ETV Bharat / bharat

নরেন্দ্র মোদি ব্যর্থ, আমরা বছরে 22 লাখ চাকরি দেব : রাহুল - Prime Minister

"মোদি কর্মসংস্থানের সুযোগ বাড়াতে পারেননি বরং কর্মসংস্থান বন্ধ করে দিয়েছে । এর পিছনে রয়েছে GST ও নোট বাতিল । "গতকাল গুজরাতে কচ্ছতে একথা বললেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি।

ফাইল ফোটো
author img

By

Published : Apr 19, 2019, 12:05 PM IST

কচ্ছ(গুজরাত), 19 এপ্রিল : "নরেন্দ্র মোদি অনিল আম্বানিকে বিনামূল্যে ৩০ হাজার কোটি টাকার উপহার দিয়েছেন । বিগত পাঁচ বছরে চাকরির সুযোগ অনেক কমে গেছে । নরেন্দ্র মোদি হলেন একজন ব্যর্থ প্রধানমন্ত্রী, এবং তিনি এই নির্বাচনে হারতে চলেছেন ।" গতকাল গুজরাতে কচ্ছতে একথা বললেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি।

আগে রাহুল গান্ধি বলেছিলেন, "সব চোরেরই পদবি মোদি ।" এরপর গতকাল রাহুল গান্ধির বিরুদ্ধে পটনা সিভিল কোর্টে একটি মানহানির মামলা দায়ের করেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদি । এর জবাবে কচ্ছের জনসভা থেকে রাহুল বলেন, "মানহানি মামলা নতুন কিছু নয় । এই নির্বাচনে আমাদের মূল কর্মসূচি হল, বেকারত্ব, দুর্নীতি, রাফাল দুর্নীতি ও কৃষকদের সমস্যার সমাধান করা ।" তিনি আরও বলেন, "মোদি কর্মসংস্থানের সুযোগ বাড়াতে পারেননি। বরং কর্মসংস্থান বন্ধ করে দিয়েছেন । এর কারণ GST ও নোটবাতিল। আমরা বছরে ২২ লাখ সরকারি চাকরি ও ১০ লাখ যুবক-যুবতিদের পঞ্চায়েতে চাকরি দেব ।"

কচ্ছ(গুজরাত), 19 এপ্রিল : "নরেন্দ্র মোদি অনিল আম্বানিকে বিনামূল্যে ৩০ হাজার কোটি টাকার উপহার দিয়েছেন । বিগত পাঁচ বছরে চাকরির সুযোগ অনেক কমে গেছে । নরেন্দ্র মোদি হলেন একজন ব্যর্থ প্রধানমন্ত্রী, এবং তিনি এই নির্বাচনে হারতে চলেছেন ।" গতকাল গুজরাতে কচ্ছতে একথা বললেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি।

আগে রাহুল গান্ধি বলেছিলেন, "সব চোরেরই পদবি মোদি ।" এরপর গতকাল রাহুল গান্ধির বিরুদ্ধে পটনা সিভিল কোর্টে একটি মানহানির মামলা দায়ের করেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদি । এর জবাবে কচ্ছের জনসভা থেকে রাহুল বলেন, "মানহানি মামলা নতুন কিছু নয় । এই নির্বাচনে আমাদের মূল কর্মসূচি হল, বেকারত্ব, দুর্নীতি, রাফাল দুর্নীতি ও কৃষকদের সমস্যার সমাধান করা ।" তিনি আরও বলেন, "মোদি কর্মসংস্থানের সুযোগ বাড়াতে পারেননি। বরং কর্মসংস্থান বন্ধ করে দিয়েছেন । এর কারণ GST ও নোটবাতিল। আমরা বছরে ২২ লাখ সরকারি চাকরি ও ১০ লাখ যুবক-যুবতিদের পঞ্চায়েতে চাকরি দেব ।"

Kutch (Gujarat), Apr 19 (ANI): Ahead of Lok Sabha elections, Congress president Rahul Gandhi addressed a public rally. While addressing the gathering, Gandhi took a jibe at Prime Minister Narendra Modi. He said, "On one side, we have Prime Minister Narendra Modi's Rs 15 lakh lie. If you all got Rs 15 lakh in your bank accounts, economy of this country will be distorted. While on the other hand, there is 'truth' of Rs 3, 60, 000. It can be fulfilled. And, I am giving guarantee to all of you that we will complete it, for sure. For the last 5 years, Narendra Modi is India's Prime Minister. In last Lok Sabha elections, he made 3-4 big promises. And, the biggest of all of them was that everyone will get Rs 15 lakh in their bank accounts. He said that he will snatch all the black money from the thieves and will give it to the public. Had it ever happened? "
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.