দিল্লি, 20 অক্টোবর: দু-দিনের সফরে আজ বিহারে JP নাড্ডা৷ বিহার বিধানসভা নির্বাচনের আগে এই দুই দিনে চারটি জনসভায় বক্তব্য রাখবেন তিনি৷
আজ রয়েছে দুটি জনসভা, একটি বক্সার এবং অপরটি আরায়৷ বক্সারের কিলা ময়দানে প্রথম জনসভা বেলা একটায়, এরপর আরা মহারাজা কলেজ মাঠে 3টে 15 মিনিটে শুরু হওয়ার কথা নাড্ডার দ্বিতীয় জনসভার৷ এরপর আরাতেই একটি হোটেলে ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্সের নেতাদের সঙ্গে বৈঠক করবেন BJP-র সর্বভারতীয় সভাপতি৷ এই বৈঠকে শাসক-জোটের প্রার্থীরা ছাড়াও থাকবেন সাংসদ, জেলা সভাপতি, জেলা পর্যবেক্ষক, বিধানসভাগুলির পর্যবেক্ষক, আহ্বায়ক-সহ বিভিন্ত স্তরের নেতৃবৃন্দ৷
কাল, বুধবার বেলা 12টা 50 মিনিটে বেতিয়া ও বিকেল 3টে নাগাদ মোতিহারিতে সভা রয়েছে নাড্ডার৷ বিহারে বিধানসভা নির্বাচন হবে তিন দফায়৷ প্রথম দফা 28 অক্টোবর৷ এরপর নির্বাচন হবে নভেম্বরের 3 ও 7 তারিখ৷ ভোটগণনা 10 নভেম্বর৷