ETV Bharat / bharat

কোরোনা সতর্কতা : শাহিনবাগ জমায়েত নিয়ে অভিযোগ জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনে

author img

By

Published : Mar 18, 2020, 5:10 PM IST

কোরোনা সংক্রমণের সতর্কতায় জমায়েত না করতে বা জমায়েত এড়িয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্যমন্ত্রক । বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা মেনেই এই সতর্কতা জারি । জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের কাছে গতকাল একটি অভিযোগ জমা পড়ে । আজ তাদের তরফে সেকথা জানানে হয় । সেখানে কোরোনা সংক্রমণের সতর্কতার কথা উল্লেখ করা হয়েছে শাহিনবাগের জমায়েতের কথা । শিশু এবং সদ্যজাতরাও সেই অবস্থান বিক্ষোভে অংশগ্রহণ করেছে । এই জমায়েত তাদের স্বাস্থ্যে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ।

shaheen bagh
shaheen bagh

দিল্লি, 18 মার্চ : শাহিনবাগ জমায়েত নিয়ে অভিযোগ জমা পড়ল জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনে । শাহিনবাগে শিশু এবং সদ্যোজাতরাও অবস্থানে শামিল , যা তাদের স্বাস্থ্যে প্রভাব ফেলতে পারে । কোরোনা ভাইরাসের সংক্রমণ রুখতেই এই সতর্কতার কথা ভাবা হচ্ছে ।

কোরোনা সংক্রমণের সতর্কতায় জমায়েত না করতে বা জমায়েত এড়িয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্যমন্ত্রক । বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা মেনেই এই সতর্কতা জারি । গত বছর ডিসেম্বর থেকে নাগরিকত্ব সংশোধনী আইন এবং জাতীয় নাগরিকপঞ্জির বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থানে রয়েছেন প্রতিবাদকারীরা । কিন্তু সমসাময়িক পরিস্থিতির কথা মাথায় রেখে কোরোনা সংক্রমণ রোখার জন্যই অন্যান্য নির্দেশিকার পাশাপাশি জমায়েত না করার নির্দেশও রয়েছে স্বাস্থ্যমন্ত্রকের তরফে । সেই অনুযায়ীই একাধিক পদক্ষেপ করেছে কেন্দ্র । জমায়েত না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । ভিড় কমতে শুরু করেছে শাহিনবাগেও । যেখানে প্রতিবাদকারীদের মধ্যে অধিকাংশই মহিলা ।

জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের কাছে গতকাল একটি অভিযোগ জমা পড়ে । আজ তাদের তরফে সেকথা জানানে হয় । সেখানে কোরোনা সংক্রমণের সতর্কতার কথা উল্লেখ করা হয়েছে শাহিনবাগের জমায়েতের কথা । শিশু এবং সদ্যজাতরাও সেই অবস্থান বিক্ষোভে অংশগ্রহণ করেছে । এই জমায়েত তাদের স্বাস্থ্যে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ।

দিল্লি, 18 মার্চ : শাহিনবাগ জমায়েত নিয়ে অভিযোগ জমা পড়ল জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনে । শাহিনবাগে শিশু এবং সদ্যোজাতরাও অবস্থানে শামিল , যা তাদের স্বাস্থ্যে প্রভাব ফেলতে পারে । কোরোনা ভাইরাসের সংক্রমণ রুখতেই এই সতর্কতার কথা ভাবা হচ্ছে ।

কোরোনা সংক্রমণের সতর্কতায় জমায়েত না করতে বা জমায়েত এড়িয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্যমন্ত্রক । বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা মেনেই এই সতর্কতা জারি । গত বছর ডিসেম্বর থেকে নাগরিকত্ব সংশোধনী আইন এবং জাতীয় নাগরিকপঞ্জির বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থানে রয়েছেন প্রতিবাদকারীরা । কিন্তু সমসাময়িক পরিস্থিতির কথা মাথায় রেখে কোরোনা সংক্রমণ রোখার জন্যই অন্যান্য নির্দেশিকার পাশাপাশি জমায়েত না করার নির্দেশও রয়েছে স্বাস্থ্যমন্ত্রকের তরফে । সেই অনুযায়ীই একাধিক পদক্ষেপ করেছে কেন্দ্র । জমায়েত না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । ভিড় কমতে শুরু করেছে শাহিনবাগেও । যেখানে প্রতিবাদকারীদের মধ্যে অধিকাংশই মহিলা ।

জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের কাছে গতকাল একটি অভিযোগ জমা পড়ে । আজ তাদের তরফে সেকথা জানানে হয় । সেখানে কোরোনা সংক্রমণের সতর্কতার কথা উল্লেখ করা হয়েছে শাহিনবাগের জমায়েতের কথা । শিশু এবং সদ্যজাতরাও সেই অবস্থান বিক্ষোভে অংশগ্রহণ করেছে । এই জমায়েত তাদের স্বাস্থ্যে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.