ETV Bharat / bharat

দলের ক্যাডারদের হাতেই খুন ছত্তিশগড়ের মাওবাদী নেতা, দাবি পুলিশের

সম্প্রতি গঙ্গালুর এলাকায় হত্যার পিছনেও হাত ছিল ভিজ্জার । তার মাথার দাম আট লাখ ঘোষণা করা হয়েছিল । দলের ক্যাডারদের হাতেই খুন হয়েছে সে ।

bijapur
খুন ছত্তিশগড়ের মাওবাদী নেতা
author img

By

Published : Oct 3, 2020, 1:38 PM IST

বিজাপুর (ছত্তিশগড়), 3 অক্টোবর : দলের ক্যাডারদের হাতেই খুন হয়েছে মাওবাদী নেতা মোডিয়াম ভিজ্জা । দাবি করছে ছত্তিশগড় পুলিশ । মোডিয়াম ভিজ্জা বিজাপুরে একাধিক হত্যাকাণ্ডে জড়িত ছিল বলে জানিয়েছে পুলিশ ।

পুলিশ আরও জানিয়েছে, সম্প্রতি গঙ্গালুর এলাকায় হত্যার পিছনেও হাত ছিল ভিজ্জার । তার মাথার দাম আট লাখ ঘোষণা করা হয়েছিল ।

ছত্তিশগড়ের বস্তার রেঞ্জের পুলিশের IG পি সুন্দরাজ বলেন, "ডিভিশনাল কমিটির সদস্য ছিল ভিজ্জা । গঙ্গালুর এলাকার কমিটির সদস্যদের হাতেই খুন হয়েছে সে । বিজাপুর জেলায় একাধিক নাশকতার সঙ্গে সে যুক্ত ছিল ।"

নির্দোষ আদিবাসীদের প্রতি হিংসার বিরুদ্ধে দলের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছিল । পশ্চিম বস্তারে একাধিক ব্যক্তিকে খুন করেছিল ভিজ্জা । দক্ষিণ বস্তারেও একইভাবে হিংসা বাড়ছে বলে জানায় পুলিশ । সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ।

বিজাপুর (ছত্তিশগড়), 3 অক্টোবর : দলের ক্যাডারদের হাতেই খুন হয়েছে মাওবাদী নেতা মোডিয়াম ভিজ্জা । দাবি করছে ছত্তিশগড় পুলিশ । মোডিয়াম ভিজ্জা বিজাপুরে একাধিক হত্যাকাণ্ডে জড়িত ছিল বলে জানিয়েছে পুলিশ ।

পুলিশ আরও জানিয়েছে, সম্প্রতি গঙ্গালুর এলাকায় হত্যার পিছনেও হাত ছিল ভিজ্জার । তার মাথার দাম আট লাখ ঘোষণা করা হয়েছিল ।

ছত্তিশগড়ের বস্তার রেঞ্জের পুলিশের IG পি সুন্দরাজ বলেন, "ডিভিশনাল কমিটির সদস্য ছিল ভিজ্জা । গঙ্গালুর এলাকার কমিটির সদস্যদের হাতেই খুন হয়েছে সে । বিজাপুর জেলায় একাধিক নাশকতার সঙ্গে সে যুক্ত ছিল ।"

নির্দোষ আদিবাসীদের প্রতি হিংসার বিরুদ্ধে দলের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছিল । পশ্চিম বস্তারে একাধিক ব্যক্তিকে খুন করেছিল ভিজ্জা । দক্ষিণ বস্তারেও একইভাবে হিংসা বাড়ছে বলে জানায় পুলিশ । সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.