ETV Bharat / bharat

প্রধানমন্ত্রীর 'মন কি বাতে' অযোধ্যা প্রসঙ্গ

এই মুহূর্তে দেশের প্রতিটি আমজনতার নজর যে দিকে, সেই অযোধ্যা নিয়ে এবার মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ দেশের মানুষকে সংযত থাকার বার্তা দিলেন ৷ পাশাপাশি, আজকের রেডিয়ো অনুষ্ঠানে জাতির জনককে নিয়েও বক্তব্য পেশ করলেন প্রধানমন্ত্রী ৷

মোদি
author img

By

Published : Oct 27, 2019, 2:39 PM IST

Updated : Oct 27, 2019, 7:28 PM IST

দিল্লি, 27 অক্টোবর : তিনি তাঁর মনের কথা বললেন, এটাই ছিল প্রথম এবং শেষ উদ্দেশ্য ৷ নোট বাতিল থেকে শুরু করে দেশের সামগ্রিক রাজনৈতিক-অর্থনৈতিক পরিস্থিতি আমজনতার সামনে তুলে ধরার পরিকল্পনা ছিল এই 'মন কি বাত' ৷ আর এই মুহূর্তে দেশের প্রতিটি আমজনতার নজর যে দিকে, সেই অযোধ্যা নিয়ে এবার মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ দেশের মানুষকে সংযত থাকার বার্তা দিলেন ৷ পাশাপাশি, আজকের রেডিয়ো অনুষ্ঠানে জাতির জনককে নিয়েও বক্তব্য পেশ করলেন প্রধানমন্ত্রী ৷

বহু চর্চিত অযোধ্যা জমি সংক্রান্ত শুনানি সম্প্রতি শেষ হয়েছে সুপ্রিম কোর্টে ৷ প্রধান বিচারপতি রঞ্জন গগৈ আগামী মাসে অবসর নেবেন ৷ রাজনৈতিক মহলের অনুমান, নিজের অবসরের আগেই এ বিষয়ে রায় ঘোষণা করতে পারেন তিনি ৷ আর এ সব নিয়েই কেবল উত্তরপ্রদেশ বা দিল্লি নয়, গোটা দেশের নজর রয়েছে শীর্ষ আদালতের দিকে ৷ সন্দেহ নেই, রায় ঘোষণা হলে যে কোনও মুহূর্তে পরিস্থিতি জটিল-উত্তেজনাপূর্ণ হয়ে উঠতে পারে ৷ রাজনৈতিক মহলের অনুমান, আজ 'মন কি বাত' অনুষ্ঠানে তাই দেশের মানুষের জন্য আগাম বার্তা দিয়ে রাখলেন প্রধানমন্ত্রী ৷ শান্তভাবে যে কোনও পরিস্থিতি মোকাবিলা করার কথাও বললেন তিনি ৷

আজকের 'মন কি বাত' অনুষ্ঠানে ইন্দিরা গান্ধির প্রতিও শ্রদ্ধা জানান ৷ সর্দার বল্লভভাই প্যাটেল নিয়েও বক্তব্য পেশ করেন ৷ তাঁর ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়েছেন ৷

আজ ছিল 'মন কি বাত' অনুষ্ঠানের 58তম পর্ব ৷ আজকের পর্বে প্রধানমন্ত্রী বললেন, "বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তে দীপাবলি উদযাপিত হয় । তাতে শুধু দেশবাসীই সামিল হন এমন নয় । পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষজন এতে আসেন । বিশ্বে পর্যটন উৎসব খুব জনপ্রিয় । আমাদের এত উৎসব হয় । আমরাও তো ওই ধরনের উদ্যোগ নিতে পারি । আমাদের চেষ্টা করা উচিত । এতে অন্য দেশের, অন্য রাজ্যের মানুষদেরও সামিল করলে ভালো । "

দিল্লি, 27 অক্টোবর : তিনি তাঁর মনের কথা বললেন, এটাই ছিল প্রথম এবং শেষ উদ্দেশ্য ৷ নোট বাতিল থেকে শুরু করে দেশের সামগ্রিক রাজনৈতিক-অর্থনৈতিক পরিস্থিতি আমজনতার সামনে তুলে ধরার পরিকল্পনা ছিল এই 'মন কি বাত' ৷ আর এই মুহূর্তে দেশের প্রতিটি আমজনতার নজর যে দিকে, সেই অযোধ্যা নিয়ে এবার মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ দেশের মানুষকে সংযত থাকার বার্তা দিলেন ৷ পাশাপাশি, আজকের রেডিয়ো অনুষ্ঠানে জাতির জনককে নিয়েও বক্তব্য পেশ করলেন প্রধানমন্ত্রী ৷

বহু চর্চিত অযোধ্যা জমি সংক্রান্ত শুনানি সম্প্রতি শেষ হয়েছে সুপ্রিম কোর্টে ৷ প্রধান বিচারপতি রঞ্জন গগৈ আগামী মাসে অবসর নেবেন ৷ রাজনৈতিক মহলের অনুমান, নিজের অবসরের আগেই এ বিষয়ে রায় ঘোষণা করতে পারেন তিনি ৷ আর এ সব নিয়েই কেবল উত্তরপ্রদেশ বা দিল্লি নয়, গোটা দেশের নজর রয়েছে শীর্ষ আদালতের দিকে ৷ সন্দেহ নেই, রায় ঘোষণা হলে যে কোনও মুহূর্তে পরিস্থিতি জটিল-উত্তেজনাপূর্ণ হয়ে উঠতে পারে ৷ রাজনৈতিক মহলের অনুমান, আজ 'মন কি বাত' অনুষ্ঠানে তাই দেশের মানুষের জন্য আগাম বার্তা দিয়ে রাখলেন প্রধানমন্ত্রী ৷ শান্তভাবে যে কোনও পরিস্থিতি মোকাবিলা করার কথাও বললেন তিনি ৷

আজকের 'মন কি বাত' অনুষ্ঠানে ইন্দিরা গান্ধির প্রতিও শ্রদ্ধা জানান ৷ সর্দার বল্লভভাই প্যাটেল নিয়েও বক্তব্য পেশ করেন ৷ তাঁর ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়েছেন ৷

আজ ছিল 'মন কি বাত' অনুষ্ঠানের 58তম পর্ব ৷ আজকের পর্বে প্রধানমন্ত্রী বললেন, "বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তে দীপাবলি উদযাপিত হয় । তাতে শুধু দেশবাসীই সামিল হন এমন নয় । পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষজন এতে আসেন । বিশ্বে পর্যটন উৎসব খুব জনপ্রিয় । আমাদের এত উৎসব হয় । আমরাও তো ওই ধরনের উদ্যোগ নিতে পারি । আমাদের চেষ্টা করা উচিত । এতে অন্য দেশের, অন্য রাজ্যের মানুষদেরও সামিল করলে ভালো । "

Coimbatore (TN), Oct 27 (ANI): Another example of Railway Protect Force (RPF) personnel's alertness was seen at Coimbatore railway station. An alert RPF personnel saved a person, who slipped while attempting to board a moving train in the railway station. CCTV footage shows man entered into moving train lost his balance and slipped. An on duty RPF personnel, who was just five feet away from the train swung into action and pushed the passenger inside the coach. If a RPF personnel wasn't there, the man would have fallen down through the gap of train and platform.

Last Updated : Oct 27, 2019, 7:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.