গত এক মাসের বেশি সময় ধরে কনটেনমেন্টে জ়োনের মহিলারা সমস্যার মধ্যে রয়েছেন। প্রান্তিক এলাকাগুলিতে "নির্ভয়া স্কোয়াড"-এর সাহায্য ছাড়া স্যানিটারি প্যাড পৌঁছে দেওয়া সম্ভব হত না।
নির্ভয়া স্কোয়াডের সুনিতা মিনা বলেন, "আমাদের বাহিনী ইতিমধ্যে কনটেনমেন্ট জ়োনে অত্যাবশ্যকীয় পণ্য পৌঁছে দিয়েছে। মহিলাদের সাহায্য করাও একইরকম গুরুত্বপূর্ণ কাজ। স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যৌথভাবে আমরা সেই কাজটাই করছি।"
এদিকে রাজস্থানে এখনও পর্যন্ত কোরোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 3 হাজার 400। মৃত্যু হয়েছে 95 জনের।