দিল্লি, 15 জুলাই : আজ রাজ্যে প্রকাশিত হয়েছে মাধ্যমিকের ফলাফল ৷ একই সঙ্গে দেশে প্রকাশিত হয়েছে CBSE বোর্ডের দশম শ্রেণির ফলাফলও ৷ এমনকী CBSE বোর্ডের দ্বাদশ শ্রেণির ও ফল প্রকাশিত হয়েছে আগেই ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি CBSE বোর্ডে দশম শ্রেণির ফল প্রকাশের পর কৃতকার্য পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানান তিনি ৷
আজ টুইট করে প্রধানমন্ত্রী লেখেন, ‘‘CBSE বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষায় সফল পরীক্ষার্থীদের শুভেচ্ছা ৷ আমার তরুণ বন্ধুরা, তোমাদের ভবিষ্যতে সাফল্য কামনা করি ৷’’ একই সঙ্গে অকৃতকার্য পরীক্ষার্থীদেরও স্বান্তনা দিতে দেখা গেল প্রধানমন্ত্রীকে ৷ অন্য একটি টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, ‘‘ যারা CBSE বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির ফলাফলে খুশি নও, আমি তাদের বলতে চাই একটা পরীক্ষা তুমি কে সেটা বলে দিতে পারে না ৷ তোমাদের জীবন আনন্দে কাটাও ৷ কখনও আশা ছেড়ো না ৷ সর্বদা সামনে তাকাও ৷ তুমি বিষ্ময় ঘটাতে পারো ৷’’
-
For those who aren’t happy with their CBSE Class X and XII results, I want to tell them- one exam doesn’t define who you are. Each of you is blessed with numerous talents. Live life to the fullest. Never lose hope, always look ahead. You will do wonders!
— Narendra Modi (@narendramodi) July 15, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">For those who aren’t happy with their CBSE Class X and XII results, I want to tell them- one exam doesn’t define who you are. Each of you is blessed with numerous talents. Live life to the fullest. Never lose hope, always look ahead. You will do wonders!
— Narendra Modi (@narendramodi) July 15, 2020For those who aren’t happy with their CBSE Class X and XII results, I want to tell them- one exam doesn’t define who you are. Each of you is blessed with numerous talents. Live life to the fullest. Never lose hope, always look ahead. You will do wonders!
— Narendra Modi (@narendramodi) July 15, 2020
বুধবার CBSE ক্লাস টেনের ফলপ্রকাশের কথা ঘোষণা করেন মানবসম্পদ ও উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক ৷ এবার CBSE-তে মেয়েদের পাশের হার 93.31 শতাংশ ৷ সেখানে ছেলেদের পাশের হার 90.14 শতাংশ ৷ মোট পরীক্ষার্থীর মধ্যে 41 হাজার 804 জন পড়ুয়া 95 শতাংশের বেশি পেয়ে পাশ করেছে ৷
-
Congratulations to all my young friends who have successfully passed their Class X and XII CBSE examinations. Wishing them the very best for their future endeavours.
— Narendra Modi (@narendramodi) July 15, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Congratulations to all my young friends who have successfully passed their Class X and XII CBSE examinations. Wishing them the very best for their future endeavours.
— Narendra Modi (@narendramodi) July 15, 2020Congratulations to all my young friends who have successfully passed their Class X and XII CBSE examinations. Wishing them the very best for their future endeavours.
— Narendra Modi (@narendramodi) July 15, 2020
এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 18,73,105 জন । পাশ করেছে 17,13,121 জন । এবার 90 শতাংশের বেশি নম্বর পাওয়া পড়ুয়ার সংখ্যা কমেছে । গত বছর 2.2 লাখ ছাত্রছাত্রী 90 শতাংশের বেশি নম্বর পেয়েছিল । এবার তা কমে দাঁড়িয়েছে 184,358-এ ।