ETV Bharat / bharat

দ্রুত সুস্থ হয়ে উঠুন জেটলি, AIIMS-এ গিয়ে বললেন মুকুল - অসুস্থ জেটলিকে দেখতে AIIMS-এ মুকুল রায়

BJP-র নির্বাচন কমিটির আহ্বায়ক মুকুল রায় আজ অসুস্থ অরুণ জেটলিকে দেখতে AIIMS-এ যান ৷

মুকুল রায়
author img

By

Published : Aug 18, 2019, 5:24 PM IST

দিল্লি ও কলকাতা, 18 অগাস্ট : অসুস্থ অরুণ জেটলিকে দেখতে AIIMS-এ গেলেন BJP-র নির্বাচন কমিটির আহ্বায়ক মুকুল রায় ৷ প্রায় 20 মিনিট তিনি সেখানে ছিলেন ৷ পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন ৷

আরও পড়ুন : অসুস্থ জেটলিকে দেখতে AIIMS-এ ভাগবত

বাইরে এসে মুকুলবাবু বলেন, "দীর্ঘদিন ধরেই তিনি শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন । তিনি দ্রুত সুস্থ হয়ে যান, সেটাই আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করছি ৷"

আরও পড়ুন : অরুণ জেটলিকে দেখতে সকালে AIIMS-এ রাষ্ট্রপতি, রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

9 অগাস্ট শ্বাসকষ্টের কারণে দিল্লির AIIMS-এ ভরতি করা হয় অরুণ জেটলিকে ৷ সেখানে তিনি একটি বিশেষজ্ঞ চিকিৎসক দলের পর্যবেক্ষণে রয়েছেন ৷ এই চিকিৎসক দলে রয়েছেন এন্ডোক্রিনোলজিস্ট, নেফরোলজিস্ট , কার্ডিওলজিস্ট ৷ কার্ডিও-নিউরো বিভাগে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন তিনি ।

আরও পড়ুন : অসুস্থ জেটলিকে দেখতে AIIMS-এ কেন্দ্রীয় মন্ত্রীরা, এলেন মায়াবতীও

দীর্ঘদিন ধরেই অসুস্থ অরুণ জেটলি । ডায়াবিটিসের সমস্যা রয়েছে তাঁর । অর্থমন্ত্রী থাকাকালীন গতবছর কিডনি প্রতিস্থাপন হয়েছে । যে কারণে ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তী বাজেটের সময় সংসদে দেখা যায়নি তাঁকে । শারীরিক অসুস্থতার কারণে মে মাসেও এক বার AIIMS-এ ভরতি করা হয়েছিল । সেই থেকে সক্রিয় রাজনীতিতে সে ভাবে আর দেখা যায়নি । লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদি সরকার দ্বিতীয় বার ক্ষমতায় ফিরলেও, মন্ত্রিত্ব নিতে রাজি হননি জেটলি । প্রধানমন্ত্রীকে চিঠি লিখে জানিয়েছিলেন অসুস্থতার কথা ৷ মন্ত্রিসভায় না রাখার অনুরোধও জানিয়েছিলেন ৷

দিল্লি ও কলকাতা, 18 অগাস্ট : অসুস্থ অরুণ জেটলিকে দেখতে AIIMS-এ গেলেন BJP-র নির্বাচন কমিটির আহ্বায়ক মুকুল রায় ৷ প্রায় 20 মিনিট তিনি সেখানে ছিলেন ৷ পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন ৷

আরও পড়ুন : অসুস্থ জেটলিকে দেখতে AIIMS-এ ভাগবত

বাইরে এসে মুকুলবাবু বলেন, "দীর্ঘদিন ধরেই তিনি শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন । তিনি দ্রুত সুস্থ হয়ে যান, সেটাই আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করছি ৷"

আরও পড়ুন : অরুণ জেটলিকে দেখতে সকালে AIIMS-এ রাষ্ট্রপতি, রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

9 অগাস্ট শ্বাসকষ্টের কারণে দিল্লির AIIMS-এ ভরতি করা হয় অরুণ জেটলিকে ৷ সেখানে তিনি একটি বিশেষজ্ঞ চিকিৎসক দলের পর্যবেক্ষণে রয়েছেন ৷ এই চিকিৎসক দলে রয়েছেন এন্ডোক্রিনোলজিস্ট, নেফরোলজিস্ট , কার্ডিওলজিস্ট ৷ কার্ডিও-নিউরো বিভাগে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন তিনি ।

আরও পড়ুন : অসুস্থ জেটলিকে দেখতে AIIMS-এ কেন্দ্রীয় মন্ত্রীরা, এলেন মায়াবতীও

দীর্ঘদিন ধরেই অসুস্থ অরুণ জেটলি । ডায়াবিটিসের সমস্যা রয়েছে তাঁর । অর্থমন্ত্রী থাকাকালীন গতবছর কিডনি প্রতিস্থাপন হয়েছে । যে কারণে ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তী বাজেটের সময় সংসদে দেখা যায়নি তাঁকে । শারীরিক অসুস্থতার কারণে মে মাসেও এক বার AIIMS-এ ভরতি করা হয়েছিল । সেই থেকে সক্রিয় রাজনীতিতে সে ভাবে আর দেখা যায়নি । লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদি সরকার দ্বিতীয় বার ক্ষমতায় ফিরলেও, মন্ত্রিত্ব নিতে রাজি হননি জেটলি । প্রধানমন্ত্রীকে চিঠি লিখে জানিয়েছিলেন অসুস্থতার কথা ৷ মন্ত্রিসভায় না রাখার অনুরোধও জানিয়েছিলেন ৷

Intro:18-08-19


সুজয় ঘোষ, কলকাতা



দিল্লি ও কলকাতা: প্রাক্তণ অর্থমন্ত্রী অরুণ জেটলির শারীর অবস্থা আশঙ্কাজনক। তাকে দেখতে আজ সকালে AIIMS গেলেন বিজেপির নির্বাচণ কমিটির আহ্বায়ক মুকুল রায়। প্রায় ২০ মিনিট হাসপাতালে ছিলেন। কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলির পরিবারের লোকজন এর সঙ্গেও কথা বলেন তিনি।



অরুণ জেটলিকে দেখে হাসপাতালের বাইরে মুকুল রায় বলেন, "দীর্ঘদিন ধরেই তিনি শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছেন। তবে আগের থেকে এখন একটু ভালো আছে। তিনি দ্রুত সুস্থ্য হয়ে যাক সেটাই আমারা ঠাকুরের কাছে প্রার্থনা করছি"

 প্রসঙ্গত, ৯ অগাস্ট শ্বাসকষ্ট নিয়ে অরুণ জেটলি দিল্লির AIIMS-এ ভরতি হন ৷ সেখানে তাঁকে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল পর্যবেক্ষণে রেখেছে ৷ এই দলে রয়েছেন এন্ডোক্রিনোলজিস্ট, নেফরোলজিস্ট , কার্ডিওলজিস্ট ৷ কার্ডিও-নিউরো বিভাগে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন তিনি ।
দীর্ঘ দিন ধরেই অসুস্থ অরুণ জেটলি । ডায়াবিটিসের রোগী তিনি । অর্থমন্ত্রী থাকাকালীন গতবছর কিডনি প্রতিস্থাপনও হয় তাঁর । যে কারণে ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তী বাজেটের সময় সংসদে দেখা যায়নি তাঁকে । শারীরিক অসুস্থতার কারণে মে মাসেও এক বার AIIMS-এ ভরতি হন জেটলি । সেই থেকে সক্রিয় রাজনীতিতে সে ভাবে আর দেখা যায়নি তাঁকে । লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদি দ্বিতীয় বার ক্ষমতায় ফিরলেও, মন্ত্রিত্ব নিতে রাজি হননি জেটলি । প্রধানমন্ত্রীকে চিঠি লিখে জানিয়েছিলেন অসুস্থতার কথা ৷ মন্ত্রিসভায় না রাখার অনুরোধও জানিয়েছিলেন প্রাক্তন অর্থমন্ত্রী


Body:কপিConclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.