দিল্লি ও কলকাতা, 18 অগাস্ট : অসুস্থ অরুণ জেটলিকে দেখতে AIIMS-এ গেলেন BJP-র নির্বাচন কমিটির আহ্বায়ক মুকুল রায় ৷ প্রায় 20 মিনিট তিনি সেখানে ছিলেন ৷ পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন ৷
আরও পড়ুন : অসুস্থ জেটলিকে দেখতে AIIMS-এ ভাগবত
বাইরে এসে মুকুলবাবু বলেন, "দীর্ঘদিন ধরেই তিনি শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন । তিনি দ্রুত সুস্থ হয়ে যান, সেটাই আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করছি ৷"
আরও পড়ুন : অরুণ জেটলিকে দেখতে সকালে AIIMS-এ রাষ্ট্রপতি, রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
9 অগাস্ট শ্বাসকষ্টের কারণে দিল্লির AIIMS-এ ভরতি করা হয় অরুণ জেটলিকে ৷ সেখানে তিনি একটি বিশেষজ্ঞ চিকিৎসক দলের পর্যবেক্ষণে রয়েছেন ৷ এই চিকিৎসক দলে রয়েছেন এন্ডোক্রিনোলজিস্ট, নেফরোলজিস্ট , কার্ডিওলজিস্ট ৷ কার্ডিও-নিউরো বিভাগে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন তিনি ।
আরও পড়ুন : অসুস্থ জেটলিকে দেখতে AIIMS-এ কেন্দ্রীয় মন্ত্রীরা, এলেন মায়াবতীও
দীর্ঘদিন ধরেই অসুস্থ অরুণ জেটলি । ডায়াবিটিসের সমস্যা রয়েছে তাঁর । অর্থমন্ত্রী থাকাকালীন গতবছর কিডনি প্রতিস্থাপন হয়েছে । যে কারণে ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তী বাজেটের সময় সংসদে দেখা যায়নি তাঁকে । শারীরিক অসুস্থতার কারণে মে মাসেও এক বার AIIMS-এ ভরতি করা হয়েছিল । সেই থেকে সক্রিয় রাজনীতিতে সে ভাবে আর দেখা যায়নি । লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদি সরকার দ্বিতীয় বার ক্ষমতায় ফিরলেও, মন্ত্রিত্ব নিতে রাজি হননি জেটলি । প্রধানমন্ত্রীকে চিঠি লিখে জানিয়েছিলেন অসুস্থতার কথা ৷ মন্ত্রিসভায় না রাখার অনুরোধও জানিয়েছিলেন ৷