গ্যাংটক (সিকিম), 28 মে : সরকারি চাকুরেদের সপ্তাহে পাঁচদিন কর্মদিবসের কথা ঘোষণা করলেন সিকিমের মুখ্যমন্ত্রী । গতকাল শপথ নেওয়ার পরই প্রতিশ্রুতি পূরণ করেন মুখ্যমন্ত্রী প্রেম সিং চামলিং ওরফে পি এস গোলে । তিনি আরও ঘোষণা করেন, বিধায়ক ও মন্ত্রীরা এবার থেকে SUV নয়, চড়বেন স্করপিও ।
11 এপ্রিল সিকিমে বিধানসভা নির্বাচন হয় । 32 টি আসনের মধ্যে 17 টি আসন দখল করে SKM(সিকিম ক্রান্তিকারি মোর্চা) । 15 টি আসন দখল করে SDF(সিকিম ডেমোক্র্যাটিক ফ্রন্ট) । সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করার ডাক পায় প্রেম সিং চামলিং-র SKM । গতকালই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি ।
পূর্ববর্তী মুখ্যমন্ত্রী পি কে চামলিংয়ের বিরুদ্ধে জনগণের অর্থের অপচয় করার অভিযোগ তুলেছিল তৎকালীন বিরোধী দল SKM । নির্বাচনী প্রচারে তারা খরচ কমানোর প্রতিশ্রুতি দিয়েছিল । ক্ষমতায় এসেই তা পূরণ করল তারা ।
গতকাল তাসলিং-এ রাজ্য সচিবালয়ের অফিসে শপথ নেন মুখ্যমন্ত্রী প্রেম সিং চামলিং । শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন তিনি । বলেন, "নির্বাচনের আগে দেওয়া একটি প্রতিশ্রুতি আমরা পূরণ করছি । একদিন কমিয়ে সরকারি চাকুরেদের সপ্তাহে পাঁচদিন কর্মদিবস করা হল । একটা সময় ছিল যখন SUV ব্যবহার করা ছাড়া আমাদের কোনও উপায় ছিল না । কিন্তু, এখন থেকে আমরা স্করপিও ব্যবহার করব ।" সরকারি খরচ কমাতেই এই উদ্যোগ বলে জানান তিনি।