দিল্লি, 6 ডিসেম্বর : সাত বছর আগে এমনই এক ডিসেম্বর মাসের রাতে রাজধানীর বুকে একটি গণধর্ষণের ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে ৷ প্রতিবাদ বিক্ষোভে ফেটে পড়েছিলেন দেশের প্রতিটি প্রান্তের মানুষ ৷ সে দিনের ঘটনার প্রতিবাদে রাইসিনা হিলসের সামনের রাস্তায় বিক্ষুব্ধ মানুষের ঢল নেমেছিল ৷ ধর্ষণের শাস্তির আইনে বদল আনতে বাধ্য হয়েছিল সরকার ৷ নির্ভয়া ধর্ষণের 9 বছরের মাথায় আর একটি ধর্ষণের নির্মমতা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে ৷ স্বাভাবিক ভাবেই 16 ডিসেম্বরের দশ দিন আগে হায়দরাবাদ এনকাউন্টারের ঘটনার পর চুপ থাকতে পারলেন না নির্ভয়ার বাবা-মা ৷
আজ হায়দরাবাদের গণধর্ষণ ও খুনের ঘটনার 4 অভিযুক্তের মৃত্যু হয়েছে পুলিশের এনকাউন্টারে ৷ এ প্রসঙ্গে মুখ খুলেছেন নির্ভয়ার বাবা-মা ৷ 7 বছর ধরে মেয়ের খুনিদের চরম শাস্তির দাবি করে এলেও এখনও ফাঁসি হয়নি ৷ এর পরই নির্ভয়ার মায়ের প্রতিক্রিয়া, অন্তত একটি মেয়ে তো সুবিচার পেল ৷
খবরটা তখন সবেমাত্র ব্রেকিং দেখাচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমে ৷ চোখের জল সামলাতে পারলেন না তাঁরা ৷ সংবাদ মাধ্যমের ক্যামেরা যখন তাঁদের দিকে ফোকাস করছে তখনও চোখের কোণা চিকচিক করছে৷ নির্ভয়ার মা বললেন , "অন্তত একটি মেয়ে বিচার পেল ৷ আমি এই পদক্ষেপের জন্য পুলিশকে ধন্যবাদ জানাই ৷ 7 বছর ধরে আমি আমার মেয়ের খুনিদের শাস্তির জন্য চিৎকার করেছি ৷ আইন ভাঙা হোক , তাও আমার মেয়ের অভিযুক্তদের শাস্তি হোক ৷ তবেই সমাজ পাল্টাবে ৷"
আরও পড়ুন : এনকাউন্টারে মৃত্যু হায়দরাবাদ গণধর্ষণ ও খুনের ঘটনায় 4 অভিযুক্তের
আগামী 16 ডিসেম্বর সেই ভয়াবহ রাতের 7 বছর পার হয়ে যাবে ৷ কিন্তু এখনও আদালতে যাচ্ছেন তাঁরা ৷ আশা করছেন একদিন না একদিন শাস্তি পাবেই নির্ভয়ার অভিযুক্তরা ৷ নির্ভয়ার মা আশা দেবী বলেন , "মেয়েটির বাবা মা এখন স্বস্তি পেয়েছেন ৷ তাঁদের মেয়ে সুবিচার পেল ৷ মানুষের মধ্যে একটা ভয় তৈরি হবে ৷ তারা এইরকম খারাপ কাজ করার আগে ভাববে ৷" নির্ভয়ার বাবা বলেন , "আমার মেয়ের উপর যারা অত্যাচার করেছে তারাও চরম শাস্তি পাবে সেই আশাই করছি ৷ "
আরও পড়ুন : এনকাউন্টার : অন্তত সরকারি অতিথি হয়ে দুষ্কৃতীরা থাকবে না, মত স্বাতীর