দিল্লি, 2 ডিসেম্বর : ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজেরাই অনুপ্রবেশকারী ৷ তাদের বাড়ি গুজরাতে হলেও তাঁরা এখন দিল্লিতে বসবাস করেন ৷’’ এই ভাষাতেই প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে আজ লোকসভায় আক্রমণ করলেন কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর রঞ্জন চৌধুরি ৷
নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতা করেন অধীর বলেন, "ভারত সকলের জন্য ৷ এখানে হিন্দু, মুসলমান ও অন্যান্য সব সম্প্রদায়ের লোক একসঙ্গে বসবাস করে ৷ কিন্তু মুসলিমদের ভয় দেখানো হচ্ছে যে, তাদের দেশ থেকে বের করে দেওয়া হবে ৷ তবে BJP-র তা করার ক্ষমতা নেই ৷"
পশ্চিমবঙ্গে বিধানসভা উপনির্বাচনে BJP-র খারাপ ফলের জন্য নাগরিকত্ব বিলকেই দায়ি করেছেন অধীর ৷ তাঁর মতে NRC -ইশুতে এবার পশ্চিমবঙ্গে বিধানসভা উপনির্বাচনে ভোট হয়েছে । আর তাই BJP-র ফল সেখানে খারাপ হয়েছে ৷ এই ট্রেন্ড বজায় থাকলে সারা ভারত থেকেই BJP মুছে যাবে বলে দাবি করেছেন অধীর ।