ETV Bharat / bharat

ভারতের কোরোনা যুদ্ধে মানুষই চালিকা শক্তি : মোদি - Maan Ki Baat

কোরোনা মোকাবিলায় দেশবাসীকে একত্রিত হওয়ার ডাক প্রধানমন্ত্রীর ৷ গরিব মানুষের পাশে দাঁড়ানোর আবেদনও জানান তিনি ৷

Maan Ki Baat
মোদি
author img

By

Published : Apr 26, 2020, 11:57 AM IST

Updated : Apr 26, 2020, 1:41 PM IST

দিল্লি, 26 এপ্রিল : কোরোনা মোকাবিলায় দেশের মানুষকে এক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ আজ মন কী বাত অনুষ্ঠান থেকে এই বার্তা দেন প্রধানমন্ত্রী ৷ তিনি বলেন, ভারতের কোরোনা যুদ্ধে সাধারণ মানুষই চালিকা শক্তি ৷ সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে ৷ কোরোনার সংক্রমণ এড়াতে প্রাথমিকভাবে মাস্ক পরার কথা বলা হচ্ছে ৷ মোদি বলেন, ‘‘একসময় বাজারে ফল কিনতে গেলে মানুষ ভাবত বাড়িতে কেউ অসুস্থ ৷ কিন্তু, সময়ের সঙ্গে সঙ্গে সেই ভাবনা পালটেছে ৷ মাস্ক পরার ক্ষেত্রেও সেই ধারণা পালটাবে মানুষের ৷ আধুনিক সভ্যতার পরিচয় হয়ে উঠবে মাস্ক ৷’’

প্রধানমন্ত্রী বলেন, ‘‘কোরোনা আমাদের শিখিয়েছে, বিপদে কীভাবে একে অপরের পাশে থাকতে হয় ৷ দেশের যত দরিদ্র ও অসহায় মানুষ আছেন, তাঁদের পাশে আমাদের দাঁড়াতে হবে ৷ প্রত্যেকের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ তা আমরা এই সময়ে বুঝতে পেরেছি ৷ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের গুরুত্ব কতটা তা আমরা বুঝেছি ৷ তাঁদের সুরক্ষার জন্য আইন বলবৎ করা জরুরি ছিল ৷ কৃষকরা চাষাবাদ করেছেন বলে আমরা এই পরিস্থিতিতে খেতে পাচ্ছি ৷ এটা আমাদের সংস্কৃতি ৷’’

তিনি আরও বলেন, COVID-19 এর সংক্রমণ মানুষের চিন্তাভাবনা পালটে দিয়েছে ৷ সমাজে কার কী ভূমিকা তা নিয়ে সচেতন হয়েছে মানুষ ৷ চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশ থেকে শুরু করে দিনমজুর-শ্রমিক প্রত্যেকে এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ৷ তাই কোরোনা মোকাবিলায় সবাইকে একত্রিত হতে হবে বলে প্রধানমন্ত্রী জানান ৷ তাঁর কথায়, "পুলিশ সম্পর্কে আগে মানুষের মনে ভুল ধারণা ছিল ৷ সেই পুলিশই মানুষের সেবায় বড় ভূমিকা পালন করছে ৷ ধীরে ধীরে সমাজের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি পালটাচ্ছে ৷"

কোরোনার মোকাবিলায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘‘সারা বিশ্বে এখন আয়ুর্বেদের চর্চা হচ্ছে ৷ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গেলে প্রাচীন আয়ুর্বেদ পদ্ধতি মেনে চলা দরকার ৷ আমরা নিজেদের সংস্কৃতি ভুলতে বসেছি ৷ অথচ বাইরের দেশের মানুষ মান্যতা দিচ্ছে আয়ুর্বেদকে ৷ দীর্ঘ দিন ধরে গোলামি করার ফলে আমরা আত্মবিশ্বাস হারিয়েছি ৷ সময় হয়েছে সারা বিশ্বকে নিজেদের প্রতিভা দেখানোর ৷ তারা যে ভাষায় বোঝে, সেই ভাষায় অর্থাৎ বিজ্ঞানের ভাষাতেই বোঝাতে হবে ৷ দেশের যুব সম্প্রদায়কে এই পরিস্থিতিতে এগিয়ে আসতে হবে ৷’’

অ্যামেরিকাকে HCQ দেওয়া নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছিল কেন্দ্রীয় সরকারকে ৷ আজ সেই ইশুতে কথা বলেন প্রধানমন্ত্রী ৷ অ্যামেরিকার নাম না করে তিনি বলেন,"বিশ্বে কোরোনার পরিস্থিতি যেরকম তাতে কোনও দেশকে ওষুধ না দিলেও কারও কিছু বলার ছিল না ৷ কিন্তু, আমাদের সংস্কৃতি অপরকে সাহায্য করা ৷ তাই আমরা প্রয়োজনীয় দেশগুলিকে ওষুধ পৌঁছে দিয়েছি ৷"

আজ অক্ষয় তৃতীয়া ৷ প্রধানমন্ত্রী বলেন, ‘‘অক্ষয় শব্দের অর্থ যার বিনাশ হয় না ৷ আজকের দিনটি বিভিন্ন দিক থেকে তাৎপর্যপূর্ণ ৷ তাই পৃথিবীকে অক্ষয় রাখতে একত্রিত হতে হবে সবাইকে ৷’’

লকডাউনের নিয়ম মেনে চলার জন্য ধন্যবাদ জানিয়ে মোদি বলেন, ‘‘দেশবাসী লকডাউন মানছে ৷ কোরোনা মোকাবিলায় যা অত্যন্ত জরুরি ৷ উৎসব ঘরে পালন করা হচ্ছে ৷ রমজ়ানের নমাজ় ঘরে পড়ছেন মানুষজন ৷ প্রত্যেকে সংযম রেখেছেন ৷ অন্যদের প্রতি সংবেদনশীল হয়েছেন ৷’’ তবে আত্মবিশ্বাসী হয়ে কেউ যেন লকডাউন উপেক্ষা না করেন তার জন্যও সতর্ক করেন মোদি ৷ তাঁর মতে, সাবধান না থাকলে কোরোনা আরও বিরাট আকারে আক্রমণ করতে পারে ৷ তাই প্রত্যেককে সাবধানতা অবলম্বন করতে হবে ৷ তাঁর কথায়, "দো গজ কী দুরি, বহত হ্যায় জরুরি ৷"

দিল্লি, 26 এপ্রিল : কোরোনা মোকাবিলায় দেশের মানুষকে এক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ আজ মন কী বাত অনুষ্ঠান থেকে এই বার্তা দেন প্রধানমন্ত্রী ৷ তিনি বলেন, ভারতের কোরোনা যুদ্ধে সাধারণ মানুষই চালিকা শক্তি ৷ সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে ৷ কোরোনার সংক্রমণ এড়াতে প্রাথমিকভাবে মাস্ক পরার কথা বলা হচ্ছে ৷ মোদি বলেন, ‘‘একসময় বাজারে ফল কিনতে গেলে মানুষ ভাবত বাড়িতে কেউ অসুস্থ ৷ কিন্তু, সময়ের সঙ্গে সঙ্গে সেই ভাবনা পালটেছে ৷ মাস্ক পরার ক্ষেত্রেও সেই ধারণা পালটাবে মানুষের ৷ আধুনিক সভ্যতার পরিচয় হয়ে উঠবে মাস্ক ৷’’

প্রধানমন্ত্রী বলেন, ‘‘কোরোনা আমাদের শিখিয়েছে, বিপদে কীভাবে একে অপরের পাশে থাকতে হয় ৷ দেশের যত দরিদ্র ও অসহায় মানুষ আছেন, তাঁদের পাশে আমাদের দাঁড়াতে হবে ৷ প্রত্যেকের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ তা আমরা এই সময়ে বুঝতে পেরেছি ৷ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের গুরুত্ব কতটা তা আমরা বুঝেছি ৷ তাঁদের সুরক্ষার জন্য আইন বলবৎ করা জরুরি ছিল ৷ কৃষকরা চাষাবাদ করেছেন বলে আমরা এই পরিস্থিতিতে খেতে পাচ্ছি ৷ এটা আমাদের সংস্কৃতি ৷’’

তিনি আরও বলেন, COVID-19 এর সংক্রমণ মানুষের চিন্তাভাবনা পালটে দিয়েছে ৷ সমাজে কার কী ভূমিকা তা নিয়ে সচেতন হয়েছে মানুষ ৷ চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশ থেকে শুরু করে দিনমজুর-শ্রমিক প্রত্যেকে এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ৷ তাই কোরোনা মোকাবিলায় সবাইকে একত্রিত হতে হবে বলে প্রধানমন্ত্রী জানান ৷ তাঁর কথায়, "পুলিশ সম্পর্কে আগে মানুষের মনে ভুল ধারণা ছিল ৷ সেই পুলিশই মানুষের সেবায় বড় ভূমিকা পালন করছে ৷ ধীরে ধীরে সমাজের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি পালটাচ্ছে ৷"

কোরোনার মোকাবিলায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘‘সারা বিশ্বে এখন আয়ুর্বেদের চর্চা হচ্ছে ৷ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গেলে প্রাচীন আয়ুর্বেদ পদ্ধতি মেনে চলা দরকার ৷ আমরা নিজেদের সংস্কৃতি ভুলতে বসেছি ৷ অথচ বাইরের দেশের মানুষ মান্যতা দিচ্ছে আয়ুর্বেদকে ৷ দীর্ঘ দিন ধরে গোলামি করার ফলে আমরা আত্মবিশ্বাস হারিয়েছি ৷ সময় হয়েছে সারা বিশ্বকে নিজেদের প্রতিভা দেখানোর ৷ তারা যে ভাষায় বোঝে, সেই ভাষায় অর্থাৎ বিজ্ঞানের ভাষাতেই বোঝাতে হবে ৷ দেশের যুব সম্প্রদায়কে এই পরিস্থিতিতে এগিয়ে আসতে হবে ৷’’

অ্যামেরিকাকে HCQ দেওয়া নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছিল কেন্দ্রীয় সরকারকে ৷ আজ সেই ইশুতে কথা বলেন প্রধানমন্ত্রী ৷ অ্যামেরিকার নাম না করে তিনি বলেন,"বিশ্বে কোরোনার পরিস্থিতি যেরকম তাতে কোনও দেশকে ওষুধ না দিলেও কারও কিছু বলার ছিল না ৷ কিন্তু, আমাদের সংস্কৃতি অপরকে সাহায্য করা ৷ তাই আমরা প্রয়োজনীয় দেশগুলিকে ওষুধ পৌঁছে দিয়েছি ৷"

আজ অক্ষয় তৃতীয়া ৷ প্রধানমন্ত্রী বলেন, ‘‘অক্ষয় শব্দের অর্থ যার বিনাশ হয় না ৷ আজকের দিনটি বিভিন্ন দিক থেকে তাৎপর্যপূর্ণ ৷ তাই পৃথিবীকে অক্ষয় রাখতে একত্রিত হতে হবে সবাইকে ৷’’

লকডাউনের নিয়ম মেনে চলার জন্য ধন্যবাদ জানিয়ে মোদি বলেন, ‘‘দেশবাসী লকডাউন মানছে ৷ কোরোনা মোকাবিলায় যা অত্যন্ত জরুরি ৷ উৎসব ঘরে পালন করা হচ্ছে ৷ রমজ়ানের নমাজ় ঘরে পড়ছেন মানুষজন ৷ প্রত্যেকে সংযম রেখেছেন ৷ অন্যদের প্রতি সংবেদনশীল হয়েছেন ৷’’ তবে আত্মবিশ্বাসী হয়ে কেউ যেন লকডাউন উপেক্ষা না করেন তার জন্যও সতর্ক করেন মোদি ৷ তাঁর মতে, সাবধান না থাকলে কোরোনা আরও বিরাট আকারে আক্রমণ করতে পারে ৷ তাই প্রত্যেককে সাবধানতা অবলম্বন করতে হবে ৷ তাঁর কথায়, "দো গজ কী দুরি, বহত হ্যায় জরুরি ৷"

Last Updated : Apr 26, 2020, 1:41 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.