দিল্লি, 20 মার্চ: নির্ভয়াকাণ্ডে দোষীদের ফাঁসির পর টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ লিখলেন ‘‘এটা বিচার ব্যবস্থার জয় ৷’’ পাশাপাশি মহিলাদের ক্ষমতায়নেও জোর দেওয়ার বার্তা দেন তিনি ৷
প্রধানমন্ত্রীর টুইট, ‘‘সুবিচার হয়েছে ৷ নারীর মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করা সর্বাধিক গুরুত্বপূর্ণ । আমাদের নারীশক্তি প্রতিটি ক্ষেত্রেই দক্ষতার প্রমাণ রেখেছে ৷ একসঙ্গে মিলিত হয়ে আমাদের এমন একটি দেশ গড়ে তুলতে হবে যেখানে নারী ক্ষমতায়নের দিকে জোর দেওয়া হবে ৷"
-
Justice has prevailed.
— Narendra Modi (@narendramodi) March 20, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
It is of utmost importance to ensure dignity and safety of women.
Our Nari Shakti has excelled in every field. Together, we have to build a nation where the focus is on women empowerment, where there is emphasis on equality and opportunity.
">Justice has prevailed.
— Narendra Modi (@narendramodi) March 20, 2020
It is of utmost importance to ensure dignity and safety of women.
Our Nari Shakti has excelled in every field. Together, we have to build a nation where the focus is on women empowerment, where there is emphasis on equality and opportunity.Justice has prevailed.
— Narendra Modi (@narendramodi) March 20, 2020
It is of utmost importance to ensure dignity and safety of women.
Our Nari Shakti has excelled in every field. Together, we have to build a nation where the focus is on women empowerment, where there is emphasis on equality and opportunity.
এদিকে নির্ভয়ার দোষীদের ফাঁসি হওয়ার পর খুশির হাওয়া দিল্লিসহ দেশজুড়ে ৷ দোষীদের সাজা পাওয়ার খুশিতে একাধিক জায়গায় মিষ্টি বিতরণ করা হয় ৷ তিহাড় সংশোধনাগারের সামনেও চলে মিষ্টি বিতরণ ৷
প্রসঙ্গত, সাত বছরের দীর্ঘ লড়াইয়ের পর ও তিনবার সাজা পিছিয়ে যাওয়ার পর অবশেষে আজ ফাঁসি হয় নির্ভয়াকাণ্ডের চার দোষীর ৷