ETV Bharat / bharat

গ্রামীণ ভারতের জীবিকার সুযোগ বাড়াতে আসছে নতুন প্রকল্প, উদ্বোধনে প্রধানমন্ত্রী - নরেন্দ্র মোদি

ভারত সরকার গ্রামীণ মানুষের কাজের সুবিধার জন্য গরিব কল্যাণ রোজগার অভিযান শুরু করার সিদ্ধান্ত নিয়েছে ৷

নরেন্দ্র মোদি
নরেন্দ্র মোদি
author img

By

Published : Jun 18, 2020, 3:54 PM IST

দিল্লি, 18 জুন : 20 জুন "গরিব কল্যাণ রোজগার অভিযান" শুরু করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ গ্রামীণ ভারতে জীবিকার সুযোগ বৃদ্ধিতে এই যোজনা কাজ করবে ৷ প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে বলা হয়েছে, "ভারত সরকার গ্রামীণ মানুষের কাজের সুবিধার জন্য গরিব কল্যাণ রোজগার অভিযান শুরু করার সিদ্ধান্ত নিয়েছে ৷ এই যোজনা গ্রামীণ মানুষের, রাজ্যে ফেরা পরিযায়ী শ্রমিকদের জীবিকা নির্বাহের সুযোগ দেবে ৷" প্রধানমন্ত্রী দপ্তরের তরফে বলা হয়েছে, এই যোজনায় 50 হাজার কোটি টাকার মাধ্যমে দেশের গ্রামীণ অঞ্চলগুলিতে 25 ধরনের কর্মসংস্থান ও পরিকাঠামো তৈরির লক্ষ্যে কাজ করা হবে ৷

এই প্রচারের অন্তর্গত 116টি জেলার মধ্যে বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, ঝাড়খণ্ড ও ওড়িশার 27টি জেলায় ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের সংখ্যা বেশি ৷ মোট ফিরে আসা পরিযায়ী শ্রমিকের তিন ভাগের দুই ভাগ এই জেলাগুলিতে রয়েছে ৷

এই অভিযানটির দায়িত্বে 12টি মন্ত্রক/দপ্তর রয়েছে ৷ সেগুলি হল- গ্রামীণ উন্নয়ন, পঞ্চায়েতি রাজ, সড়ক পরিবহন ও জাতীয় সড়ক, খনিজ, পানীয় জল ও স্বাস্থ্য ব্যবস্থা, পরিবেশ, রেল, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস, নতুন ও পুনর্ব্যবহারযোগ্য শক্তি, সীমান্তবর্তী রাস্তা এবং টেলিকম ও কৃষি ৷ প্রসঙ্গত 6 মে কেন্দ্রের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছিল, দেশের 39 কোটি মানুষ 34,800 কোটি টাকার আওতায় প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার মাধ্যমে উপকৃত হয়েছে ৷

দিল্লি, 18 জুন : 20 জুন "গরিব কল্যাণ রোজগার অভিযান" শুরু করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ গ্রামীণ ভারতে জীবিকার সুযোগ বৃদ্ধিতে এই যোজনা কাজ করবে ৷ প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে বলা হয়েছে, "ভারত সরকার গ্রামীণ মানুষের কাজের সুবিধার জন্য গরিব কল্যাণ রোজগার অভিযান শুরু করার সিদ্ধান্ত নিয়েছে ৷ এই যোজনা গ্রামীণ মানুষের, রাজ্যে ফেরা পরিযায়ী শ্রমিকদের জীবিকা নির্বাহের সুযোগ দেবে ৷" প্রধানমন্ত্রী দপ্তরের তরফে বলা হয়েছে, এই যোজনায় 50 হাজার কোটি টাকার মাধ্যমে দেশের গ্রামীণ অঞ্চলগুলিতে 25 ধরনের কর্মসংস্থান ও পরিকাঠামো তৈরির লক্ষ্যে কাজ করা হবে ৷

এই প্রচারের অন্তর্গত 116টি জেলার মধ্যে বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, ঝাড়খণ্ড ও ওড়িশার 27টি জেলায় ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের সংখ্যা বেশি ৷ মোট ফিরে আসা পরিযায়ী শ্রমিকের তিন ভাগের দুই ভাগ এই জেলাগুলিতে রয়েছে ৷

এই অভিযানটির দায়িত্বে 12টি মন্ত্রক/দপ্তর রয়েছে ৷ সেগুলি হল- গ্রামীণ উন্নয়ন, পঞ্চায়েতি রাজ, সড়ক পরিবহন ও জাতীয় সড়ক, খনিজ, পানীয় জল ও স্বাস্থ্য ব্যবস্থা, পরিবেশ, রেল, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস, নতুন ও পুনর্ব্যবহারযোগ্য শক্তি, সীমান্তবর্তী রাস্তা এবং টেলিকম ও কৃষি ৷ প্রসঙ্গত 6 মে কেন্দ্রের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছিল, দেশের 39 কোটি মানুষ 34,800 কোটি টাকার আওতায় প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার মাধ্যমে উপকৃত হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.