ETV Bharat / bharat

একদিনে 1 লাখেরও বেশি কোরোনা পরীক্ষা হয়েছে, জানাল ICMR - কোরোনা পরীক্ষা

দেশে একদিনে কোরোনা আক্রান্তের সংখ্যা 6,088 ৷ আর গত 24 ঘণ্টায় এক লাখেরও বেশি মানুষের কোরোনা পরীক্ষা হয়েছে বলে জানাল ICMR ।

ICMR
ভারতে কোরোনা টেস্টের সংখ্যা
author img

By

Published : May 22, 2020, 6:15 PM IST

দিল্লি, 22 মে : দেশে মোট 27 লাখ 55 হাজার 714 জনের কোরোনা পরীক্ষা হয়েছে ৷ আর গত 24 ঘণ্টায় পরীক্ষা হয়েছে এক লাখেরও বেশি । আজ ICMR-এর তরফে একথা জানান রমন আর গঙ্গাখেদকর ৷

দেশে দুপুর একটা পর্যন্ত 27 লাখ 55 হাজার 714 জনের কোরোনা পরীক্ষা হয়েছে বলে জানাল ICMR ৷ সাংবাদিক বৈঠকে রমন আর গঙ্গাখেদকর জানান, ‘‘আজ এক লাখের বেশি কোরোনা পরীক্ষা হয়েছে ৷ 85 হাজার 542টি পরীক্ষা হয়েছে 401টি সরকারি ল্যাবে ৷ 18 হাজার 287 জনের 178টি বেসরকারি ল্যাবে পরীক্ষা হয়েছে ৷ ’’

এর পাশাপাশি দেশে কোরোনা পরীক্ষার জন্য কিট তৈরি করা হচ্ছে বলে কেন্দ্রীয় সরকারের তরফে জানান ভি কে পাল ৷ তিনি আরও জানান, ‘‘3 এপ্রিলের পর থেকে ভারতে কোরোনা সংক্রমণের গতি কমেছে ৷ লকডাউন না হলে এর থেকে অনেক বেশি মানুষ আক্রান্ত হতেন ৷’’

দিল্লি, 22 মে : দেশে মোট 27 লাখ 55 হাজার 714 জনের কোরোনা পরীক্ষা হয়েছে ৷ আর গত 24 ঘণ্টায় পরীক্ষা হয়েছে এক লাখেরও বেশি । আজ ICMR-এর তরফে একথা জানান রমন আর গঙ্গাখেদকর ৷

দেশে দুপুর একটা পর্যন্ত 27 লাখ 55 হাজার 714 জনের কোরোনা পরীক্ষা হয়েছে বলে জানাল ICMR ৷ সাংবাদিক বৈঠকে রমন আর গঙ্গাখেদকর জানান, ‘‘আজ এক লাখের বেশি কোরোনা পরীক্ষা হয়েছে ৷ 85 হাজার 542টি পরীক্ষা হয়েছে 401টি সরকারি ল্যাবে ৷ 18 হাজার 287 জনের 178টি বেসরকারি ল্যাবে পরীক্ষা হয়েছে ৷ ’’

এর পাশাপাশি দেশে কোরোনা পরীক্ষার জন্য কিট তৈরি করা হচ্ছে বলে কেন্দ্রীয় সরকারের তরফে জানান ভি কে পাল ৷ তিনি আরও জানান, ‘‘3 এপ্রিলের পর থেকে ভারতে কোরোনা সংক্রমণের গতি কমেছে ৷ লকডাউন না হলে এর থেকে অনেক বেশি মানুষ আক্রান্ত হতেন ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.