সূর্যপেট ( তেলাঙ্গানা), 16 জুন : মদ্যপ স্বামীর উপর রাগে দুই সন্তানকে খুন করল মা। ঘটনাটি ঘটেছে তেলাঙ্গানার সূর্যপেটে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দুই শিশুর নাম হর্ষবর্ধন (6) এবং জ্যোতি (8)। অভিযুক্ত মহিলা তথা ওই দুই শিশুর মায়ের নাম নাগমণি(35) । স্বামী প্রশান্তের সঙ্গে 15 বছর আগে তার বিয়ে হয়, দীর্ঘ আট বছর ধরে তারা সূর্যপেটের বাসিন্দা।
সূর্যপেটের পুলিশ ইন্সপেক্টর অঞ্জনেয়ুলু জানান, " প্রায় দিনই ওই দম্পতি মদ্যপ অবস্থায় নিজেদের মধ্যে ঝগড়া করতেন। রবিবার রাত্রেও দুজনের মধ্যে ঝগড়া হয়। নাগমণির স্বামী ঘুমিয়ে পড়ার পর সে তার দুই সন্তানকে পার্শ্ববর্তী এক নদীর ধারে নিয়ে যায় এবং তাদের জলে ছুড়ে ফেলে দেয়। দুটি শিশুই মারা যায়। ওই মহিলাকে সোমবার গ্রেপ্তার করা হয়েছে । জিজ্ঞাসাবাদে এই বিষয়ে আরও তথ্য জানা যাবে। "
দুই শিশুর দেহ ইতিমধ্যে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই বিষয়ে পুলিশ ইন্সপেক্টর বলেন, " ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই জানা যাবে ওই দুই শিশুকে খুন করা হয়েছে নাকি অন্য কোনও কারণে তাদের মৃত্যু হয়েছে। "
ঘটনার ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে এবং ওই মহিলার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে।