ETV Bharat / bharat

সুকমায় খতম মাওবাদী, মাথার দাম ছিল 5 লাখ টাকা

বস্তার রেঞ্জের IG পি সুন্দররাজ জানিয়েছেন, গতকাল সন্ধে থেকে পুষ্পল থানার অন্তর্গত চিতলনার-মুন্ডওয়ালের জঙ্গলে পুলিশের সঙ্গে গুলির লড়াই শুরু হয় নাগেশের ৷ শেষ পর্যন্ত মৃত্যু হয় ওই মাওবাদীর ৷

naxal killed in sukma encounter
মাওবাদী নিহত
author img

By

Published : Apr 18, 2020, 8:18 PM IST

সুকমা, 18 এপ্রিল : পুলিশের গুলিতে নিকেশ এক মাওবাদী ৷ ছত্তিশগড়ের সুকমা জেলায় আজ পুলিশের সঙ্গে তার গুলির লড়াই হয় ৷ ওই মাওবাদীর মাথার দাম পাঁচ লাখ টাকা রাখা ছিল বলে পুলিশ সূত্রে খবর ৷

বস্তার রেঞ্জের IG পি সুন্দররাজ জানিয়েছেন, গতকাল সন্ধে থেকে পুষ্পল থানার অন্তর্গত চিতলনার-মুন্ডওয়ালের জঙ্গলে পুলিশের সঙ্গে গুলির লড়াই শুরু হয় নাগেশের ৷ শেষ পর্যন্ত মৃত্যু হয় ওই মাওবাদীর ৷ তার কাছ থেকে আগ্নেয়াস্ত্রসহ বোমা ও অন্য সামগ্রী উদ্ধার করেছে নিরাপত্তারক্ষীরা ৷

নাগেশ নামে ওই মাওবাদী গত ছ’বছর ধরে কালীমেলা নামে অন্ধ্রপ্রদেশ-ওড়িশা সীমান্তের একটি সংগঠনের সঙ্গে যুক্ত ছিল ৷ ছত্তিশগড়ের ভেজি থানার অধীন বানাদরপদার এলাকার বাসিন্দা ছিল সে ৷ ছত্তিশগড় প্রশাসনের তরফে তার মাথার দাম পাঁচ লাখ ও ওড়িশা সরকারের পক্ষ থেকে চার লাখ টাকা ধার্য করা হয়েছিল ৷

সুকমা, 18 এপ্রিল : পুলিশের গুলিতে নিকেশ এক মাওবাদী ৷ ছত্তিশগড়ের সুকমা জেলায় আজ পুলিশের সঙ্গে তার গুলির লড়াই হয় ৷ ওই মাওবাদীর মাথার দাম পাঁচ লাখ টাকা রাখা ছিল বলে পুলিশ সূত্রে খবর ৷

বস্তার রেঞ্জের IG পি সুন্দররাজ জানিয়েছেন, গতকাল সন্ধে থেকে পুষ্পল থানার অন্তর্গত চিতলনার-মুন্ডওয়ালের জঙ্গলে পুলিশের সঙ্গে গুলির লড়াই শুরু হয় নাগেশের ৷ শেষ পর্যন্ত মৃত্যু হয় ওই মাওবাদীর ৷ তার কাছ থেকে আগ্নেয়াস্ত্রসহ বোমা ও অন্য সামগ্রী উদ্ধার করেছে নিরাপত্তারক্ষীরা ৷

নাগেশ নামে ওই মাওবাদী গত ছ’বছর ধরে কালীমেলা নামে অন্ধ্রপ্রদেশ-ওড়িশা সীমান্তের একটি সংগঠনের সঙ্গে যুক্ত ছিল ৷ ছত্তিশগড়ের ভেজি থানার অধীন বানাদরপদার এলাকার বাসিন্দা ছিল সে ৷ ছত্তিশগড় প্রশাসনের তরফে তার মাথার দাম পাঁচ লাখ ও ওড়িশা সরকারের পক্ষ থেকে চার লাখ টাকা ধার্য করা হয়েছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.