ETV Bharat / bharat

গণপিটুনি একটি বিদেশি ধারণা, বললেন মোহন ভাগবত - RSS news

আবারও শিরোনামে RSS সুপ্রিমো মোহন ভাগবত ৷ দশেরা উপলক্ষে মহারাষ্ট্রে RSS-এর একটি অনুষ্ঠানে যোগদান করতে যান তিনি ৷ সেখানে তিনি 'গণহত্যা'-কে একটি বিদেশি ধারণা হিসেবে ব্যাখ্যা করেন ৷ তিনি আরও যোগ করেন যে, কথাটি 'দেশের পক্ষে অপমানজনক'৷

mohan bhagbat
author img

By

Published : Oct 8, 2019, 3:58 PM IST

Updated : Oct 8, 2019, 4:17 PM IST

নাগপুর, 8 অক্টোবর : আবারও শিরোনামে RSS সুপ্রিমো মোহন ভাগবত ৷ দশেরা উপলক্ষে মহারাষ্ট্রে RSS-এর একটি অনুষ্ঠানে যোগদান করতে যান তিনি ৷ সেখানে 'গণহত্যা'-কে একটি বিদেশি ধারণা হিসেবে ব্যাখ্যা করেন ৷ তিনি আরও যোগ করেন যে, কথাটি দেশের পক্ষে অপমানজনক ৷ পাশাপাশি জম্মু-কাশ্মীর থেকে 370 ধারা অবলুপ্ত করার জন্য তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ভূয়সী প্রশংসা করেন ৷ তিনি বলেন, "কিছু ব্যক্তি নিজ স্বার্থের জন্য ভারতকে শক্তিধর হতে দিতে চায় না ৷"

তিনি আরও বলেন, "আমাদের দেশের সংস্কৃতি উদারতা ও ভ্রাতৃত্বের ৷ কিছু সামাজিক হিংসার ঘটনাকে গণহত্যা হিসেবে দেখানোটা দেশের পক্ষে ও হিন্দু সমাজের পক্ষে অপমানজনক ৷ এতে কিছু সম্প্রদায়ের মধ্যে ভীতির সঞ্চার হয় ৷ গণপিটুনি কোনওদিনই ভারতীয় সংস্কৃতির অংশ ছিল না ৷ এটি একটি বিদেশি ধারণা ৷ এটাকে ভারতীয়দের উপর চাপিয়ে দেবেন না ৷"

কিছুদিন আগে অভিনেত্রী অপর্ণা সেন, ইতিহাসবিদ রামচন্দ্র গুহ-সহ 49 জন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি খোলা চিঠি দিয়েছিলেন ৷ চিঠির বয়ান ছিল দেশে দলিত-সংখ্যালঘুদের উপর বাড়তে থাকা গণহত্যার বিষয়ে ৷

নাগপুর, 8 অক্টোবর : আবারও শিরোনামে RSS সুপ্রিমো মোহন ভাগবত ৷ দশেরা উপলক্ষে মহারাষ্ট্রে RSS-এর একটি অনুষ্ঠানে যোগদান করতে যান তিনি ৷ সেখানে 'গণহত্যা'-কে একটি বিদেশি ধারণা হিসেবে ব্যাখ্যা করেন ৷ তিনি আরও যোগ করেন যে, কথাটি দেশের পক্ষে অপমানজনক ৷ পাশাপাশি জম্মু-কাশ্মীর থেকে 370 ধারা অবলুপ্ত করার জন্য তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ভূয়সী প্রশংসা করেন ৷ তিনি বলেন, "কিছু ব্যক্তি নিজ স্বার্থের জন্য ভারতকে শক্তিধর হতে দিতে চায় না ৷"

তিনি আরও বলেন, "আমাদের দেশের সংস্কৃতি উদারতা ও ভ্রাতৃত্বের ৷ কিছু সামাজিক হিংসার ঘটনাকে গণহত্যা হিসেবে দেখানোটা দেশের পক্ষে ও হিন্দু সমাজের পক্ষে অপমানজনক ৷ এতে কিছু সম্প্রদায়ের মধ্যে ভীতির সঞ্চার হয় ৷ গণপিটুনি কোনওদিনই ভারতীয় সংস্কৃতির অংশ ছিল না ৷ এটি একটি বিদেশি ধারণা ৷ এটাকে ভারতীয়দের উপর চাপিয়ে দেবেন না ৷"

কিছুদিন আগে অভিনেত্রী অপর্ণা সেন, ইতিহাসবিদ রামচন্দ্র গুহ-সহ 49 জন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি খোলা চিঠি দিয়েছিলেন ৷ চিঠির বয়ান ছিল দেশে দলিত-সংখ্যালঘুদের উপর বাড়তে থাকা গণহত্যার বিষয়ে ৷

Prayagraj (Uttar Pradesh), Oct 08 (ANI): Uttar Pradesh Deputy Chief Minister Keshav Prasad Maurya said that the Bharatiya Janata Party (BJP) will continue to stay in power in the state for the next 50 years. The Deputy Chief Minister's comments come days after Samajwadi Party (SP) chief and former chief minister Akhilesh Yadav said that he will form the government in the state in the year 2022. While speaking to media in Uttar Pradesh's Prayagraj on October 07, Keshav Prasad Maurya said, "In Uttar Pradesh and the centre, there is a government which works for the people of the country. This government will continue to stay in power for the next 50 years. So if Akhilesh Yadav wants to form the government, he would have to do that after 50 years." On October 6, Akhilesh Yadav said, "In the coming times, we will fight the elections together. The SP family has grown and we will surely form the government in the state in 2022." Maurya also unveiled a magazine of Ramleela committee at an event here.

Last Updated : Oct 8, 2019, 4:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.