ETV Bharat / bharat

পঞ্জাব মন্ত্রিসভা থেকে ইস্তফা সিধুর, রাহুলকে পদত্যাগপত্র টুইট - panjab cabinet

আজ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধিকে নিজের পদত্যাগপত্র টুইট করেন সিধু । কংগ্রেস সূত্রে খবর, 10 জুন রাহুলের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন সিধু ।

নভজ্যোত সিং সিধু -ফাইল ছবি
author img

By

Published : Jul 14, 2019, 12:55 PM IST

Updated : Jul 14, 2019, 1:45 PM IST

পঞ্জাব, 14 জুলাই: জল্পনা চলছিল কয়েকদিন ধরেই । অবশেষে নিজের পদত্যাগপত্র প্রকাশ্যে আনলেন নভজ্যোত সিং সিধু । আজ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধিকে নিজের পদত্যাগপত্র টুইট করেন সিধু । কংগ্রেস সূত্রে খবর, 10 জুন রাহুলের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন সিধু ।

BJP থেকে কংগ্রেসে যাওয়ার পর পঞ্জাবে ভোটে দাঁড়িয়েছিলেন এই প্রাক্তন জাতীয় ক্রিকেটার । জিতেওছিলেন । তাঁকে পঞ্জাবের পর্যটন দপ্তরের মন্ত্রী করেছিল দল। কিন্তু প্রথম থেকেই পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের সঙ্গে বিভিন্ন ইশুতে বনিবনা হচ্ছিল না সিধুর । তাই মন্ত্রিসভা থেকে তিনি পদত্যাগ করতে পারেন বলে জল্পনা ছড়িয়েছিল ।

সেই জল্পনারই অবসান হল আজ । সিধুর টুইট থেকে স্পষ্ট 10 জুন রাহুলের কাছে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার বিষয়টি জানিয়ে চিঠি দিয়েছিলেন তিনি । আজ টুইট করে সেই চিঠি প্রকাশ্যে আনলেন সিধু নিজেই । পরে তিনি টুইট করে জানান, পদত্যাগের একটি কপি মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের কাছেও পাঠাবেন ।

পঞ্জাব, 14 জুলাই: জল্পনা চলছিল কয়েকদিন ধরেই । অবশেষে নিজের পদত্যাগপত্র প্রকাশ্যে আনলেন নভজ্যোত সিং সিধু । আজ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধিকে নিজের পদত্যাগপত্র টুইট করেন সিধু । কংগ্রেস সূত্রে খবর, 10 জুন রাহুলের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন সিধু ।

BJP থেকে কংগ্রেসে যাওয়ার পর পঞ্জাবে ভোটে দাঁড়িয়েছিলেন এই প্রাক্তন জাতীয় ক্রিকেটার । জিতেওছিলেন । তাঁকে পঞ্জাবের পর্যটন দপ্তরের মন্ত্রী করেছিল দল। কিন্তু প্রথম থেকেই পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের সঙ্গে বিভিন্ন ইশুতে বনিবনা হচ্ছিল না সিধুর । তাই মন্ত্রিসভা থেকে তিনি পদত্যাগ করতে পারেন বলে জল্পনা ছড়িয়েছিল ।

সেই জল্পনারই অবসান হল আজ । সিধুর টুইট থেকে স্পষ্ট 10 জুন রাহুলের কাছে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার বিষয়টি জানিয়ে চিঠি দিয়েছিলেন তিনি । আজ টুইট করে সেই চিঠি প্রকাশ্যে আনলেন সিধু নিজেই । পরে তিনি টুইট করে জানান, পদত্যাগের একটি কপি মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের কাছেও পাঠাবেন ।

Mumbai, Jul 07 (ANI): Union Minister of Youth Affairs and Sports Kiren Rijiju met with athletes at Sports Authority of India (SAI) today. He interacted with athletes regarding the problems that they face. They also discussed the requirements for athletes for participating in International games.
Last Updated : Jul 14, 2019, 1:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.