ETV Bharat / bharat

নির্ভয়া: রাষ্ট্রপতির প্রাণভিক্ষার আর্জি খারিজকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মুকেশ

নির্ভয়া মামলায় চার দণ্ডিতের ফাঁসি পিছানো নিয়ে তাদের আইনজীবীরা যে চেষ্টা চালাবেন তা আগেই অনুমান করা যাচ্ছিল । চার দণ্ডিতের মধ্যে বিনয় শর্মা ও মুকেশ সিংয়ের রায় সংশোধনীর আর্জি আগেই খারিজ করেছে শীর্ষ আদালত ।

suprim court
সুপ্রিম কোর্ট
author img

By

Published : Jan 26, 2020, 7:11 AM IST

দিল্লি, 26 জানুয়ারি : রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়েও মেলেনি । এবার সেই আর্জি খারিজকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গেল নির্ভয়া কাণ্ডে সাজা প্রাপ্ত মুকেশ সিং । শনিবার তার আইনজীবী সুপ্রিম কোর্টে বিষয়টি পর্যালোচনার জন্য আবেদন জানিয়েছেন ।

নির্ভয়া মামলায় চার দণ্ডিতের ফাঁসি পিছানো নিয়ে তাদের আইনজীবীরা যে চেষ্টা চালাবেন তা আগেই অনুমান করা যাচ্ছিল । চার দণ্ডিতের মধ্যে বিনয় শর্মা ও মুকেশ সিংয়ের রায় সংশোধনীর আর্জি আগেই খারিজ করেছে উচ্চ আদালত । মুকেশের প্রাণভিক্ষার আবেদনও রাষ্ট্রপতি খারিজ করে দিয়েছেন । ফাঁসির দিন 1 ফেব্রুয়ারি ধার্য হয়েছে । মুকেশের আইনজীবী এখন রাষ্ট্রপতির আর্জি খারিজের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানালেন ।

এর আগে নির্ভয়া মামলার অন্য দুই দোষী পবন গুপ্ত এবং অক্ষয় ঠাকুর তাদের রায় সংশোধনের আর্জি জমা দিতে দেরি হওয়ার জন্য তিহার জেল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ এনেছে । মামলা করার জন্য পাতিয়ালা হাউস কোর্টে আবেদন জমা দিয়েছে তারা । পবন গুপ্ত ও অক্ষয় ঠাকুরের আইনজীবী এ পি সিং কোর্টে দাবি করেন, তাঁর মক্কেলরা সুপ্রিম কোর্টে রায় সংশোধনের আর্জি জানানোর পাশাপাশি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইতে আগ্রহী । কিন্তু তিহার জেল কর্তৃপক্ষ প্রয়োজনীয় নথি সময়মতো না দেওয়ার জন্য আবেদন করতে পারছে না । এই দাবি মিথ্যা বলে মন্তব্য করেছে তিহার জেল কর্তৃপক্ষ ।

দিল্লি, 26 জানুয়ারি : রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়েও মেলেনি । এবার সেই আর্জি খারিজকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গেল নির্ভয়া কাণ্ডে সাজা প্রাপ্ত মুকেশ সিং । শনিবার তার আইনজীবী সুপ্রিম কোর্টে বিষয়টি পর্যালোচনার জন্য আবেদন জানিয়েছেন ।

নির্ভয়া মামলায় চার দণ্ডিতের ফাঁসি পিছানো নিয়ে তাদের আইনজীবীরা যে চেষ্টা চালাবেন তা আগেই অনুমান করা যাচ্ছিল । চার দণ্ডিতের মধ্যে বিনয় শর্মা ও মুকেশ সিংয়ের রায় সংশোধনীর আর্জি আগেই খারিজ করেছে উচ্চ আদালত । মুকেশের প্রাণভিক্ষার আবেদনও রাষ্ট্রপতি খারিজ করে দিয়েছেন । ফাঁসির দিন 1 ফেব্রুয়ারি ধার্য হয়েছে । মুকেশের আইনজীবী এখন রাষ্ট্রপতির আর্জি খারিজের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানালেন ।

এর আগে নির্ভয়া মামলার অন্য দুই দোষী পবন গুপ্ত এবং অক্ষয় ঠাকুর তাদের রায় সংশোধনের আর্জি জমা দিতে দেরি হওয়ার জন্য তিহার জেল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ এনেছে । মামলা করার জন্য পাতিয়ালা হাউস কোর্টে আবেদন জমা দিয়েছে তারা । পবন গুপ্ত ও অক্ষয় ঠাকুরের আইনজীবী এ পি সিং কোর্টে দাবি করেন, তাঁর মক্কেলরা সুপ্রিম কোর্টে রায় সংশোধনের আর্জি জানানোর পাশাপাশি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইতে আগ্রহী । কিন্তু তিহার জেল কর্তৃপক্ষ প্রয়োজনীয় নথি সময়মতো না দেওয়ার জন্য আবেদন করতে পারছে না । এই দাবি মিথ্যা বলে মন্তব্য করেছে তিহার জেল কর্তৃপক্ষ ।

New Delhi, Jan 25 (ANI): Delhi Chief Minister Arvind Kejriwal reached at the Bhajanpura incident site. He said, "What has happened is very upsetting. The construction was going on illegally. We'll give orders to investigate how MCD allowed it. We'll request EC to allow us to provide Rs 10 lakh each as compensation to kin of victims." An under construction building got collapsed in Bhajanpura area of Delhi on January 25. The death toll has reached to 4 people including 3 children.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.