দিল্লি, 13 জানুয়ারি : এয়ারক্রাফ্ট ক্যারিয়ার INS বিক্রমাদিত্য থেকে গতকাল সফলভাবে উড়ান নিল ভারতীয় নৌসেনার লাইট কমব্যাট এয়ারক্রাফ্ট (LCA)তেজস । এর আগে শনিবার INS বিক্রমাদিত্যে প্রথম সফল অবতরণ করে এই যুদ্ধবিমান ।
DRDO সূত্রে খবর, ভারতীয় নৌসেনার এই যুদ্ধবিমানটি দেশীয় প্রযুক্তিতে তৈরি । শনিবার সকাল 10.02 মিনিটে LCA সফল অবতরণ করে । আর গতকাল INS বিক্রমাদিত্য থেকে সফল উড়ান নেয় এই যুদ্ধবিমান । রণতরী থেকে পরিচালনা করা যায় এমন যুদ্ধবিমান ডিজ়াইন করার ক্ষমতা বিশ্বের কয়েকটি দেশেরই ছিল । INS বিক্রমাদিত্য থেকে তেজসের সফল অবতরণ ও উড়ানের পর সেইসমস্ত দেশের সঙ্গে ভারতের নামও যুক্ত হল ।
-
The Naval Light Combat Aircraft made its first successful landing on the aircraft carrier INS Vikramaditya. The Defence Research and Development Organisation (DRDO)-developed fighter aircraft is expected to attempt its maiden take off from the carrier soon. https://t.co/6n4ntkQXul pic.twitter.com/M1YMfMd6pk
— ANI (@ANI) 11 January 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The Naval Light Combat Aircraft made its first successful landing on the aircraft carrier INS Vikramaditya. The Defence Research and Development Organisation (DRDO)-developed fighter aircraft is expected to attempt its maiden take off from the carrier soon. https://t.co/6n4ntkQXul pic.twitter.com/M1YMfMd6pk
— ANI (@ANI) 11 January 2020The Naval Light Combat Aircraft made its first successful landing on the aircraft carrier INS Vikramaditya. The Defence Research and Development Organisation (DRDO)-developed fighter aircraft is expected to attempt its maiden take off from the carrier soon. https://t.co/6n4ntkQXul pic.twitter.com/M1YMfMd6pk
— ANI (@ANI) 11 January 2020
-
#WATCH: Landing by the Naval Light Combat Aircraft on-board the aircraft carrier INS Vikramaditya today in the Arabian Sea. pic.twitter.com/RMWtoB7klL
— ANI (@ANI) 11 January 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#WATCH: Landing by the Naval Light Combat Aircraft on-board the aircraft carrier INS Vikramaditya today in the Arabian Sea. pic.twitter.com/RMWtoB7klL
— ANI (@ANI) 11 January 2020#WATCH: Landing by the Naval Light Combat Aircraft on-board the aircraft carrier INS Vikramaditya today in the Arabian Sea. pic.twitter.com/RMWtoB7klL
— ANI (@ANI) 11 January 2020
গত সেপ্টেম্বরে গোয়ার টেস্ট ফেসিলিটি সেন্টারে সফল অবতরণ করেছিল নৌসেনার এই যুদ্ধবিমান । ইতিমধ্যে তেজসের সফল অবতরণের জন্য ভারতীয় নৌবাহিনীর প্রশংসা করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং । আর গতকাল INS বিক্রমাদিত্যে LCA তেজসের সফল উড়ানের পর ভারতীয় নৌবাহিনীর শক্তি নিশ্চিতভাবে বৃদ্ধি হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ।