ETV Bharat / bharat

সরকারি চাকুরেদের কাজ করতে হবে 5 দিন ! - reduce the working week

এবার থেকে সিকিমে সরকারি চাকুরেদের কর্মদিবস কমে দাঁড়াল পাঁচদিনে । গতকাল শপথ নেওয়ার পর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী প্রেম সিং চামলিং ওরফে পি এস গোলে ।

ফাইল ফোটো
author img

By

Published : May 28, 2019, 9:01 AM IST

গ্যাংটক (সিকিম), 28 মে : সরকারি চাকুরেদের সপ্তাহে পাঁচদিন কর্মদিবসের কথা ঘোষণা করলেন সিকিমের মুখ্যমন্ত্রী । গতকাল শপথ নেওয়ার পরই প্রতিশ্রুতি পূরণ করেন মুখ্যমন্ত্রী প্রেম সিং চামলিং ওরফে পি এস গোলে । তিনি আরও ঘোষণা করেন, বিধায়ক ও মন্ত্রীরা এবার থেকে SUV নয়, চড়বেন স্করপিও ।

11 এপ্রিল সিকিমে বিধানসভা নির্বাচন হয় । 32 টি আসনের মধ্যে 17 টি আসন দখল করে SKM(সিকিম ক্রান্তিকারি মোর্চা) । 15 টি আসন দখল করে SDF(সিকিম ডেমোক্র্যাটিক ফ্রন্ট) । সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করার ডাক পায় প্রেম সিং চামলিং-র SKM । গতকালই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি ।

পূর্ববর্তী মুখ্যমন্ত্রী পি কে চামলিংয়ের বিরুদ্ধে জনগণের অর্থের অপচয় করার অভিযোগ তুলেছিল তৎকালীন বিরোধী দল SKM । নির্বাচনী প্রচারে তারা খরচ কমানোর প্রতিশ্রুতি দিয়েছিল । ক্ষমতায় এসেই তা পূরণ করল তারা ।

গতকাল তাসলিং-এ রাজ্য সচিবালয়ের অফিসে শপথ নেন মুখ্যমন্ত্রী প্রেম সিং চামলিং । শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন তিনি । বলেন, "নির্বাচনের আগে দেওয়া একটি প্রতিশ্রুতি আমরা পূরণ করছি । একদিন কমিয়ে সরকারি চাকুরেদের সপ্তাহে পাঁচদিন কর্মদিবস করা হল । একটা সময় ছিল যখন SUV ব্যবহার করা ছাড়া আমাদের কোনও উপায় ছিল না । কিন্তু, এখন থেকে আমরা স্করপিও ব্যবহার করব ।" সরকারি খরচ কমাতেই এই উদ্যোগ বলে জানান তিনি।

গ্যাংটক (সিকিম), 28 মে : সরকারি চাকুরেদের সপ্তাহে পাঁচদিন কর্মদিবসের কথা ঘোষণা করলেন সিকিমের মুখ্যমন্ত্রী । গতকাল শপথ নেওয়ার পরই প্রতিশ্রুতি পূরণ করেন মুখ্যমন্ত্রী প্রেম সিং চামলিং ওরফে পি এস গোলে । তিনি আরও ঘোষণা করেন, বিধায়ক ও মন্ত্রীরা এবার থেকে SUV নয়, চড়বেন স্করপিও ।

11 এপ্রিল সিকিমে বিধানসভা নির্বাচন হয় । 32 টি আসনের মধ্যে 17 টি আসন দখল করে SKM(সিকিম ক্রান্তিকারি মোর্চা) । 15 টি আসন দখল করে SDF(সিকিম ডেমোক্র্যাটিক ফ্রন্ট) । সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করার ডাক পায় প্রেম সিং চামলিং-র SKM । গতকালই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি ।

পূর্ববর্তী মুখ্যমন্ত্রী পি কে চামলিংয়ের বিরুদ্ধে জনগণের অর্থের অপচয় করার অভিযোগ তুলেছিল তৎকালীন বিরোধী দল SKM । নির্বাচনী প্রচারে তারা খরচ কমানোর প্রতিশ্রুতি দিয়েছিল । ক্ষমতায় এসেই তা পূরণ করল তারা ।

গতকাল তাসলিং-এ রাজ্য সচিবালয়ের অফিসে শপথ নেন মুখ্যমন্ত্রী প্রেম সিং চামলিং । শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন তিনি । বলেন, "নির্বাচনের আগে দেওয়া একটি প্রতিশ্রুতি আমরা পূরণ করছি । একদিন কমিয়ে সরকারি চাকুরেদের সপ্তাহে পাঁচদিন কর্মদিবস করা হল । একটা সময় ছিল যখন SUV ব্যবহার করা ছাড়া আমাদের কোনও উপায় ছিল না । কিন্তু, এখন থেকে আমরা স্করপিও ব্যবহার করব ।" সরকারি খরচ কমাতেই এই উদ্যোগ বলে জানান তিনি।

Shahjahanpur (UP), May 28 (ANI): A shocking incident has come to the fore in UP's Shahjahanpur, where a woman was forced to carry the body of her child home as no ambulance was provided to them. Speaking to ANI, the deceased's father said his child was taken to a hospital yesterday after he was diagnosed with high fever. "The doctors told us to take him elsewhere for treatment. We asked them for a vehicle but they refused. There were three ambulances parked in the premises." he claimed. As the parents of the deceased had no money, they began walking carrying their child. The doctors, however, denied the claims made by the couple. Speaking to ANI, the Emergency Medical Officer Anurag Parashar said, "A child named Afroz came to the hospital at 8:10 pm. His condition was not well, so we directed the parents to take him to Lucknow for special treatment. They scoffed saying they will take him wherever they wish and left with the kid".
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.