মুম্বই, 4 অগাস্ট : বানভাসি বাণিজ্যনগরী । অবিরাম বৃষ্টিতে জলের তলায় রেল লাইন । সমুদ্রে উঁচু ঢেউয়ের কারণে শনিবার রাত থেকেই থানে ও পানভেল সেকশনে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ করে দেয় মুম্বইয়ের সেন্ট্রাল রেলওয়ে । লাইনে জল জমায় দেরিতে চলছে সেন্ট্রাল এবং হারবার লাইনের লোকাল ট্রেন । আজ সকাল পর্যন্ত মুম্বই ও সংলগ্ন শহরতলিতে বৃষ্টির পরিমাণ 140 থেকে 200 মিমি, জানিয়েছে মৌসম ভবন ৷
এ দিকে রেল পরিষেবা ব্যাহত হওয়ায় জোর ধাক্কা খেয়েছে মুম্বইয়ের লোকাল-ট্রেন নির্ভর জনজীবন । স্টেশনগুলিতে গতকাল রাত থেকেই উপচে পড়ছে ভিড় । খারাপ আবহাওয়া থাকার কারণে ধীরে চলছে যানবাহন । ভারতীয় আবহাওয়া অফিসের পূর্বাভাস, গোটা দিন ধরেই ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে শহরের বিভিন্ন প্রান্তে । কুরলার প্রায় 400 বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷ সারা রাত ধরে ভারী বৃষ্টিতে ক্রান্তি নগরের অবস্থা সবচেয়ে বেহাল, জানিয়েছে বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশন ৷
কান্দিভেলির চার্চ রোড-দাহানুকরওয়াদি এলাকায় উদ্ধারকারী বোটে প্রয়োজনীয় সামগ্রী বিতরণও করা হয়েছে ৷ জলস্তরের পরিমাণ পাঁচ থেকে ছয় ফুট বেড়ে গেছে রায়গড় জেলার পেনে ৷ জলবন্দী 60 জন ৷ জলমগ্ন মুম্বই ও পশ্চিম শহরতলির আন্ধেরি, দহিসর এবং পার্শ্ববর্তী পুনে শহর । জলে ভাসছে নালা সোপারা, ভাসাই, ভিরার, বিক্রমগড়, মিরা রোড, ভায়ান্দার, ভিওয়ান্ডি, কল্যাণ, তিতওয়ালা, উল্লাসনগর, রোহা, পালি, করজত, চিপলুন, দাপোলিও৷
যোগেশ্বরী এলাকায় জলের তলায় ওয়েস্টার্ন এক্সপ্রেসওয়ে । প্রবল বৃষ্টির জেরে থানেতে গত শুক্রবারও সমস্ত সরকারি স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল প্রশাসন । অবস্থার উন্নতি না হলে সোমবারও হয়তো স্কুল-কলেজ বন্ধ থাকতে পারে, জানিয়েছে সূত্র ৷
বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশন জানিয়েছে, দক্ষিণ মুম্বইয়ের স্টেশনগুলিতে আটকে পড়া যাত্রীদের জন্য ত্রাণ শিবির খোলা হয়েছে বোরা বাজার এলাকার মনোহরলালজি স্কুলে । এছাড়াও বিভিন্ন স্কুল-কলেজগুলিতে আপৎকালীন শিবির খোলা হয়েছে । রয়েছে উদ্ধারকারী দলও। ট্র্যাফিক পুলিশ শহরবাসীকে সতর্ক করেছে । দক্ষিণ মুম্বইয়ে বান্দ্রা-ওরলি সি লিঙ্ক ব্যবহার করতে বলা হয়েছে ৷