ETV Bharat / bharat

বানভাসি মুম্বই, জলের তলায় রেললাইন; বিপর্যস্ত পরিষেবা - mumbai rain news

বৃষ্টিতে রেল পরিষেবা ব্যাহত হওয়ায় জোর ধাক্কা খেয়েছে মুম্বইয়ের লোকাল-ট্রেন নির্ভর জনজীবন

বানভাসি মুম্বই, জলের তলায় রেললাইন; বিপর্যস্ত পরিষেবা
author img

By

Published : Aug 4, 2019, 3:22 PM IST

মুম্বই, 4 অগাস্ট : বানভাসি বাণিজ্যনগরী । অবিরাম বৃষ্টিতে জলের তলায় রেল লাইন । সমুদ্রে উঁচু ঢেউয়ের কারণে শনিবার রাত থেকেই থানে ও পানভেল সেকশনে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ করে দেয় মুম্বইয়ের সেন্ট্রাল রেলওয়ে । লাইনে জল জমায় দেরিতে চলছে সেন্ট্রাল এবং হারবার লাইনের লোকাল ট্রেন । আজ সকাল পর্যন্ত মুম্বই ও সংলগ্ন শহরতলিতে বৃষ্টির পরিমাণ 140 থেকে 200 মিমি, জানিয়েছে মৌসম ভবন ৷

এ দিকে রেল পরিষেবা ব্যাহত হওয়ায় জোর ধাক্কা খেয়েছে মুম্বইয়ের লোকাল-ট্রেন নির্ভর জনজীবন । স্টেশনগুলিতে গতকাল রাত থেকেই উপচে পড়ছে ভিড় । খারাপ আবহাওয়া থাকার কারণে ধীরে চলছে যানবাহন । ভারতীয় আবহাওয়া অফিসের পূর্বাভাস, গোটা দিন ধরেই ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে শহরের বিভিন্ন প্রান্তে । কুরলার প্রায় 400 বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷ সারা রাত ধরে ভারী বৃষ্টিতে ক্রান্তি নগরের অবস্থা সবচেয়ে বেহাল, জানিয়েছে বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশন ৷

কান্দিভেলির চার্চ রোড-দাহানুকরওয়াদি এলাকায় উদ্ধারকারী বোটে প্রয়োজনীয় সামগ্রী বিতরণও করা হয়েছে ৷ জলস্তরের পরিমাণ পাঁচ থেকে ছয় ফুট বেড়ে গেছে রায়গড় জেলার পেনে ৷ জলবন্দী 60 জন ৷ জলমগ্ন মুম্বই ও পশ্চিম শহরতলির আন্ধেরি, দহিসর এবং পার্শ্ববর্তী পুনে শহর । জলে ভাসছে নালা সোপারা, ভাসাই, ভিরার, বিক্রমগড়, মিরা রোড, ভায়ান্দার, ভিওয়ান্ডি, কল্যাণ, তিতওয়ালা, উল্লাসনগর, রোহা, পালি, করজত, চিপলুন, দাপোলিও৷

যোগেশ্বরী এলাকায় জলের তলায় ওয়েস্টার্ন এক্সপ্রেসওয়ে । প্রবল বৃষ্টির জেরে থানেতে গত শুক্রবারও সমস্ত সরকারি স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল প্রশাসন । অবস্থার উন্নতি না হলে সোমবারও হয়তো স্কুল-কলেজ বন্ধ থাকতে পারে, জানিয়েছে সূত্র ৷

বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশন জানিয়েছে, দক্ষিণ মুম্বইয়ের স্টেশনগুলিতে আটকে পড়া যাত্রীদের জন্য ত্রাণ শিবির খোলা হয়েছে বোরা বাজার এলাকার মনোহরলালজি স্কুলে । এছাড়াও বিভিন্ন স্কুল-কলেজগুলিতে আপৎকালীন শিবির খোলা হয়েছে । রয়েছে উদ্ধারকারী দলও। ট্র্যাফিক পুলিশ শহরবাসীকে সতর্ক করেছে । দক্ষিণ মুম্বইয়ে বান্দ্রা-ওরলি সি লিঙ্ক ব্যবহার করতে বলা হয়েছে ৷

মুম্বই, 4 অগাস্ট : বানভাসি বাণিজ্যনগরী । অবিরাম বৃষ্টিতে জলের তলায় রেল লাইন । সমুদ্রে উঁচু ঢেউয়ের কারণে শনিবার রাত থেকেই থানে ও পানভেল সেকশনে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ করে দেয় মুম্বইয়ের সেন্ট্রাল রেলওয়ে । লাইনে জল জমায় দেরিতে চলছে সেন্ট্রাল এবং হারবার লাইনের লোকাল ট্রেন । আজ সকাল পর্যন্ত মুম্বই ও সংলগ্ন শহরতলিতে বৃষ্টির পরিমাণ 140 থেকে 200 মিমি, জানিয়েছে মৌসম ভবন ৷

এ দিকে রেল পরিষেবা ব্যাহত হওয়ায় জোর ধাক্কা খেয়েছে মুম্বইয়ের লোকাল-ট্রেন নির্ভর জনজীবন । স্টেশনগুলিতে গতকাল রাত থেকেই উপচে পড়ছে ভিড় । খারাপ আবহাওয়া থাকার কারণে ধীরে চলছে যানবাহন । ভারতীয় আবহাওয়া অফিসের পূর্বাভাস, গোটা দিন ধরেই ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে শহরের বিভিন্ন প্রান্তে । কুরলার প্রায় 400 বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷ সারা রাত ধরে ভারী বৃষ্টিতে ক্রান্তি নগরের অবস্থা সবচেয়ে বেহাল, জানিয়েছে বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশন ৷

কান্দিভেলির চার্চ রোড-দাহানুকরওয়াদি এলাকায় উদ্ধারকারী বোটে প্রয়োজনীয় সামগ্রী বিতরণও করা হয়েছে ৷ জলস্তরের পরিমাণ পাঁচ থেকে ছয় ফুট বেড়ে গেছে রায়গড় জেলার পেনে ৷ জলবন্দী 60 জন ৷ জলমগ্ন মুম্বই ও পশ্চিম শহরতলির আন্ধেরি, দহিসর এবং পার্শ্ববর্তী পুনে শহর । জলে ভাসছে নালা সোপারা, ভাসাই, ভিরার, বিক্রমগড়, মিরা রোড, ভায়ান্দার, ভিওয়ান্ডি, কল্যাণ, তিতওয়ালা, উল্লাসনগর, রোহা, পালি, করজত, চিপলুন, দাপোলিও৷

যোগেশ্বরী এলাকায় জলের তলায় ওয়েস্টার্ন এক্সপ্রেসওয়ে । প্রবল বৃষ্টির জেরে থানেতে গত শুক্রবারও সমস্ত সরকারি স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল প্রশাসন । অবস্থার উন্নতি না হলে সোমবারও হয়তো স্কুল-কলেজ বন্ধ থাকতে পারে, জানিয়েছে সূত্র ৷

বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশন জানিয়েছে, দক্ষিণ মুম্বইয়ের স্টেশনগুলিতে আটকে পড়া যাত্রীদের জন্য ত্রাণ শিবির খোলা হয়েছে বোরা বাজার এলাকার মনোহরলালজি স্কুলে । এছাড়াও বিভিন্ন স্কুল-কলেজগুলিতে আপৎকালীন শিবির খোলা হয়েছে । রয়েছে উদ্ধারকারী দলও। ট্র্যাফিক পুলিশ শহরবাসীকে সতর্ক করেছে । দক্ষিণ মুম্বইয়ে বান্দ্রা-ওরলি সি লিঙ্ক ব্যবহার করতে বলা হয়েছে ৷

New Delhi, Aug 04 (ANI): Prime Minister Narendra Modi arrived at Parliament on second day for BJP's two-day training programme called 'Abhyas Varga' today. He was welcomed by BJP's national working president JP Nadda. 'Abhyas Varga' is being organised for all BJP MPs from Lok Sabha and Rajya Sabha. Several BJP leaders arrived at the venue to attend the event.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.