ETV Bharat / bharat

'অটল ভূজল যোজনা'-য় বরাদ্দ 6 হাজার কোটি, বাজপেয়ির জন্মদিনে ঘোষণা মোদির

আজ প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ির 95তম জন্মবার্ষিকী উপলক্ষে 'অটল ভূজল যোজনা' প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

ঘোষণা মোদির
ঘোষণা মোদির
author img

By

Published : Dec 25, 2019, 12:46 PM IST

Updated : Dec 25, 2019, 3:21 PM IST

দিল্লি, 25 ডিসেম্বর : আজ 'অটল ভূজল যোজনা' প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ির 95তম জন্মবার্ষিকী উপলক্ষে এই প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ৷ ভূগর্ভস্থ জলের ব্যবস্থাপনার উন্নয়নের লক্ষ্য নিয়েই এই প্রকল্প ৷ কেন্দ্রীয় মন্ত্রিসভা পাঁচ বছর সময়সীমার (2020-2021 থেকে 2024-2025) মধ্যে এই প্রকল্প বাস্তবায়নের জন্য 6 হাজার কোটি টাকা বরাদ্দ করেছে ৷

এই প্রকল্পের লক্ষ্য, সাতটি রাজ্যের কয়েকটি জায়গায় সম্প্রদায়ের অংশগ্রহণের মাধ্যমে ভূগর্ভস্থ জলের পরিচালনার উন্নতি সাধন ৷ যে সাতটি রাজ্যকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে, সেগুলি হল- গুজরাত, হরিয়ানা, কর্নাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান ও উত্তরপ্রদেশ ৷ এই সমস্ত রাজ্যের 78টি জেলার 8,350টি গ্রাম পঞ্চায়েতের সুবিধার জন্য এই প্রকল্পের বাস্তবায়ন করা হবে ৷

  • Lucknow: Prime Minister Narendra Modi unveils statue of former PM Atal Bihari Vajpayee at Lok Bhawan, on Vajpayee's birth anniversary, today. pic.twitter.com/D3IcC222Ga

    — ANI UP (@ANINewsUP) December 25, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আজ বিজ্ঞান ভবনে প্রকল্প উদ্বোধনের অনুষ্ঠানে মোদি ছাড়াও উপস্থিত ছিলেন জল শক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখওয়াত ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷ অনুষ্ঠান শেষে লখনউয়ে লোক ভবনে অটলবিহারী বাজপেয়ির মূর্তি উন্মোচন করলেন প্রধানমন্ত্রী ৷ মূর্তি উন্মোচন অনুষ্ঠানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উত্তর প্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷

দিল্লি, 25 ডিসেম্বর : আজ 'অটল ভূজল যোজনা' প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ির 95তম জন্মবার্ষিকী উপলক্ষে এই প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ৷ ভূগর্ভস্থ জলের ব্যবস্থাপনার উন্নয়নের লক্ষ্য নিয়েই এই প্রকল্প ৷ কেন্দ্রীয় মন্ত্রিসভা পাঁচ বছর সময়সীমার (2020-2021 থেকে 2024-2025) মধ্যে এই প্রকল্প বাস্তবায়নের জন্য 6 হাজার কোটি টাকা বরাদ্দ করেছে ৷

এই প্রকল্পের লক্ষ্য, সাতটি রাজ্যের কয়েকটি জায়গায় সম্প্রদায়ের অংশগ্রহণের মাধ্যমে ভূগর্ভস্থ জলের পরিচালনার উন্নতি সাধন ৷ যে সাতটি রাজ্যকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে, সেগুলি হল- গুজরাত, হরিয়ানা, কর্নাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান ও উত্তরপ্রদেশ ৷ এই সমস্ত রাজ্যের 78টি জেলার 8,350টি গ্রাম পঞ্চায়েতের সুবিধার জন্য এই প্রকল্পের বাস্তবায়ন করা হবে ৷

  • Lucknow: Prime Minister Narendra Modi unveils statue of former PM Atal Bihari Vajpayee at Lok Bhawan, on Vajpayee's birth anniversary, today. pic.twitter.com/D3IcC222Ga

    — ANI UP (@ANINewsUP) December 25, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আজ বিজ্ঞান ভবনে প্রকল্প উদ্বোধনের অনুষ্ঠানে মোদি ছাড়াও উপস্থিত ছিলেন জল শক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখওয়াত ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷ অনুষ্ঠান শেষে লখনউয়ে লোক ভবনে অটলবিহারী বাজপেয়ির মূর্তি উন্মোচন করলেন প্রধানমন্ত্রী ৷ মূর্তি উন্মোচন অনুষ্ঠানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উত্তর প্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷

Hapur (Uttar Pradesh), Dec 25 (ANI): A sudden rush to get birth certificates has been witnessed in UP's Hapur. Some of these people have birth year of 1948 while some have 1952. Speaking on it, Hapur Nagar Palika, Executive Officer JK Anand said, "There has been a sudden rush to get birth certificates made. Some are from 1948, some 1952 etc. The issue, we are facing is that we are not able to get information of such old dates, trying to do best we can. I can't say right now why this unexpected rush."
Last Updated : Dec 25, 2019, 3:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.