নির্ভয় ভারতে তৈরি একটি সাবসনিক ক্রুজ় ক্ষেপণাস্ত্র ৷ এটি এক হাজার কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে সক্ষম ৷ মাটি, সমুদ্র বা আকাশ, তিন জায়গা থেকেই ছোঁড়া যায় এই ক্ষেপণাস্ত্রটিকে ৷ নকশা এবং ক্ষেপণাস্ত্রটি তৈরি করেছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গ্যানাইজ়েশনের অধীনে থাকা এরোনটিকাল ডেভেলপমেন্ট এস্ট্যাব্লিশমেন্ট ৷
যে কোনও পরিস্থিতিতে কম দামে, বেশি রেঞ্জ যেতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র ৷ টেক অফ করার জন্য নির্ভয় একটি সলিড রকেট বুস্টারের ব্যবহার করে যা তৈরি করেছে অ্যাডভান্সড সিস্টেম্স ল্যাবরেটরি (ASL) ৷
![নির্ভয় ক্ষেপণাস্ত্রের বৈশিষ্ট্য](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/7986418_wb_nirbhay.jpg)
কোন বাহিনী নির্ভয় ব্যবহার করে ?
ভারতের সামরিক বাহিনীর তিন শাখাই অর্থাৎ ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌবাহিনী এই ক্ষেপণাস্ত্রটি ব্যবহার করে ৷ মাটি, সমুদ্র ও আকাশ তিন জায়গা থেকেই উৎক্ষেপণ করা যায় এটি ৷
নির্ভয় সম্পর্কে কিছু তথ্য
- বিভিন্ন মিশনের উপযোগী 24টি আলাদা ওয়ারহেড বহনে সক্ষম নির্ভয় ৷ পরিচালনার জন্য এটিতে একটি ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেম ব্যবহৃত হয় ৷
- এটি অনেকগুলি লক্ষ্যবস্তুর মধ্যে একটি আলাদা লক্ষ্যবস্তুকে নিযুক্ত করে আক্রমণ করতে পারে ৷
- ভারতীয় সেনাবাহিনী মোবাইল লঞ্চ ভেহিকল থেকে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে ৷
- 2023 সালের মাঝামাঝি থেকে এই অস্ত্র ভারতীয় নৌসেনার অস্ত্র ভান্ডারের তালিকায় সংযুক্ত হবে ৷
- 20টি এমন যুদ্ধবিমান তৈরি করা হবে যা এই ক্ষেপণাস্ত্র বহন করতে পারে ৷
- ভারতীয় নৌসেনার তরফে 200টি নির্ভয় তৈরির জন্য পাঁচ হাজার কোটি টাকার একটি অর্ডার দেওয়া হয়েছে ৷
নির্ভয়ের ইতিহাস
2013 সালে নির্ভয়ের প্রথম উৎক্ষেপণ হয় ৷ পরীক্ষায় আংশিকভাবে সাফল্য পাওয়া যায় ৷ ক্ষেপণাস্ত্রটি লক্ষ্য বস্তুকে ধ্বংস করার আগেই অর্ধেক পথে গিয়ে এটি নিজেই নষ্ট হয়ে যায় ৷ এরপর ফের 2014 সালে পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয় ৷ এবার সেটি সফলভাবে লক্ষ্যবস্তু পর্যন্ত পৌঁছায় ৷
2015 সালে হওয়া পরীক্ষামূলক উৎক্ষেপণে ফের নির্ভয় ধ্বংস হয়ে যায় ৷ 2016 সালের পরীক্ষাতেও ক্ষেপণাস্ত্রের ইঞ্জিন বন্ধ হয়ে যায় ৷ 2017 ও 2019 সালে পরীক্ষামূলক উৎক্ষেপণে সাফল্য পায় নির্ভয় ৷