ETV Bharat / bharat

দিল্লিতে নরেন্দ্র মোদি আর অমিত শাহ অনুপ্রবেশকারী : অধীর

নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতা করে অধীর বলেন, "ভারত সকলের জন্য ৷ এখানে হিন্দু, মুসলমান ও অন্যান্য সব সম্প্রদায়ের লোক একসঙ্গে বসবাস করে ৷ কিন্তু মুসলিমদের ভয় দেখানো হচ্ছে যে, তাদের দেশ থেকে বের করে দেওয়া হবে ৷ তবে BJP-র তা করার ক্ষমতা নেই ৷ ৷

অধীর চৌধুরি
Adhir Choudhury
author img

By

Published : Dec 2, 2019, 5:14 PM IST

Updated : Dec 2, 2019, 9:31 PM IST

দিল্লি, 2 ডিসেম্বর : ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজেরাই অনুপ্রবেশকারী ৷ তাদের বাড়ি গুজরাতে হলেও তাঁরা এখন দিল্লিতে বসবাস করেন ৷’’ এই ভাষাতেই প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে আজ লোকসভায় আক্রমণ করলেন কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর রঞ্জন চৌধুরি ৷

নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতা করেন অধীর বলেন, "ভারত সকলের জন্য ৷ এখানে হিন্দু, মুসলমান ও অন্যান্য সব সম্প্রদায়ের লোক একসঙ্গে বসবাস করে ৷ কিন্তু মুসলিমদের ভয় দেখানো হচ্ছে যে, তাদের দেশ থেকে বের করে দেওয়া হবে ৷ তবে BJP-র তা করার ক্ষমতা নেই ৷"

পশ্চিমবঙ্গে বিধানসভা উপনির্বাচনে BJP-র খারাপ ফলের জন্য নাগরিকত্ব বিলকেই দায়ি করেছেন অধীর ৷ তাঁর মতে NRC -ইশুতে এবার পশ্চিমবঙ্গে বিধানসভা উপনির্বাচনে ভোট হয়েছে । আর তাই BJP-র ফল সেখানে খারাপ হয়েছে ৷ এই ট্রেন্ড বজায় থাকলে সারা ভারত থেকেই BJP মুছে যাবে বলে দাবি করেছেন অধীর ।

দিল্লি, 2 ডিসেম্বর : ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজেরাই অনুপ্রবেশকারী ৷ তাদের বাড়ি গুজরাতে হলেও তাঁরা এখন দিল্লিতে বসবাস করেন ৷’’ এই ভাষাতেই প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে আজ লোকসভায় আক্রমণ করলেন কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর রঞ্জন চৌধুরি ৷

নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতা করেন অধীর বলেন, "ভারত সকলের জন্য ৷ এখানে হিন্দু, মুসলমান ও অন্যান্য সব সম্প্রদায়ের লোক একসঙ্গে বসবাস করে ৷ কিন্তু মুসলিমদের ভয় দেখানো হচ্ছে যে, তাদের দেশ থেকে বের করে দেওয়া হবে ৷ তবে BJP-র তা করার ক্ষমতা নেই ৷"

পশ্চিমবঙ্গে বিধানসভা উপনির্বাচনে BJP-র খারাপ ফলের জন্য নাগরিকত্ব বিলকেই দায়ি করেছেন অধীর ৷ তাঁর মতে NRC -ইশুতে এবার পশ্চিমবঙ্গে বিধানসভা উপনির্বাচনে ভোট হয়েছে । আর তাই BJP-র ফল সেখানে খারাপ হয়েছে ৷ এই ট্রেন্ড বজায় থাকলে সারা ভারত থেকেই BJP মুছে যাবে বলে দাবি করেছেন অধীর ।

New Delhi, Dec 02 (ANI): Major players in telecom sector announced hike in tariff this month which will affect nearly millions of wireless phone subscribers in the country. The subscribers have to pay 40 percent or more to make calls and use data from this month. The consumers showed their dissatisfaction over the announcement and said this will burn hole their pocket.
Last Updated : Dec 2, 2019, 9:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.