ETV Bharat / bharat

সাত বছরে কোন পথে এগোল নির্ভয়াকাণ্ড - মৃত্যুদণ্ড

নির্ভয়া কাণ্ডের 7 বছর পর দোষীদের ফাঁসির সাজা ঘোষণা হল আজ । 22 জানুয়ারি সকাল 7 টায় চার দোষীকে ফাঁসি দেওয়া হবে বলে আজ রায় দেয় দিল্লি পাতিয়ালা হাউজ় কোর্ট ।

Nirbhaya
নির্ভয়াকাণ্ডে দোষীদের ফাঁসির সাজা
author img

By

Published : Jan 7, 2020, 7:08 PM IST

Updated : Jan 7, 2020, 9:15 PM IST

দিল্লি, 7 জানুয়ারি : 2012-র 16 ডিসেম্বর একটি ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে । নৃশংসভাবে গণধর্ষণ করে খুনের চেষ্টা করা হয় নির্ভয়াকে । 13 দিন পর তাঁর মৃত্যু হয় । সেই ঘটনার 7 বছর পর দোষীদের ফাঁসির সাজা ঘোষণা হল আজ । 22 জানুয়ারি সকাল 7 টায় চার দোষীকে ফাঁসি দেওয়া হবে বলে আজ রায় দেয় দিল্লি পাতিয়ালা হাউজ় কোর্ট । একনজরে কোন পথে এগোল নির্ভয়া গণধর্ষণের বিচার ।

Nirbhaya
দিল্লিতে যুবতিকে গণধর্ষণ ও খুন ।

2012
16 ডিসেম্বর : নৃশংসভাবে গণধর্ষণ করা হয় নির্ভয়াকে । ঘটনায় ছয়জনের নাম উঠে আসে । রাম সিং, তার ভাই মুকেশ সিং, অক্ষয় ঠাকুর, বিনয় শর্মা, পবন গুপ্তা ও এক নাবালক ।

২৯ ডিসেম্বর : সিঙ্গাপুরের হাসপাতালে মৃত্যু হয় নির্ভয়ার ।

2013
3 জানুয়ারি : অপহরণ, ডাকাতি, গণধর্ষণ, খুন ও খুনের চেষ্টার অভিযোগে দিল্লি পুলিশ পাঁচ প্রাপ্তবয়স্ক অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট পেশ করে ।

28 জানুয়ারি : জুভিনাইল জাস্টিস বোর্ড ষষ্ঠ অভিযুক্তকে নাবালক বলে ঘোষণা করে ।

2 ফেব্রুয়ারি : খুন সহ 13 টি অপরাধে পাঁচ প্রাপ্তবয়স্ক অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ আনা হয় ।

11 মার্চ : নির্ভয়া গণধর্ষণের মূল অভিযুক্ত রাম সিংকে ঝুলন্ত অবস্থায় তিহার জেলে পাওয়া যায় ।

Nirbhaya
ধর্ষণ আইনে সংশোধন ।

21 মার্চ : দেশে ধর্ষণ আইনে সংশোধন আনা হয় । সংশোধিত আইনে দোষীদের কড়া শাস্তির কথা বলা হয় । ধর্ষণের মতো অপরাধ দ্বিতীয়বার করলে ফাঁসির সাজা হতে পারে ।

31 অগাস্ট : জুভিনাইল জাস্টিস বোর্ড নির্ভয়াকাণ্ডে অভিযুক্ত নাবালককে গণধর্ষণ ও খুনের জন্য দোষী সাব্যস্ত করে তিন বছরের জন্য হোমে থাকার নির্দেশ দেয় ।

10 সেপ্টেম্বর : ফাস্ট ট্র্যাক কোর্ট নির্ভয়াকাণ্ডের চার অভিযুক্ত মুকেশ, বিনয়, অক্ষয় ও পবনকে যুবতিকে গণধর্ষণ, অস্বাভাবিক অপরাধ ও খুন এবং যুবতির পুরুষ বন্ধুকে খুনের চেষ্টার অভিযোগ দোষী ঘোষণা করে ।

13 সেপ্টেম্বর : চার দোষীকে ফাঁসির সাজা দেয় ফাস্ট ট্র্যাক কোর্ট । ট্রায়াল কোর্ট ফাঁসির সাজা নিশ্চিত করতে মামলাটি দিল্লি হাইকোর্টে পাঠায় ।

1 নভেম্বর : দিল্লি হাইকোর্ট ফাঁসির সাজার মামলার শুনানি শুরু করে ।

Nirbhaya
দোষীদের ফাঁসির সাজা ঘোষণা

2014
13 মার্চ : দিল্লি হাইকোর্ট দোষীদের ফাঁসির সাজা বহাল রাখে ।

2015
20 ডিসেম্বর : নির্ভয়াকাণ্ডে দোষী সাব্যস্ত নাবালকের মুক্তির স্থগিতাদেশকে খারিজ করে দেয় দিল্লি হাইকোর্ট ।

2016
3 এপ্রিল : সুপ্রিম কোর্টে মামলার শুনানি শুরু হয়

Nirbhaya
পুনর্বিবেচনার আবেদন খারিজ সুপ্রিমকোর্টের ।

2017
27 মার্চ : প্রায় একবছর মামলার শুনানির পর রায়দান স্থগিত রাখে সুপ্রিম কোর্ট ।

5 মে : নির্ভয়াকাণ্ডের চার অভিযুক্ত অক্ষয় ঠাকুর, বিনয় শর্মা, পবন গুপ্তা ও মুকেশ সিং-এর মৃত্যুদণ্ড বহাল রাখে ।

2018
9 জুলাই : নির্ভয়াকাণ্ডের তিন অভিযুক্ত পবন, মুকেশ ও বিনয়ের মৃত্যুদণ্ডের রায়ের পুনর্বিবেচনার আর্জি খারিজ করে দেয় ।

13 ডিসেম্বর : দোষীদের মৃত্যুদণ্ডের সাজা কার্যকর করার জন্য পাতিয়ালা হাউজ় কোর্টে যান নির্ভয়ার বাবা-মা ।

2019
29 অক্টোবর :
নির্ভয়ার ধর্ষণ ও খুনে দোষীদের প্রাণভিক্ষার আর্জি জানানোর জন্য সাত দিনের সময় দেয় তিহার জেল কর্তৃপক্ষ । অন্যথায় ফাঁসির সাজা কার্যকর করার অনুমতির জন্য তিহার জেল কর্তৃপক্ষ আদালতে যাবে ।

8 নভেম্বর : দোষী বিনয় শর্মা দিল্লি সরকারের কাছে প্রাণভিক্ষার আর্জি জানায় ।

29 নভেম্বর : দিল্লির সরকারের স্বরাষ্ট্র দপ্তর বিনয় শর্মার প্রাণভিক্ষার আর্জি প্রত্যাখান করে দেয় এবং তা মুখ্যসচিবের কাছে পাঠিয়ে দেয় ।

30 নভেম্বর : মুখ্যসচিবও বিনয়ের প্রাণভিক্ষার আর্জি প্রত্যাখান করে এবং তা স্বরাষ্ট্রমন্ত্রী সত্যেন্দ্র জৈনের কাছে পাঠিয়ে দেন ।

1 ডিসেম্বর : স্বরাষ্ট্রমন্ত্রীও প্রত্যাখান করেন প্রাণভিক্ষার আর্জি । এবং তা লেফটেনন্ট গভর্নরের অফিসে পাঠিয়ে দেওয়া হয় ।

2 ডিসেম্বর : লেফটেনন্ট গভর্নর বিনয়ের প্রাণভিক্ষার আর্জি প্রত্যাখ্যান করে দিল্লি সরকারের সিদ্ধান্তে মঞ্জুরি দেয় ।

6 ডিসেম্বর : বিনয়ের প্রাণভিক্ষার আবেদন পাঠানো হয় রাষ্ট্রপতির কাছে ।

10 ডিসেম্বর : নির্ভয়াকাণ্ডের অন্যতম দোষী অক্ষয় ঠাকুর রায়ের পুনর্বিবেচনার জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানায় ।

17 ডিসেম্বর : প্রধান বিচারপতি অক্ষয়ের পুনর্বিবেচনার আবেদন শুনতে অস্বীকার করেন ।

18 ডিসেম্বর : সুপ্রিম কোর্ট পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দেয় ।

Nirbhaya
নির্ভয়াকাণ্ডে চার দোষীর ফাঁসির সাজা

2020
7 জানুয়ারি :
নির্ভয়াকাণ্ডের চার দোষীকে ফাঁসির সাজা ঘোষণা দিল্লির পাতিয়ালা হাউজ় কোর্টের ।

দিল্লি, 7 জানুয়ারি : 2012-র 16 ডিসেম্বর একটি ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে । নৃশংসভাবে গণধর্ষণ করে খুনের চেষ্টা করা হয় নির্ভয়াকে । 13 দিন পর তাঁর মৃত্যু হয় । সেই ঘটনার 7 বছর পর দোষীদের ফাঁসির সাজা ঘোষণা হল আজ । 22 জানুয়ারি সকাল 7 টায় চার দোষীকে ফাঁসি দেওয়া হবে বলে আজ রায় দেয় দিল্লি পাতিয়ালা হাউজ় কোর্ট । একনজরে কোন পথে এগোল নির্ভয়া গণধর্ষণের বিচার ।

Nirbhaya
দিল্লিতে যুবতিকে গণধর্ষণ ও খুন ।

2012
16 ডিসেম্বর : নৃশংসভাবে গণধর্ষণ করা হয় নির্ভয়াকে । ঘটনায় ছয়জনের নাম উঠে আসে । রাম সিং, তার ভাই মুকেশ সিং, অক্ষয় ঠাকুর, বিনয় শর্মা, পবন গুপ্তা ও এক নাবালক ।

২৯ ডিসেম্বর : সিঙ্গাপুরের হাসপাতালে মৃত্যু হয় নির্ভয়ার ।

2013
3 জানুয়ারি : অপহরণ, ডাকাতি, গণধর্ষণ, খুন ও খুনের চেষ্টার অভিযোগে দিল্লি পুলিশ পাঁচ প্রাপ্তবয়স্ক অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট পেশ করে ।

28 জানুয়ারি : জুভিনাইল জাস্টিস বোর্ড ষষ্ঠ অভিযুক্তকে নাবালক বলে ঘোষণা করে ।

2 ফেব্রুয়ারি : খুন সহ 13 টি অপরাধে পাঁচ প্রাপ্তবয়স্ক অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ আনা হয় ।

11 মার্চ : নির্ভয়া গণধর্ষণের মূল অভিযুক্ত রাম সিংকে ঝুলন্ত অবস্থায় তিহার জেলে পাওয়া যায় ।

Nirbhaya
ধর্ষণ আইনে সংশোধন ।

21 মার্চ : দেশে ধর্ষণ আইনে সংশোধন আনা হয় । সংশোধিত আইনে দোষীদের কড়া শাস্তির কথা বলা হয় । ধর্ষণের মতো অপরাধ দ্বিতীয়বার করলে ফাঁসির সাজা হতে পারে ।

31 অগাস্ট : জুভিনাইল জাস্টিস বোর্ড নির্ভয়াকাণ্ডে অভিযুক্ত নাবালককে গণধর্ষণ ও খুনের জন্য দোষী সাব্যস্ত করে তিন বছরের জন্য হোমে থাকার নির্দেশ দেয় ।

10 সেপ্টেম্বর : ফাস্ট ট্র্যাক কোর্ট নির্ভয়াকাণ্ডের চার অভিযুক্ত মুকেশ, বিনয়, অক্ষয় ও পবনকে যুবতিকে গণধর্ষণ, অস্বাভাবিক অপরাধ ও খুন এবং যুবতির পুরুষ বন্ধুকে খুনের চেষ্টার অভিযোগ দোষী ঘোষণা করে ।

13 সেপ্টেম্বর : চার দোষীকে ফাঁসির সাজা দেয় ফাস্ট ট্র্যাক কোর্ট । ট্রায়াল কোর্ট ফাঁসির সাজা নিশ্চিত করতে মামলাটি দিল্লি হাইকোর্টে পাঠায় ।

1 নভেম্বর : দিল্লি হাইকোর্ট ফাঁসির সাজার মামলার শুনানি শুরু করে ।

Nirbhaya
দোষীদের ফাঁসির সাজা ঘোষণা

2014
13 মার্চ : দিল্লি হাইকোর্ট দোষীদের ফাঁসির সাজা বহাল রাখে ।

2015
20 ডিসেম্বর : নির্ভয়াকাণ্ডে দোষী সাব্যস্ত নাবালকের মুক্তির স্থগিতাদেশকে খারিজ করে দেয় দিল্লি হাইকোর্ট ।

2016
3 এপ্রিল : সুপ্রিম কোর্টে মামলার শুনানি শুরু হয়

Nirbhaya
পুনর্বিবেচনার আবেদন খারিজ সুপ্রিমকোর্টের ।

2017
27 মার্চ : প্রায় একবছর মামলার শুনানির পর রায়দান স্থগিত রাখে সুপ্রিম কোর্ট ।

5 মে : নির্ভয়াকাণ্ডের চার অভিযুক্ত অক্ষয় ঠাকুর, বিনয় শর্মা, পবন গুপ্তা ও মুকেশ সিং-এর মৃত্যুদণ্ড বহাল রাখে ।

2018
9 জুলাই : নির্ভয়াকাণ্ডের তিন অভিযুক্ত পবন, মুকেশ ও বিনয়ের মৃত্যুদণ্ডের রায়ের পুনর্বিবেচনার আর্জি খারিজ করে দেয় ।

13 ডিসেম্বর : দোষীদের মৃত্যুদণ্ডের সাজা কার্যকর করার জন্য পাতিয়ালা হাউজ় কোর্টে যান নির্ভয়ার বাবা-মা ।

2019
29 অক্টোবর :
নির্ভয়ার ধর্ষণ ও খুনে দোষীদের প্রাণভিক্ষার আর্জি জানানোর জন্য সাত দিনের সময় দেয় তিহার জেল কর্তৃপক্ষ । অন্যথায় ফাঁসির সাজা কার্যকর করার অনুমতির জন্য তিহার জেল কর্তৃপক্ষ আদালতে যাবে ।

8 নভেম্বর : দোষী বিনয় শর্মা দিল্লি সরকারের কাছে প্রাণভিক্ষার আর্জি জানায় ।

29 নভেম্বর : দিল্লির সরকারের স্বরাষ্ট্র দপ্তর বিনয় শর্মার প্রাণভিক্ষার আর্জি প্রত্যাখান করে দেয় এবং তা মুখ্যসচিবের কাছে পাঠিয়ে দেয় ।

30 নভেম্বর : মুখ্যসচিবও বিনয়ের প্রাণভিক্ষার আর্জি প্রত্যাখান করে এবং তা স্বরাষ্ট্রমন্ত্রী সত্যেন্দ্র জৈনের কাছে পাঠিয়ে দেন ।

1 ডিসেম্বর : স্বরাষ্ট্রমন্ত্রীও প্রত্যাখান করেন প্রাণভিক্ষার আর্জি । এবং তা লেফটেনন্ট গভর্নরের অফিসে পাঠিয়ে দেওয়া হয় ।

2 ডিসেম্বর : লেফটেনন্ট গভর্নর বিনয়ের প্রাণভিক্ষার আর্জি প্রত্যাখ্যান করে দিল্লি সরকারের সিদ্ধান্তে মঞ্জুরি দেয় ।

6 ডিসেম্বর : বিনয়ের প্রাণভিক্ষার আবেদন পাঠানো হয় রাষ্ট্রপতির কাছে ।

10 ডিসেম্বর : নির্ভয়াকাণ্ডের অন্যতম দোষী অক্ষয় ঠাকুর রায়ের পুনর্বিবেচনার জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানায় ।

17 ডিসেম্বর : প্রধান বিচারপতি অক্ষয়ের পুনর্বিবেচনার আবেদন শুনতে অস্বীকার করেন ।

18 ডিসেম্বর : সুপ্রিম কোর্ট পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দেয় ।

Nirbhaya
নির্ভয়াকাণ্ডে চার দোষীর ফাঁসির সাজা

2020
7 জানুয়ারি :
নির্ভয়াকাণ্ডের চার দোষীকে ফাঁসির সাজা ঘোষণা দিল্লির পাতিয়ালা হাউজ় কোর্টের ।

New Delhi, Jan 07 (ANI): Temperature has dipped down in Delhi after parts of North India received heavy snowfall on Jan 07. Delhi is reeling under cold waves. A thick layer of fog has also covered the national capital. Pollution level has also increased in the city. A local said, "Due to snowfall in hilly regions such as Shimla, temperature is dipped down from January 06. It was light drizzle yesterday as well." Other one said, "Pollution has increased in last 2-3 days. We thought in New Year, pollution will be reduced. Fog is also dense now."
Last Updated : Jan 7, 2020, 9:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.