ETV Bharat / bharat

স্যুট-বুট-লুট সরকার কি গরিবদের দুঃখ বুঝবে ? টুইট রাহুলের

রাহুল গান্ধি বলেন , MGNREGA ও NYAY স্কিমগুলির বাস্তবায়ন করা প্রয়োজন ৷ দেশের দারিদ্র ও বেকারত্ব দূরীকরণে এই ক্লিমগুলি আনা প্রয়োজন ৷

Necessary to implement MGNREGA, NYAY
রাহুল গান্ধি
author img

By

Published : Aug 11, 2020, 12:56 PM IST

Updated : Aug 11, 2020, 1:03 PM IST

দিল্লি, 11 অগাস্ট : দেশের অর্থনীতিকে পুনঃপ্রতিষ্ঠিত করতে কয়েকটি স্কিম প্রয়োগ করা প্রয়োজন ৷ আজ কংগ্রেস নেতা রাহুল গান্ধি বলেন , MGNREGA ও NYAY প্রকল্পগুলির বাস্তবায়ন করা প্রয়োজন ৷ দেশের দারিদ্র ও বেকারত্ব দূরীকরণে এই প্রকল্পগুলি আনা প্রয়োজন ৷ MGNREGA হল মহাত্মা গান্ধি ন্যাশানাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট ৷ NYAY হল কংগ্রেসের প্রস্তাবিত ন্যূনতম আয় যোজনা ৷

কোরোনা প্যানডেমিক চলায় ক্রমবর্ধমান কাজের চাহিদা ও সুযোগকে বাড়াতে কেন্দ্রকে MGNREGA প্রকল্পটিকে প্রয়োগের অনুরোধ জানিয়েছে কংগ্রেস ৷ আজ রাহুল টুইট করে লেখেন, " এই দুটি প্রকল্প প্রয়োগ করলে দেশের অর্থনীতির জন্য তা লাভজনক হবে ৷ MGNREGA প্রকল্পটি শহরাঞ্চলে যাদের চাকরি নেই , বেকার ৷ তাদের ক্ষেত্রে সুবিধা হবে ৷ এছাড়াও NYAY প্রকল্পটি চালু করলে দেশের গরিব মানুষদের উপকার হবে ৷ " তিনি আরও লেখেন, " স্যুট-বুট-লুট সরকার কি গরিবদের দুঃখ বুঝতে পারবে ? " টুইটের সঙ্গে একটি MGNREGA প্রকল্পের চাহিদার গ্রাফও আপলোড করেছেন তিনি ৷

  • शहर में बेरोज़गारी की मार से पीड़ितों के लिए MGNREGA जैसी योजना और देशभर के ग़रीब वर्ग के लिए NYAY लागू करना आवश्यक हैं। ये अर्थव्यवस्था के लिए भी बहुत फ़ायदेमंद होगा।

    क्या सूट-बूट-लूट की सरकार ग़रीबों का दर्द समझ पाएगी? pic.twitter.com/jR6mqI96S7

    — Rahul Gandhi (@RahulGandhi) August 11, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কোরোনা প্যানডেমিকের জন্য দেশজুড়ে চলছে লকডাউন ৷ কংগ্রেস দেশের গরিবদের সাহায্যার্থে কেন্দ্র সরকারকে প্রতিটি জন ধন, পেনশন ও PM - কিষান অ্যাকাউন্টে 7,500 টাকা করে দেওয়ার জন্য দাবি জানিয়েছে ৷ এর আগে, 2019 ভোটের সময় কংগ্রেস বলেছিল, লোকসভা ভোটে জিতলে NYAY স্কিমটির বাস্তবায়ন করা হবে ৷

দিল্লি, 11 অগাস্ট : দেশের অর্থনীতিকে পুনঃপ্রতিষ্ঠিত করতে কয়েকটি স্কিম প্রয়োগ করা প্রয়োজন ৷ আজ কংগ্রেস নেতা রাহুল গান্ধি বলেন , MGNREGA ও NYAY প্রকল্পগুলির বাস্তবায়ন করা প্রয়োজন ৷ দেশের দারিদ্র ও বেকারত্ব দূরীকরণে এই প্রকল্পগুলি আনা প্রয়োজন ৷ MGNREGA হল মহাত্মা গান্ধি ন্যাশানাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট ৷ NYAY হল কংগ্রেসের প্রস্তাবিত ন্যূনতম আয় যোজনা ৷

কোরোনা প্যানডেমিক চলায় ক্রমবর্ধমান কাজের চাহিদা ও সুযোগকে বাড়াতে কেন্দ্রকে MGNREGA প্রকল্পটিকে প্রয়োগের অনুরোধ জানিয়েছে কংগ্রেস ৷ আজ রাহুল টুইট করে লেখেন, " এই দুটি প্রকল্প প্রয়োগ করলে দেশের অর্থনীতির জন্য তা লাভজনক হবে ৷ MGNREGA প্রকল্পটি শহরাঞ্চলে যাদের চাকরি নেই , বেকার ৷ তাদের ক্ষেত্রে সুবিধা হবে ৷ এছাড়াও NYAY প্রকল্পটি চালু করলে দেশের গরিব মানুষদের উপকার হবে ৷ " তিনি আরও লেখেন, " স্যুট-বুট-লুট সরকার কি গরিবদের দুঃখ বুঝতে পারবে ? " টুইটের সঙ্গে একটি MGNREGA প্রকল্পের চাহিদার গ্রাফও আপলোড করেছেন তিনি ৷

  • शहर में बेरोज़गारी की मार से पीड़ितों के लिए MGNREGA जैसी योजना और देशभर के ग़रीब वर्ग के लिए NYAY लागू करना आवश्यक हैं। ये अर्थव्यवस्था के लिए भी बहुत फ़ायदेमंद होगा।

    क्या सूट-बूट-लूट की सरकार ग़रीबों का दर्द समझ पाएगी? pic.twitter.com/jR6mqI96S7

    — Rahul Gandhi (@RahulGandhi) August 11, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কোরোনা প্যানডেমিকের জন্য দেশজুড়ে চলছে লকডাউন ৷ কংগ্রেস দেশের গরিবদের সাহায্যার্থে কেন্দ্র সরকারকে প্রতিটি জন ধন, পেনশন ও PM - কিষান অ্যাকাউন্টে 7,500 টাকা করে দেওয়ার জন্য দাবি জানিয়েছে ৷ এর আগে, 2019 ভোটের সময় কংগ্রেস বলেছিল, লোকসভা ভোটে জিতলে NYAY স্কিমটির বাস্তবায়ন করা হবে ৷

Last Updated : Aug 11, 2020, 1:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.