ETV Bharat / bharat

কোরোনার দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কা, রাতে কারফিউ পঞ্জাবে - কারফিউ

রাজস্থান, হিমাচলপ্রদেশ, গুজরাত, ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশে ইতিমধ্যে রাতে কারফিউ জারি করা হয়েছে ৷ এবার সেই পথে হাঁটল পঞ্জাবও ৷

Punjab Curfew
Punjab Curfew
author img

By

Published : Nov 25, 2020, 4:46 PM IST

চণ্ডীগড়, 25 নভেম্বর : কোরোনা সংক্রমণ প্রতিরোধে রাতে কারফিউ জারির সিদ্ধান্ত পঞ্জাবের ৷ মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং আজ ঘোষণা করেন, পঞ্জাবের শহর ও শহরতলিতে রাত 10টা থেকে ভোর 5টা পর্যন্ত কারফিউ জারি থাকবে ৷ 1 ডিসেম্বর থেকে 15 ডিসেম্বর পর্যন্ত এই নিয়ম কার্যকর থাকবে ৷ একইসঙ্গে কোরোনাবিধি লঙ্ঘন করলে জরিমানাও দ্বিগুণের সিদ্ধান্ত নিয়েছে পঞ্জাব সরকার ৷ 500 টাকা থেকে বেড়ে তা হল 1000 টাকা ৷

আগের থেকে দেশে কোরোনা সংক্রমণ কিছুটা কমলেও উদ্বেগ কাটেনি ৷ দৈনিক সংক্রমণ ওঠা-নামা করছে ৷ দেশে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা আজ 92 লাখ পেরিয়েছে ৷ গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছে 44376 জন ৷ মোট সুস্থের সংখ্যা ছাড়িয়েছে 86 লাখ 42 হাজার ৷ গত 24 ঘণ্টায় কোরোনায় মৃত্যু হয়েছে 481 জনের ৷ সবমিলিয়ে মৃতের সংখ্যা হয়েছে 1 লাখ 34 হাজার 699 ৷ আর পঞ্জাবে গত 24 ঘণ্টায় 614 জন আক্রান্ত হয়েছেন ৷ মৃত্যু হয়েছে 22 জনের ৷

এই পরিস্থিতিতে কোরোনার দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কা করছে পঞ্জাব প্রশাসন ৷ দিল্লির কোরোনা পরিস্থিতিও উদ্বেগ বাড়াচ্ছে ৷ পরিস্থিতি মোকাবিলায় তাই রাতে কারফিউ জারির সিদ্ধান্ত নিল পঞ্জাব সরকার ৷ আজ উচ্চপর্যায়ের বৈঠকের পর এই সিদ্ধান্ত ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, হোটেল, রেস্তরাঁ এবং ম্যারেজ হলগুলি রাত সাড়ে 9টায় বন্ধ হয়ে যাবে ৷

কোরোনাবিধি নিয়েও আরও কঠোর সিদ্ধান্ত নিল পঞ্জাব সরকার ৷ প্রকাশ্য স্থানে মাস্ক না পরলে ও দূরত্ববিধি না মানলে 1000 টাকা জরিমানা দিতে হবে ৷

পঞ্জাব সরকারের তরফে বলা হয়, দিল্লি থেকে অনেক কোরোনা আক্রান্ত সেরাজ্যে চিকিৎসার জন্য আসছে ৷ তাই আরও বেডের প্রয়োজন ৷ বেসরকারি হাসপাতালগুলিতে যাতে কোরোনা আক্রান্তের চিকিৎসায় বেড বাড়ানো হয়, তা দেখতে মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷

15 ডিসেম্বর ফের পরিস্থিতি পর্যালোচনা নিয়ে বৈঠক হবে ৷ তারপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে পঞ্জাব সরকার জানিয়েছে ৷

চণ্ডীগড়, 25 নভেম্বর : কোরোনা সংক্রমণ প্রতিরোধে রাতে কারফিউ জারির সিদ্ধান্ত পঞ্জাবের ৷ মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং আজ ঘোষণা করেন, পঞ্জাবের শহর ও শহরতলিতে রাত 10টা থেকে ভোর 5টা পর্যন্ত কারফিউ জারি থাকবে ৷ 1 ডিসেম্বর থেকে 15 ডিসেম্বর পর্যন্ত এই নিয়ম কার্যকর থাকবে ৷ একইসঙ্গে কোরোনাবিধি লঙ্ঘন করলে জরিমানাও দ্বিগুণের সিদ্ধান্ত নিয়েছে পঞ্জাব সরকার ৷ 500 টাকা থেকে বেড়ে তা হল 1000 টাকা ৷

আগের থেকে দেশে কোরোনা সংক্রমণ কিছুটা কমলেও উদ্বেগ কাটেনি ৷ দৈনিক সংক্রমণ ওঠা-নামা করছে ৷ দেশে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা আজ 92 লাখ পেরিয়েছে ৷ গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছে 44376 জন ৷ মোট সুস্থের সংখ্যা ছাড়িয়েছে 86 লাখ 42 হাজার ৷ গত 24 ঘণ্টায় কোরোনায় মৃত্যু হয়েছে 481 জনের ৷ সবমিলিয়ে মৃতের সংখ্যা হয়েছে 1 লাখ 34 হাজার 699 ৷ আর পঞ্জাবে গত 24 ঘণ্টায় 614 জন আক্রান্ত হয়েছেন ৷ মৃত্যু হয়েছে 22 জনের ৷

এই পরিস্থিতিতে কোরোনার দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কা করছে পঞ্জাব প্রশাসন ৷ দিল্লির কোরোনা পরিস্থিতিও উদ্বেগ বাড়াচ্ছে ৷ পরিস্থিতি মোকাবিলায় তাই রাতে কারফিউ জারির সিদ্ধান্ত নিল পঞ্জাব সরকার ৷ আজ উচ্চপর্যায়ের বৈঠকের পর এই সিদ্ধান্ত ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, হোটেল, রেস্তরাঁ এবং ম্যারেজ হলগুলি রাত সাড়ে 9টায় বন্ধ হয়ে যাবে ৷

কোরোনাবিধি নিয়েও আরও কঠোর সিদ্ধান্ত নিল পঞ্জাব সরকার ৷ প্রকাশ্য স্থানে মাস্ক না পরলে ও দূরত্ববিধি না মানলে 1000 টাকা জরিমানা দিতে হবে ৷

পঞ্জাব সরকারের তরফে বলা হয়, দিল্লি থেকে অনেক কোরোনা আক্রান্ত সেরাজ্যে চিকিৎসার জন্য আসছে ৷ তাই আরও বেডের প্রয়োজন ৷ বেসরকারি হাসপাতালগুলিতে যাতে কোরোনা আক্রান্তের চিকিৎসায় বেড বাড়ানো হয়, তা দেখতে মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷

15 ডিসেম্বর ফের পরিস্থিতি পর্যালোচনা নিয়ে বৈঠক হবে ৷ তারপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে পঞ্জাব সরকার জানিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.