ETV Bharat / bharat

কোরোনা মোকাবিলায় "গামছা"-তেই ভরসা মোদির - গামছা মাস্ক

ধারা অব্যাহত রেখে আজও রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে গামছা দিয়েই মুখ ঢাকতে দেখা গেল প্রধানমন্ত্রীকে । বৈঠক চলাকালীন প্রধানমন্ত্রী সবুজ পাড় সাদা রঙের গামছা দিয়ে মুখ ঢেকেছিলেন।

PM Narendra Modi
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
author img

By

Published : Apr 27, 2020, 1:44 PM IST

দিল্লি, 27 এপ্রিল : দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ হোক বা পঞ্চায়েতি রাজ দিবস, সর্বত্রই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সুতির কাপড় দিয়ে মুখ ঢাকতে দেখা গেছে । যা গামছা হিসেবে পরিচিত । নিজের সেই ধারা অব্যাহত রেখে আজও রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে গামছা দিয়েই মুখ ঢাকতে দেখা যায় তাঁকে ।

আজ বৈঠক চলাকালীন সাদার উপর সবুজ রঙের চেক গামছা দিয়ে মুখ ঢেকে রাখতে দেখা যায় প্রধানমন্ত্রীকে । আসলে এই গামছা ব্যবহার করে যে সহজেই কোরোনা ভাইরাসের বিরুদ্ধে সতর্কতা অবলম্বন করা যায় সেটাই মোদি মানুষকে বোঝাতে চাইছেন বলে মত ওয়াকিবহাল মহলের ।

14 এপ্রিল দেশবাসীর উদ্দেশ্যে যে ভাষণে তিনি লকডাউনের মেয়াদ 3 মে পর্যন্ত বাড়ানোর কথা ঘোষণা করেছিলেন সেখানেও তাঁকে গামছা দিয়ে মুখ ঢাকতে দেখা গিয়েছিল । 24 এপ্রিল গ্রামের প্রধানদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে কথা বলার সময়ও তিনি গামছাকেই রক্ষাকবচ হিসেবে বেছে নিয়েছিলেন ।

গত 24 ঘণ্টায় ভারতে 1 হাজার 396 জন কোরোনায় আক্রান্ত হয়েছেন । ফলে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 27 হাজার 892 । যার মধ্যে 20 হাজার 835 টি কোরোনার কেস সক্রিয় রয়েছে । আর 6 হাজার 185 জন সুস্থ হয়েছেন । গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 48 জনের । এখন মৃতের সংখ্যা 872 । দেশের এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বার বার মানুষকে সতর্কতা অবলম্বন করতে বলছেন । ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে কথা বলা সত্ত্বেও তিনি নিজেও সর্বক্ষণ মুখ ঢেকে রাখছেন । সে তা গামছা দিয়ে হোক বা কোনও সুতির কাপড় দিয়ে ।

দিল্লি, 27 এপ্রিল : দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ হোক বা পঞ্চায়েতি রাজ দিবস, সর্বত্রই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সুতির কাপড় দিয়ে মুখ ঢাকতে দেখা গেছে । যা গামছা হিসেবে পরিচিত । নিজের সেই ধারা অব্যাহত রেখে আজও রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে গামছা দিয়েই মুখ ঢাকতে দেখা যায় তাঁকে ।

আজ বৈঠক চলাকালীন সাদার উপর সবুজ রঙের চেক গামছা দিয়ে মুখ ঢেকে রাখতে দেখা যায় প্রধানমন্ত্রীকে । আসলে এই গামছা ব্যবহার করে যে সহজেই কোরোনা ভাইরাসের বিরুদ্ধে সতর্কতা অবলম্বন করা যায় সেটাই মোদি মানুষকে বোঝাতে চাইছেন বলে মত ওয়াকিবহাল মহলের ।

14 এপ্রিল দেশবাসীর উদ্দেশ্যে যে ভাষণে তিনি লকডাউনের মেয়াদ 3 মে পর্যন্ত বাড়ানোর কথা ঘোষণা করেছিলেন সেখানেও তাঁকে গামছা দিয়ে মুখ ঢাকতে দেখা গিয়েছিল । 24 এপ্রিল গ্রামের প্রধানদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে কথা বলার সময়ও তিনি গামছাকেই রক্ষাকবচ হিসেবে বেছে নিয়েছিলেন ।

গত 24 ঘণ্টায় ভারতে 1 হাজার 396 জন কোরোনায় আক্রান্ত হয়েছেন । ফলে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 27 হাজার 892 । যার মধ্যে 20 হাজার 835 টি কোরোনার কেস সক্রিয় রয়েছে । আর 6 হাজার 185 জন সুস্থ হয়েছেন । গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 48 জনের । এখন মৃতের সংখ্যা 872 । দেশের এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বার বার মানুষকে সতর্কতা অবলম্বন করতে বলছেন । ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে কথা বলা সত্ত্বেও তিনি নিজেও সর্বক্ষণ মুখ ঢেকে রাখছেন । সে তা গামছা দিয়ে হোক বা কোনও সুতির কাপড় দিয়ে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.